যেকোন চাকরীর পরীক্ষা এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণ জ্ঞান বলতে মূলত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীকে বোঝায়। তাই বেশি বেশি এসব গুরুত্ব দেওয়া উচিত।
প্রশ্ন ১: ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? (২৭তম, ২৬তম)
উত্তর : ৫৪৩।
প্রশ্ন ২: Trafalgar Square-এর অবস্থান (৪৩তম, ১২তম)
উত্তর : ইংল্যান্ডে।
প্রশ্ন ৩: হারারে’র পূর্ব নাম কী? (৩১তম, ১১তম)
উত্তর : সলসব্যারী।
প্রশ্ন ৪: ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? (৩১তম, ২৪তম)
উত্তর : ভারত ও পাকিস্তান ।
প্রশ্ন ৫: ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত? (২৫তম, ২৩তম)
উত্তর : ইন্দোনেশিয়া।
প্রশ্ন ৬: ইতিহাস বিখ্যাত ট্রয়’ নগরী কোথায়? (১৯তম, ১০ম)
উত্তর : তুরস্কে।
প্রশ্ন ৭: জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? (৩২তম, ১৯তম)
উত্তর : ইন্দোনেশিয়া।
প্রশ্ন ৮: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? (২১তম, ১৭তম, ১৬তম)
উত্তর : ৪ এপ্রিল ১৯৪৯।
প্রশ্ন ৯: ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? (৪৩তম, ১৪তম)
উত্তর : UNIIMOG
প্রশ্ন ১০: জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? (৩৬তম, ২১তম)
উত্তর : ১৯৪৫।
প্রশ্ন ১১: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? (২৯তম, ১৯তম)
উত্তর : নিউইয়র্ক।
প্রশ্ন ১২: জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? (২৬তম, ১০ম)
উত্তর : ট্রিগভেলি।
প্রশ্ন ১৩: জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? (৪৩তম, ৪০তম)
উত্তর : ১৭।
প্রশ্ন ১৪: ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায়? (২২তম, ১০ম)
উত্তর : জেদ্দা।
প্রশ্ন ১৫: জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? (২৫তম, ১৭তম)
উত্তর : বেলগ্রেড
প্রশ্ন ১৬: NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত? (৩৬তম, ২২তম)
উত্তর : ১২০।
প্রশ্ন ১৭: ইউরো মুদ্রা কখন চালু হয়? (২৬তম, ২০তম)
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯।
প্রশ্ন ১৮: আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর (৩৬তম, ৩২তম)
উত্তর : জেনেভা।
প্রশ্ন ১৯: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়? (৪৩তম, ২৬তম)
উত্তর : জার্মানি।
প্রশ্ন ২০: বিশ্ব মানবাধিকার দিবস- (৪৩তম, ৩০তম, ২৬তম, ১১তম)
উত্তর : ১০ ডিসেম্বর।
প্রশ্ন ২১: কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? (৩০তম, ২৬তম)
উত্তর : ৫ জুন।
প্রশ্ন ২২: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? (৩৪তম, ২৪তম)
উত্তর : লন্ডন ।
প্রশ্ন ২৩: World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? (৪৩তম, ৩৭তম)
উত্তর : World Bank।
প্রশ্ন ২৪: কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? (১৪তম, ১৩তম)
উত্তর : ১৯৬৬ সালে ।
প্রশ্ন ২৫: সার্কের সদর দপ্তর কোথায়? (৩৮তম, ২৯তম)
উত্তর : কাঠমান্ডু।
প্রশ্ন ২৬: সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিতহয়? (৩৬তম, ২২তম, ২০তম)
উত্তর : ১৯৮৫ সালে; ঢাকায় ।
প্রশ্ন ২৭: পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? (২৫তম, ২৩তম)
উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
প্রশ্ন ২৮: ‘শাহনামা’-এর লেখক কে? (২৬তম, ১৮তম)
উত্তর : কবি ফেরদৌসী।
প্রশ্ন ২৯: The Lady with the Lamp’ নামে পরিচিত (৪৩তম, ৩৪তম)
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
প্রশ্ন ৩০: মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম (৪৩তম)
উত্তর : ন্যাশনাল ইউনিটি সরকার।
প্রশ্ন ৩১: কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? (৪৩তম)
উত্তর : কম্বোডিয়া।
প্রশ্ন ৩২: জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
উত্তর : এডেন উপসাগরের পাশে।
প্রশ্ন ৩৩: কোন চুক্তির মাধ্যমে ইউরোপের “Thirty years’ war”-এর সমাপ্তি ঘটে? (৪২তম)
উত্তর : ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি, ১৬৪৮।
প্রশ্ন ৩৪: মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় (৪২তম)
উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।
প্রশ্ন ৩৫: আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস-এর উন্মেষ ঘটে কোন দেশ হতে? (৪২তম)
উত্তর : চীন।
প্রশ্ন ৩৬: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? (৪১তম)
উত্তর : ১৯৯১।
প্রশ্ন ৩৭: কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? (৪১তম)
উত্তর : তুরস্ক।
প্রশ্ন ৩৮: ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে? (৪০তম)
উত্তর : অমর্ত্য সেন।
প্রশ্ন ৩৯: এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি ? (৪১তম)
উত্তর : বাবেল মান্দেব প্রণালি।
প্রশ্ন ৪০: নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? (৪১তম)
