• Home
  • বাংলা MCQ প্রশ্নের উত্তর

Tag Archive

Tag Archives for " বাংলা MCQ প্রশ্নের উত্তর "

বিসিএস বাংলা সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ ১০০টি MCQ সমাধান

বিসিএস বাংলা সাহিত্যে

বাংলা সাহিত্য : বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর যা সরকারী বা বিসিএসের চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য অংশে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর pdf পাবেন এখানে। এখানে আরো পাবেন। যেমন বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ও সমাধান, Mcq বাংলা সাহিত্য ইত্যাদি। বিসিএস পরীক্ষা জন্য বাংলা সাহিত্যের অতি গুরুত্ব।

প্রশ্ন:১। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উত্তর : গ. ছোটগল্প

প্রশ্ন:২। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
ক. কথোপকথন
খ. ইতিহাসমালা
গ. রাজা প্রতাপাদিত্য চরিত
ঘ. হিতোমপদেশ
উত্তর : গ. রাজা প্রতাপাদিত্য চরিত

প্রশ্ন:৩। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা
খ. লুইপা
গ. সরহ পা
ঘ. শবর পা
উত্তর: খ. লুইপা

প্রশ্ন৪। খনার বচন কী সংক্রান্ত ?
ক. কৃষি
খ. ব্যবসা
গ. শিল্প
ঘ. রাজনীতি
উত্তর: ক. কৃষি

প্রশ্ন৫। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ
ক. নারীর মূল্য
খ. রায়তের কথা
গ. তেল নুন লাকড়ী
ঘ. বীরবলের হালখাতা
উত্তর : ঘ. বীরবলের হালখাতা

প্রশ্ন৬। কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
ক. পাল
খ. সেন
গ. গুপ্ত
ঘ. তুর্কী
উত্তর : ঘ. তুর্কী

প্রশ্ন৭। ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?
ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত
উত্তর : ঘ. কানাহরি দত্ত

প্রশ্ন৮। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
ক. চন্দ্রকলাবতী
খ. চন্দ্রাবতী
গ. পদ্মাবতী
ঘ. কামিনী রায়
উত্তর : খ. চন্দ্রাবতী

প্রশ্ন৯। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?
ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
উত্তর : গ. চণ্ডীদাস

প্রশ্ন১০। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. মীর মোহম্মদ সফী
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. আলাওল
উত্তর : গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

প্রশ্ন১১। সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল
খ. গৃহদাহ
গ. বিষবৃক্ষ
ঘ. যোগাযোগ
উত্তর : খ. গৃহদাহ

প্রশ্ন১২। বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. গোবিন্দচন্দ্র দাস
গ. চণ্ডীদাস
ঘ. ঈশ্বরী পাটনী
উত্তর : খ. গোবিন্দচন্দ্র দাস

প্রশ্ন১৩। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. হুমায়ুন আহমেদ
উত্তর : গ. আলাউদ্দিন আল আজাদ

প্রশ্ন১৪। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কী ?
ক. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ
খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা
গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম
ঘ. প্রকৃতি প্রেম
উত্তর : ক. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ

প্রশ্ন১৫। ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রহসন
ঘ. কাব্য
উত্তর : খ. উপন্যাস

প্রশ্ন১৬। ‘ঝিঙ্গেফুল’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. প্রবন্ধ
উত্তর: গ. কাব্য

প্রশ্ন১৭। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. বিরহ বিলাপ
খ. অশ্রুমালা
গ. অমিয়ধারা
ঘ. মহাশ্মশান
উত্তর : ক. বিরহ বিলাপ

প্রশ্ন১৮। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা ?
ক. আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. জীবনানন্দ দাশ
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর : গ. জীবনানন্দ দাশ

প্রশ্ন১৯। ‘ললিতা তথা মানস’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তর : ক. কাব্য