উত্তর : ভিয়েতনাম ।
প্রশ্ন ৪১: ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? (৩৮তম)
উত্তর : মন্ট্রিল প্রটোকল ।
প্রশ্ন ৪২: সলোমন দ্বীপপুঞ্জে কোন মহাসাগরে অবস্থিত? (৩৭তম)
উত্তর : প্রশান্ত মহাসাগর।
প্রশ্ন ৪৩: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে (৩৭তম)
উত্তর : IPCC
প্রশ্ন ৪৪: ‘Law of the Sea Convention’ অনুযায়ী, উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য? (৩৭তম)
উত্তর : ২০০ নটিক্যাল মাইল ।
প্রশ্ন ৪৫: প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল (৩৫তম)
উত্তর : ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন ।
প্রশ্ন ৪৬: ‘গ্লাসনস্ত নীতি’ কোন দেশে চালু হয়েছিল? (৩৫তম)
উত্তর : সাবেক সোভিয়েত ইউনিয়ন।
প্রশ্ন ৪৭: ‘উইঘুর’ হলো— (৩৫তম)
উত্তর : চীনের একটি সম্প্রদায়ের নাম।
প্রশ্ন ৪৮: ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা? (৩৫তম)
উত্তর : বাংলাদেশ-মিয়ানমার।
প্রশ্ন ৪৯: ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়? (৩৫তম)
উত্তর : ৪।
প্রশ্ন ৫০: আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? (৩৪তম)
উত্তর : ভ্যাটিকান।
৩৫তম বিসিএস থেকে প্রশ্নপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এসেছিল। তার আগে প্রিলিমিনারি পরীক্ষা ছিল ১০০ নম্বরের। ৩৫তম বিসিএস থেকে প্রিলিমিনারি ২০০ নম্বরের করা হয়। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য ৩৫। ২০০ নম্বর আপনার দরকারও নেই। তবে কমপক্ষে ৬০% নম্বর পেলে প্রশ্ন কঠিন হোক আর সহজ হোক আপনি নিশ্চিত। আর সেই প্রত্যাশা নিয়ে আজ থেকে বিশেষ টেকনিকে আপনাদের জন্য আমার সামান্য আয়োজন। বিসিএস পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে অনেক প্রশ্ন আসে। আজ ১০ ম থেকে ৩৭ তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার সকল প্রশ্ন উত্তর সহ নিচে দেওয়া হলো:
১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত] উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ অপভ্রংশ।
৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত] উত্তরঃ লাইলী – মজনু।
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত] উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ পদ্মাবতী।
৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ আরেক ফাল্গুন।
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ চন্দ্রাবতী।
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত] উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ মুহম্মদ কবীর।
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ হিন্দি।
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত] উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২৩ সালে।
২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ‘রাত্রিশেষ’।
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ নূরুল মোমেন।
২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত] উত্তরঃসিকান্দার আবু জাফর।
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ গীতগোবিন্দ।
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।
৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ দীনবন্ধু মিত্র।
৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃফররুখ আহমদ।
৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।
৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃকাজী নজরুল ইসলাম।
৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘চর্যাপদ’।
৫২। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
৫৩। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
৫৪। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
৫৫। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
৫৬। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ বীরবল।
৫৭। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
৫৮। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
৫৯। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
৬০। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
৬১। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮০০ সালে।
৬২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
৬৩। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
৬৪। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
৬৫। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ মোজাম্মেল হক।
৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জহির রায়হান।
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শেষ লেখা।
৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শিউলিমালা।
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সোজান ও দুলি।
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮০১ সালে।
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তিদের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২১ সালে।
১০১। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
১০২। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
১০৩। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
১০৪। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
১০৫। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১০৬। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।
১০৭। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
১০৮। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
১০৯। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
১১০। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রমথ চৌধুরী।
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিজয় গুপ্ত।
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি আল মাহমুদ।
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ব্রাহ্মী লিপি।
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ আবুল হাসান।
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ আহমদ ছফা।
১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত] উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।
১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত] উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত—আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা অনাম, আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।
১৪৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
১৪৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
১৪৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
১৪৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
১৫০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’,’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।
বাংলা সাহিত্য : বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর যা সরকারী বা বিসিএসের চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য অংশে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর pdf পাবেন এখানে। এখানে আরো পাবেন। যেমন বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ও সমাধান, Mcq বাংলা সাহিত্য ইত্যাদি। বিসিএস পরীক্ষা জন্য বাংলা সাহিত্যের অতি গুরুত্ব।
প্রশ্ন:১। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উত্তর : গ. ছোটগল্প
প্রশ্ন:২। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
ক. কথোপকথন
খ. ইতিহাসমালা
গ. রাজা প্রতাপাদিত্য চরিত
ঘ. হিতোমপদেশ
উত্তর : গ. রাজা প্রতাপাদিত্য চরিত
প্রশ্ন:৩। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা
খ. লুইপা
গ. সরহ পা
ঘ. শবর পা
উত্তর: খ. লুইপা
প্রশ্ন৪। খনার বচন কী সংক্রান্ত ?
ক. কৃষি
খ. ব্যবসা
গ. শিল্প
ঘ. রাজনীতি
উত্তর: ক. কৃষি
প্রশ্ন৫। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ
ক. নারীর মূল্য
খ. রায়তের কথা
গ. তেল নুন লাকড়ী
ঘ. বীরবলের হালখাতা
উত্তর : ঘ. বীরবলের হালখাতা
প্রশ্ন৬। কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
ক. পাল
খ. সেন
গ. গুপ্ত
ঘ. তুর্কী
উত্তর : ঘ. তুর্কী
প্রশ্ন৭। ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?
ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত
উত্তর : ঘ. কানাহরি দত্ত
প্রশ্ন৮। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
ক. চন্দ্রকলাবতী
খ. চন্দ্রাবতী
গ. পদ্মাবতী
ঘ. কামিনী রায়
উত্তর : খ. চন্দ্রাবতী
প্রশ্ন৯। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?
ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
উত্তর : গ. চণ্ডীদাস
প্রশ্ন১০। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. মীর মোহম্মদ সফী
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. আলাওল
উত্তর : গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
প্রশ্ন১১। সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল
খ. গৃহদাহ
গ. বিষবৃক্ষ
ঘ. যোগাযোগ
উত্তর : খ. গৃহদাহ
প্রশ্ন১২। বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. গোবিন্দচন্দ্র দাস
গ. চণ্ডীদাস
ঘ. ঈশ্বরী পাটনী
উত্তর : খ. গোবিন্দচন্দ্র দাস
প্রশ্ন১৩। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. হুমায়ুন আহমেদ
উত্তর : গ. আলাউদ্দিন আল আজাদ
প্রশ্ন১৪। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কী ?