প্রশ্ন২০। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ?
ক. কবর
খ. নীলদর্পণ
গ. শর্মিষ্ঠা
ঘ. ভদ্রার্জুন
উত্তর : ঘ. ভদ্রার্জুন

প্রশ্ন২১। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
ক. চন্দ্রকলাবতী খ. চন্দ্রাবতী গ. পদ্মাবতী ঘ. কামিনী রায়
উত্তর : খ

প্রশ্ন২২। মধ্যুযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?
ক. লোক সাহিত্য খ. পুঁথি সাহিত্য গ. বাংলা গীতিকা ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান
উত্তর: ঘ

প্রশ্ন২৩। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে ?
ক. দৌলত কাজী খ. দৌলত উজির বাহরাম খান গ. মুহম্মদ কবির ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তর : ঘ

 

প্রশ্ন২৪। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
ক. দৌলত কাজী খ. সৈয়দ সুলতান গ. আলাওল ঘ. নাসির মাহমুদ
উত্তর : গ

প্রশ্ন২৫। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি
ক. কোরেশী মাগন ঠাকুর খ. দৌলত কাজী গ. আলাওল ঘ. মরদন
উত্তর : খ

প্রশ্ন২৬। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?
ক. গোবিন্দদাস খ. জ্ঞানদাস গ. চণ্ডীদাস ঘ. বিদ্যাপতি
উত্তর : গ

প্রশ্ন২৭। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী রচনা করেন ?
ক. ফারসি খ. ব্রজবুলি গ. মারাঠা ঘ. হিন্দি
উত্তর : খ

প্রশ্ন২৮। আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন ?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : ঘ

প্রশ্ন২৯ । পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ সুলতান খ. ফকির গরীবুল্লাহ গ. হায়াত মামুদ ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তর : খ

প্রশ্ন৩০। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা খ. মীর মোহম্মদ সফী গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ ঘ. আলাওল
উত্তর : গ

প্রশ্ন৩১। ‘জঙ্গনামা’ কাব্যের বিষয়বস্তু কী ?
ক. শোক-তাপ খ. রোমান্স গ. প্রেম-ভালোবাসা ঘ. যুদ্ধ-বিগ্রহ
উত্তর : ঘ

প্রশ্ন৩২। ড. দীনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’ য় কতটি গীতিকা রয়েছে?
ক. ২৩টি খ.১০টি গ. ২৫টি ঘ. ৩০টি
উত্তর : খ

প্রশ্ন৩৩। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে’ এ উক্তিটি কার ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী গ. বঙ্গিমচন্দ্র ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : ঘ

প্রশ্ন৩৪ । সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল খ. গৃহদাহ গ. বিষবৃক্ষ ঘ. যোগাযোগ

উত্তর : খ

প্রশ্ন৩৫।সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কোন কাব্যটি বৃটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয় ?
ক. স্পেন বিজয় মহাকাব্য খ. রায়নন্দিনী গ. অনল প্রবাহ ঘ. কোনোটিই নয়
উত্তর : গ

প্রশ্ন৩৬। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থ গুরুত্বসহ উল্লেখ করা হয় ?
ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’
খ. আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙালা সাহিত্য’
গ. অতুল সুরের ‘বাঙালির নৃতাত্বিক ইতিহাস’
ঘ. দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ
উত্তর : ক

প্রশ্ন৩৭। বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. ঈশ্বরী পাটনী গ. চণ্ডীদাস ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তর : ঘ

প্রশ্ন৩৮ । ‘নদের চাঁদ’ কোন পালাগানের চরিত্র ?
ক. মলুয়া খ. মহুয়া গ. দেওয়ানা মদিনা ঘ. কাজল রেখা
উত্তর :খ

প্রশ্ন৩৯ । ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থের লেখক কে?
ক. আবদুল হাই খ. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন গ. আবু জাফর শামসুদ্দীন ঘ. জাফর ইকবাল
উত্তর : খ

প্রশ্ন৪০। ‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটি কে রচনা করেন ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ. জহির রায়হান ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তর : ঘ

প্রশ্ন৪১। আবুল ফজলের ‘রেখাচিত্র’ কোন ধরনের রচনা?