ক. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ
খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা
গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম
ঘ. প্রকৃতি প্রেম
উত্তর : ক. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ
প্রশ্ন১৫। ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রহসন
ঘ. কাব্য
উত্তর : খ. উপন্যাস
প্রশ্ন১৬। ‘ঝিঙ্গেফুল’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. প্রবন্ধ
উত্তর: গ. কাব্য
প্রশ্ন১৭। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. বিরহ বিলাপ
খ. অশ্রুমালা
গ. অমিয়ধারা
ঘ. মহাশ্মশান
উত্তর : ক. বিরহ বিলাপ
প্রশ্ন১৮। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা ?
ক. আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. জীবনানন্দ দাশ
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর : গ. জীবনানন্দ দাশ
প্রশ্ন১৯। ‘ললিতা তথা মানস’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তর : ক. কাব্য
প্রশ্ন২০। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ?
ক. কবর
খ. নীলদর্পণ
গ. শর্মিষ্ঠা
ঘ. ভদ্রার্জুন
উত্তর : ঘ. ভদ্রার্জুন
প্রশ্ন২১। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
ক. চন্দ্রকলাবতী খ. চন্দ্রাবতী গ. পদ্মাবতী ঘ. কামিনী রায়
উত্তর : খ
প্রশ্ন২২। মধ্যুযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?
ক. লোক সাহিত্য খ. পুঁথি সাহিত্য গ. বাংলা গীতিকা ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান
উত্তর: ঘ
প্রশ্ন২৩। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে ?
ক. দৌলত কাজী খ. দৌলত উজির বাহরাম খান গ. মুহম্মদ কবির ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তর : ঘ
প্রশ্ন২৪। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
ক. দৌলত কাজী খ. সৈয়দ সুলতান গ. আলাওল ঘ. নাসির মাহমুদ
উত্তর : গ
প্রশ্ন২৫। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি
ক. কোরেশী মাগন ঠাকুর খ. দৌলত কাজী গ. আলাওল ঘ. মরদন
উত্তর : খ
প্রশ্ন২৬। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?
ক. গোবিন্দদাস খ. জ্ঞানদাস গ. চণ্ডীদাস ঘ. বিদ্যাপতি
উত্তর : গ
প্রশ্ন২৭। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী রচনা করেন ?
ক. ফারসি খ. ব্রজবুলি গ. মারাঠা ঘ. হিন্দি
উত্তর : খ
প্রশ্ন২৮। আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন ?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : ঘ
প্রশ্ন২৯ । পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ সুলতান খ. ফকির গরীবুল্লাহ গ. হায়াত মামুদ ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তর : খ
প্রশ্ন৩০। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা খ. মীর মোহম্মদ সফী গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ ঘ. আলাওল
উত্তর : গ
প্রশ্ন৩১। ‘জঙ্গনামা’ কাব্যের বিষয়বস্তু কী ?
ক. শোক-তাপ খ. রোমান্স গ. প্রেম-ভালোবাসা ঘ. যুদ্ধ-বিগ্রহ
উত্তর : ঘ
প্রশ্ন৩২। ড. দীনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’ য় কতটি গীতিকা রয়েছে?
ক. ২৩টি খ.১০টি গ. ২৫টি ঘ. ৩০টি
উত্তর : খ
প্রশ্ন৩৩। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে’ এ উক্তিটি কার ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী গ. বঙ্গিমচন্দ্র ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : ঘ
প্রশ্ন৩৪ । সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল খ. গৃহদাহ গ. বিষবৃক্ষ ঘ. যোগাযোগ
উত্তর : খ
প্রশ্ন৩৫।সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কোন কাব্যটি বৃটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয় ?
ক. স্পেন বিজয় মহাকাব্য খ. রায়নন্দিনী গ. অনল প্রবাহ ঘ. কোনোটিই নয়
উত্তর : গ
প্রশ্ন৩৬। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থ গুরুত্বসহ উল্লেখ করা হয় ?
ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’
খ. আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙালা সাহিত্য’
গ. অতুল সুরের ‘বাঙালির নৃতাত্বিক ইতিহাস’
ঘ. দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ
উত্তর : ক
প্রশ্ন৩৭। বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. ঈশ্বরী পাটনী গ. চণ্ডীদাস ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তর : ঘ
প্রশ্ন৩৮ । ‘নদের চাঁদ’ কোন পালাগানের চরিত্র ?
ক. মলুয়া খ. মহুয়া গ. দেওয়ানা মদিনা ঘ. কাজল রেখা
উত্তর :খ
প্রশ্ন৩৯ । ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থের লেখক কে?
ক. আবদুল হাই খ. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন গ. আবু জাফর শামসুদ্দীন ঘ. জাফর ইকবাল
উত্তর : খ
প্রশ্ন৪০। ‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটি কে রচনা করেন ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ. জহির রায়হান ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তর : ঘ
প্রশ্ন৪১। আবুল ফজলের ‘রেখাচিত্র’ কোন ধরনের রচনা?
ক.আত্মজীবনীখ.ভ্রমন কাহিনীগ.উপন্যাসঘ.কাব্য
উত্তরঃ ক
প্রশ্ন৪২ ।ব্যঙ্গ -রসাত্মক ‘ফুড কনফারেন্স’ রচনাটি কার লেখা ?
ক. সৈয়দ মুজতবা খ. আবুল কালাম শামসুদ্দীন গ. আবুল মনসুর আহমদ ঘ. মাহবুবুল আলাম
উত্তর: গ
প্রশ্ন৪৩। বাঙালি ও বাঙালা সাহিত্য’ গ্রন্থের রচয়িত কে ?
ক. মুহম্মদ শহীদুল্লাহ খ. মুহম্মদ আব্দুল হাই গ. সৈয়দ আলী আহসান ঘ. আহমদ শরীফ
উত্তর : ঘ
প্রশ্ন৪৪। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কী ?
ক. প্রকৃতি প্রেম খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম ঘ. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ
উত্তর : ঘ
প্রশ্ন৪৫। আধুনিক যুগের প্রথম কবি কে ?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. আলাওল ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর : ঘ
প্রশ্ন৪৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগেরর মৌলিক রচনা কোনটি?
ক. প্রভাবতী সম্ভাষণ খ. জীবন চরিত গ. বেতাল পঞ্চবিংশতি ঘ. সীতার বনবাস
উত্তর : ক
প্রশ্ন৪৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কী ?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় গ. ঈশ্বর শর্মা ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : খ
প্রশ্ন৪৮ ।বীরসিংহ গ্রামে কে জন্মগ্রহণ করেন ?
ক. প্রমথ চৌধুরী খ.ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর : গ
প্রশ্ন৪৯। কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক লাভ করেন ?
ক. ১৯৭২ খ. ১৯৭৪ গ. ১৯৭৬ ঘ. ১৯৮০
উত্তর : গ
প্রশ্ন৫০। কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন ?
ক. ২ বার খ. ৩ বার গ. ৪ বার গ. ৫ বার
উত্তর :২বার
প্রশ্ন৫১ । ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক খ. উপন্যাস গ. প্রহসন ঘ. কাব্য
উত্তর : খ
প্রশ্ন৫২। মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য
ক. এয়াকুব আলী চৌধুরী খ. কাজী আব্দুল ওদুদ গ. শেখ ফজলুল করিম ঘ. কাজী আনোয়ারুল কাদির
উত্তর : খ
প্রশ্ন৫৩। ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে?