ক.আত্মজীবনীখ.ভ্রমন কাহিনীগ.উপন্যাসঘ.কাব্য
উত্তরঃ ক

প্রশ্ন৪২ ।ব্যঙ্গ -রসাত্মক ‘ফুড কনফারেন্স’ রচনাটি কার লেখা ?
ক. সৈয়দ মুজতবা খ. আবুল কালাম শামসুদ্দীন গ. আবুল মনসুর আহমদ ঘ. মাহবুবুল আলাম
উত্তর: গ

প্রশ্ন৪৩। বাঙালি ও বাঙালা সাহিত্য’ গ্রন্থের রচয়িত কে ?
ক. মুহম্মদ শহীদুল্লাহ খ. মুহম্মদ আব্দুল হাই গ. সৈয়দ আলী আহসান ঘ. আহমদ শরীফ
উত্তর : ঘ

প্রশ্ন৪৪। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কী ?
ক. প্রকৃতি প্রেম খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম ঘ. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ
উত্তর : ঘ

প্রশ্ন৪৫। আধুনিক যুগের প্রথম কবি কে ?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. আলাওল ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর : ঘ

প্রশ্ন৪৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগেরর মৌলিক রচনা কোনটি?
ক. প্রভাবতী সম্ভাষণ খ. জীবন চরিত গ. বেতাল পঞ্চবিংশতি ঘ. সীতার বনবাস
উত্তর : ক

প্রশ্ন৪৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কী ?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় গ. ঈশ্বর শর্মা ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : খ

প্রশ্ন৪৮ ।বীরসিংহ গ্রামে কে জন্মগ্রহণ করেন ?
ক. প্রমথ চৌধুরী খ.ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর : গ

প্রশ্ন৪৯। কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক লাভ করেন ?
ক. ১৯৭২ খ. ১৯৭৪ গ. ১৯৭৬ ঘ. ১৯৮০
উত্তর : গ

প্রশ্ন৫০। কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন ?
ক. ২ বার খ. ৩ বার গ. ৪ বার গ. ৫ বার
উত্তর :২বার

প্রশ্ন৫১ । ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক খ. উপন্যাস গ. প্রহসন ঘ. কাব্য
উত্তর : খ

প্রশ্ন৫২। মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য
ক. এয়াকুব আলী চৌধুরী খ. কাজী আব্দুল ওদুদ গ. শেখ ফজলুল করিম ঘ. কাজী আনোয়ারুল কাদির
উত্তর : খ

প্রশ্ন৫৩। ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে?
ক. বদরুদ্দীন ওমর খ. এম. আর. আখতার মুকুল গ. মাসুদ ভাট্টি ঘ. মেজর রফিকুল ইসলাম
উত্তর : খ

প্রশ্ন৫৩। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশ চলচ্চিত্র নির্মাণ করা হয় ?
ক. যুক্তরাজ্য খ. কানাডা গ. যুক্তরাষ্ট্র ঘ. ভারত
উত্তর : খ

প্রশ্ন৫৪। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী ?
ক. বাউণ্ডুলের আত্মকাহিনী খ. মুক্তি গ. পদ্মগোখরা ঘ. বিদ্রোহী
উত্তর : খ

প্রশ্ন৫৫। ‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ গ. কাজী নজরুল ইসলাম ঘ. আব্দুল কাদির
উত্তর : গ

প্রশ্ন৫৬। ’ঝিঙ্গেফুল’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক খ. কাব্য গ. উপন্যাস ঘ. প্রবন্ধ
উত্তর ;খ

প্রশ্ন৫৭। ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কোন পুরস্কার দেন?
ক. পদ্মশ্রী খ. পদ্মভূষণ গ. পদ্মবিভূষণ ঘ. কোনটিই নয়
উত্তর : খ