ক. বদরুদ্দীন ওমর খ. এম. আর. আখতার মুকুল গ. মাসুদ ভাট্টি ঘ. মেজর রফিকুল ইসলাম
উত্তর : খ
প্রশ্ন৫৩। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশ চলচ্চিত্র নির্মাণ করা হয় ?
ক. যুক্তরাজ্য খ. কানাডা গ. যুক্তরাষ্ট্র ঘ. ভারত
উত্তর : খ
প্রশ্ন৫৪। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী ?
ক. বাউণ্ডুলের আত্মকাহিনী খ. মুক্তি গ. পদ্মগোখরা ঘ. বিদ্রোহী
উত্তর : খ
প্রশ্ন৫৫। ‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ গ. কাজী নজরুল ইসলাম ঘ. আব্দুল কাদির
উত্তর : গ
প্রশ্ন৫৬। ’ঝিঙ্গেফুল’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক খ. কাব্য গ. উপন্যাস ঘ. প্রবন্ধ
উত্তর ;খ
প্রশ্ন৫৭। ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কোন পুরস্কার দেন?
ক. পদ্মশ্রী খ. পদ্মভূষণ গ. পদ্মবিভূষণ ঘ. কোনটিই নয়
উত্তর : খ
প্রশ্ন৫৮। বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য কোনটি?
ক. মেঘনাদবধ খ. রামায়ণ গ. মহাভারত ঘ. মহাশ্মশান
উত্তর : ঘ
প্রশ্ন৫৯। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. মহাশ্মশান খ. অশ্রুমালা গ. অমিয়ধারা ঘ. বিরহ বিলাপ
উত্তর : ঘ
প্রশ্ন৬০।জসীম উদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক. সোজন বাদিয়ার ঘাট খ. বালুচর গ. রাখালী ঘ. নকশী কাঁথার মাঠ
উত্তর : ঘ
প্রশ্ন৬১। জসীম উদ্দীনের আসমানী চরিত্রটির বাড়ি কোথায় ?
ক. গোপালগঞ্জ খ, ফরিদপুর গ. রাজবাড়ি ঘ. মাদারী পুর
উত্তর : খ
প্রশ্ন৬২। জসীম উদ্দীনে তাঁর বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন ?
ক. পল্লী গাঁয়ে খ. কাজল গাঁয়ে গ.শ্যামল গাঁয়ে ঘ. সবুজ গাঁয়ে
উত্তর : খ
প্রশ্ন৬৩। জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমি কী ?
ক. ‘৭১ সালের মুক্তিযুদ্ধ খ. একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন গ. বৃটিশ বিরোধী আন্দোলন ঘ. কোনটিই নয়
উত্তর : খ
প্রশ্ন৬৪। জহির রায়হানের কোন চলচ্চিত্রে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি চিত্রায়িত হয় ?
ক. সঙ্গম খ. হাজার বছর ধরে গ. শেষ বিকালের মেয়ে ঘ. জীবন থেকে নেয়া
উত্তর : ঘ
প্রশ্ন৬৫। ত্রিশের দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কোন কবি একজন বেশ জনপ্রিয় ?
ক. বুদ্ধদেব বসু খ. জীবনানন্দ দাশ গ. বিষ্ণু দে ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর : খ
প্রশ্ন৬৬। নবীন, মাধব , রাইচরণ , তোরাপ কোন নাটকের চরিত্র ?
ক. জমিদার দর্পন খ. কৃষ্ণকুমারী গ. নীলদর্পণ ঘ. সাজাহান
উত্তর : গ
প্রশ্ন৬৭। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা ?
ক. আল মাহমুদ খ. রফিক আজাদ গ. সুনীল গঙ্গোপাধ্যায় ঘ. জীবনানন্দ দাশ
উত্তর :ঘ
প্রশ্ন৬৮। আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় কাজে বড় হবে – উক্তিটি কার ?
ক. কুসুমকুমারী দাশ খ. কামিনী রায় গ. মদনমোহন তর্কালঙ্কার ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর : ক
প্রশ্ন৬৯। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি?