প্রশ্ন৫৮। বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য কোনটি?
ক. মেঘনাদবধ খ. রামায়ণ গ. মহাভারত ঘ. মহাশ্মশান
উত্তর : ঘ

প্রশ্ন৫৯। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. মহাশ্মশান খ. অশ্রুমালা গ. অমিয়ধারা ঘ. বিরহ বিলাপ
উত্তর : ঘ

প্রশ্ন৬০।জসীম উদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক. সোজন বাদিয়ার ঘাট খ. বালুচর গ. রাখালী ঘ. নকশী কাঁথার মাঠ
উত্তর : ঘ

প্রশ্ন৬১। জসীম উদ্দীনের আসমানী চরিত্রটির বাড়ি কোথায় ?
ক. গোপালগঞ্জ খ, ফরিদপুর গ. রাজবাড়ি ঘ. মাদারী পুর
উত্তর : খ

প্রশ্ন৬২। জসীম উদ্দীনে তাঁর বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন ?
ক. পল্লী গাঁয়ে খ. কাজল গাঁয়ে গ.শ্যামল গাঁয়ে ঘ. সবুজ গাঁয়ে
উত্তর : খ

প্রশ্ন৬৩। জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমি কী ?
ক. ‘৭১ সালের মুক্তিযুদ্ধ খ. একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন গ. বৃটিশ বিরোধী আন্দোলন ঘ. কোনটিই নয়
উত্তর : খ

প্রশ্ন৬৪। জহির রায়হানের কোন চলচ্চিত্রে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি চিত্রায়িত হয় ?
ক. সঙ্গম খ. হাজার বছর ধরে গ. শেষ বিকালের মেয়ে ঘ. জীবন থেকে নেয়া
উত্তর : ঘ

প্রশ্ন৬৫। ত্রিশের দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কোন কবি একজন বেশ জনপ্রিয় ?
ক. বুদ্ধদেব বসু খ. জীবনানন্দ দাশ গ. বিষ্ণু দে ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর : খ

প্রশ্ন৬৬। নবীন, মাধব , রাইচরণ , তোরাপ কোন নাটকের চরিত্র ?
ক. জমিদার দর্পন খ. কৃষ্ণকুমারী গ. নীলদর্পণ ঘ. সাজাহান
উত্তর : গ

প্রশ্ন৬৭। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা ?
ক. আল মাহমুদ খ. রফিক আজাদ গ. সুনীল গঙ্গোপাধ্যায় ঘ. জীবনানন্দ দাশ
উত্তর :ঘ

প্রশ্ন৬৮। আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় কাজে বড় হবে – উক্তিটি কার ?
ক. কুসুমকুমারী দাশ খ. কামিনী রায় গ. মদনমোহন তর্কালঙ্কার ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর : ক

প্রশ্ন৬৯। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি?
ক. বীরাঙ্গনা খ. বাঁধনহারা গ. নিমন্ত্রণ ঘ. কুহেলিকা
উত্তর : খ

প্রশ্ন৭০ । কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশী গবেষক গবেষণা করেন ?
ক. ই. বি ইয়েটস খ. ক্লিনটন বি. সিলি গ. টেড হিউস ঘ. চশার
উত্তর : খ

প্রশ্ন৭১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ত্ব বিশ্লেষণ মূলক উপন্যাস কোনটি ?
ক. ইন্দিরা খ. কপাল কুণ্ডুলা গ. যুগলাঙ্গুরীয় ঘ. রজনী
উত্তর : ঘ

প্রশ্ন৭২। ‘ললিতা তথা মানস’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ ?
ক. উপন্যাস খ. প্রবন্ধ গ. নাটক ঘ. কাব্য
উত্তর : ঘ

প্রশ্ন৭৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন ?
ক. লাহিনী পাড়া খ. কাঁঠালপাড়া গ. দেবানন্দপুর ঘ. পাড়াতলী
উত্তর : খ