ক. বীরাঙ্গনা খ. বাঁধনহারা গ. নিমন্ত্রণ ঘ. কুহেলিকা
উত্তর : খ
প্রশ্ন৭০ । কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশী গবেষক গবেষণা করেন ?
ক. ই. বি ইয়েটস খ. ক্লিনটন বি. সিলি গ. টেড হিউস ঘ. চশার
উত্তর : খ
প্রশ্ন৭১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ত্ব বিশ্লেষণ মূলক উপন্যাস কোনটি ?
ক. ইন্দিরা খ. কপাল কুণ্ডুলা গ. যুগলাঙ্গুরীয় ঘ. রজনী
উত্তর : ঘ
প্রশ্ন৭২। ‘ললিতা তথা মানস’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ ?
ক. উপন্যাস খ. প্রবন্ধ গ. নাটক ঘ. কাব্য
উত্তর : ঘ
প্রশ্ন৭৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন ?
ক. লাহিনী পাড়া খ. কাঁঠালপাড়া গ. দেবানন্দপুর ঘ. পাড়াতলী
উত্তর : খ
প্রশ্ন৭৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য খ. প্রবন্ধ গ. উপন্যাস ঘ. নাটক
উত্তর : ঘ
প্রশ্ন৭৫।‘বঙ্গভাষা’ কবিতাটি কার লেখা ?
ক. আব্দুল হাকিম খ. রামনিধি গুপ্ত গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. কায়কোবাদ
উত্তর : গ
প্রশ্ন৭৬। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ’ এর সর্গ কতটি ?
ক. ১২ খ. ৯টি গ. ১১টি ঘ. ১০টি
উত্তর : খ
প্রশ্ন৭৭। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধ’ র পর্ব কতটি ?
ক. ১৩ খ. ২টি গ. ৪টি ঘ. ৩টি
উত্তর : ঘ
প্রশ্ন৭৮। কোন রচনার দায়ে মীর মশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন ?
ক. জমিদার দর্পণ খ. বসন্তকুমারী গ. বিষাদ-সিন্ধু ঘ. গো জীবন
উত্তর : ঘ
প্রশ্ন৭৯।মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ যৌনাকাঙক্ষার সঙ্গে উদর পূর্তির সমস্যা ভিত্তিক ?
ক. জননী খ. পদ্মা নদীর মাঝি গ. শহরতলী ঘ পুতুল নাচের ইতিকথা
উত্তর : খ
প্রশ্ন৮০। ’আব্বুকে মনে পড়ে’ মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাসটির লেখক কে?
ক. হুমায়ুন আজাদ খ. হুমায়ুন আহমেদ গ. মুহম্মদ জাফর ইকবাল ঘ. শওকত ওসমান
উত্তর : ক
প্রশ্ন৮১। চলিত গদ্যরীতি চালুকরণে কোন পত্রিকা অবদান রাখে ?
ক. শিখা খ. সবুজপত্র গ. কল্লোল ঘ. ধুমকেতু
উত্তর : খ
প্রশ্ন৮২। ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক কে ?
ক. কাজী নজরুল ইসলাম খ. সঞ্জয় ভট্টাচার্য গ. বুদ্ধদেব বসু ঘ. দীনেশ চন্দ্র সেন
উত্তর : গ
প্রশ্ন৮৩। শিখা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. দীনেশ চন্দ্র সেন খ. আবুল হোসেন গ. প্রেমেন্দ্র মিত্র ঘ. কাজী আব্দুল ওয়াদুদ
উত্তর : খ
প্রশ্ন৮৪। তত্ত্ববোধিনী পত্রিকাটি কবে ১ম প্রকাশিত হয় ?
ক. ১৯৪৩ খ. ১৮৩৪ গ. ১৮৪৩ ঘ. ১৯৩৪
উত্তর : গ
প্রশ্ন৮৫। ’মোসলেম ভারত’ পত্রিকাটির সম্পাদক কে?
ক. মোজাম্মেল হক খ. আবুল হোসেন গ. সিকান্দার আবু জাফর ঘ. বুদ্ধদেব বসু
উত্তর : ক
প্রশ্ন৮৬। আয়েশা, বিমলা , তিলোত্তমা চরিত্রত্রয় কোন উপন্যাসের ?
ক. বিষবৃক্ষ খ. কৃষ্ণকান্তের উইল গ. গৃহদাহ ঘ.দুর্গেশ নন্দিনী
উত্তর : ঘ
প্রশ্ন৮৭। ’ধীরে বহে মেঘনা’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. চাষী নজরুল ইসলাম খ. সুভাষ দত্ত গ. খান আতাউর রহমান ঘ. আলমগীর কবীর
উত্তর : ঘ
প্রশ্ন৮৮। জীবনটুলি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. তানভীর মোকাম্মেল খ. মোরশেদুল ইসলাম গ. হুমায়ুন আহমেদ ঘ. নাসির উদ্দীন ইউসুফ
উত্তর : ক
প্রশ্ন৮৯। ‘চার ইয়ারী কথা ও ফরমায়েসী গল্প’ গন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. বেগম রোকেয়া খ. প্রমথ চৌধুরী গ. কামিনী রায় ঘ. জীবনানন্দ দাশ
উত্তর : খ
প্রশ্ন৯০। নীললোহিত কার ছদ্মনাম ?
ক. প্রমথ চৌধুরী খ. বঙ্কিমচন্দ্র গ. রাজশেখর বসু ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তর :ক
প্রশ্ন৯১।বিবিসি এর জরিপে শ্রেষ্ঠ বাঙ্গালির তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবস্থান কত?
ক) ৬ষ্ঠ
খ) ৭ম
গ) ৮ম
ঘ) ৯ম
উত্তর:গ
প্রশ্ন৯২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কী?
ক) ভবচচাঁদ বন্দ্যোপাধ্যায়
খ) ঠাকুরচাঁদ বন্দ্যোপাধ্যায়
গ) ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়
ঘ) কোনটিই নয়
উত্তর:গ
প্রশ্ন৯৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন?
ক) ১৮২৯ সালে
খ) ১৮৩০ সালে
গ) ১৮২৮ সালে
ঘ) ১৮৩৩ সালে
উত্তর:ক
প্রশ্ন৯৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দায়িত্ব থেকে ইস্তফা দেন কেন?
ক) কলেজের দায়িত্ব নিতে চাননি বলে
খ) কলেজের শিক্ষকদের রক্ষণশীল ভূমিকার কারণে
গ) কলেজের শিক্ষার্থীদের বেয়াদবির কারণে
ঘ) ফোর্ট উইলিয়াম কলেজে চাকুরী পেয়েছিলেন বলে
উত্তর:খ
প্রশ্ন৯৫। শিক্ষার্থীদের জন্য আদর্শ বাংলা বই পাওয়া যায় কোন বইটি প্রকাশের মাধ্যমে?
ক) বর্ণ পরিচয়
খ) ব্যাকরণ কৌমুদী
গ) আলালের ঘরের দুলাল
ঘ) কথামালা
উত্তর:ক
প্রশ্ন৯৬। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব’ বলা হয়
ক. রবীন্দ্র যুগের কবিদের খ. চল্লিশের দশকের কবিদের গ. পঞ্চাশের কবিদের ঘ. ত্রিশ দশকের কবিদের
উত্তর ;ঘ
প্রশ্ন৯৭। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা খ. লুইপা গ. সরহ পা ঘ. শবর পা
উত্তর :খ
প্রশ্ন৯৮। কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. পদাবলী খ. রামায়ণ গ. মহাভারত ঘ. চর্যাপদ
উত্তর : ঘ
প্রশ্ন৯৯। চর্যাপদের ভাষা যে বাংলা – এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী খ. সুকুমার সেন গ. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর : ঘ
প্রশ্ন১০০। হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কী ?
ক. চর্যাপদাবলি খ. চর্যাগীতিকা গ. চর্যাচর্যবিনিশ্চয় ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তর : ঘ