প্রশ্ন৭৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য খ. প্রবন্ধ গ. উপন্যাস ঘ. নাটক
উত্তর : ঘ

প্রশ্ন৭৫।‘বঙ্গভাষা’ কবিতাটি কার লেখা ?
ক. আব্দুল হাকিম খ. রামনিধি গুপ্ত গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. কায়কোবাদ
উত্তর : গ

প্রশ্ন৭৬। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ’ এর সর্গ কতটি ?
ক. ১২ খ. ৯টি গ. ১১টি ঘ. ১০টি
উত্তর : খ

প্রশ্ন৭৭। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধ’ র পর্ব কতটি ?
ক. ১৩ খ. ২টি গ. ৪টি ঘ. ৩টি
উত্তর : ঘ

প্রশ্ন৭৮। কোন রচনার দায়ে মীর মশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন ?
ক. জমিদার দর্পণ খ. বসন্তকুমারী গ. বিষাদ-সিন্ধু ঘ. গো জীবন
উত্তর : ঘ

প্রশ্ন৭৯।মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ যৌনাকাঙক্ষার সঙ্গে উদর পূর্তির সমস্যা ভিত্তিক ?
ক. জননী খ. পদ্মা নদীর মাঝি গ. শহরতলী ঘ পুতুল নাচের ইতিকথা
উত্তর : খ

প্রশ্ন৮০। ’আব্বুকে মনে পড়ে’ মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাসটির লেখক কে?
ক. হুমায়ুন আজাদ খ. হুমায়ুন আহমেদ গ. মুহম্মদ জাফর ইকবাল ঘ. শওকত ওসমান
উত্তর : ক

প্রশ্ন৮১। চলিত গদ্যরীতি চালুকরণে কোন পত্রিকা অবদান রাখে ?
ক. শিখা খ. সবুজপত্র গ. কল্লোল ঘ. ধুমকেতু
উত্তর : খ

প্রশ্ন৮২। ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক কে ?
ক. কাজী নজরুল ইসলাম খ. সঞ্জয় ভট্টাচার্য গ. বুদ্ধদেব বসু ঘ. দীনেশ চন্দ্র সেন
উত্তর : গ

প্রশ্ন৮৩। শিখা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. দীনেশ চন্দ্র সেন খ. আবুল হোসেন গ. প্রেমেন্দ্র মিত্র ঘ. কাজী আব্দুল ওয়াদুদ
উত্তর : খ

প্রশ্ন৮৪। তত্ত্ববোধিনী পত্রিকাটি কবে ১ম প্রকাশিত হয় ?
ক. ১৯৪৩ খ. ১৮৩৪ গ. ১৮৪৩ ঘ. ১৯৩৪
উত্তর : গ

প্রশ্ন৮৫। ’মোসলেম ভারত’ পত্রিকাটির সম্পাদক কে?
ক. মোজাম্মেল হক খ. আবুল হোসেন গ. সিকান্দার আবু জাফর ঘ. বুদ্ধদেব বসু
উত্তর : ক

প্রশ্ন৮৬। আয়েশা, বিমলা , তিলোত্তমা চরিত্রত্রয় কোন উপন্যাসের ?
ক. বিষবৃক্ষ খ. কৃষ্ণকান্তের উইল গ. গৃহদাহ ঘ.দুর্গেশ নন্দিনী
উত্তর : ঘ

প্রশ্ন৮৭। ’ধীরে বহে মেঘনা’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. চাষী নজরুল ইসলাম খ. সুভাষ দত্ত গ. খান আতাউর রহমান ঘ. আলমগীর কবীর
উত্তর : ঘ

প্রশ্ন৮৮। জীবনটুলি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. তানভীর মোকাম্মেল খ. মোরশেদুল ইসলাম গ. হুমায়ুন আহমেদ ঘ. নাসির উদ্দীন ইউসুফ
উত্তর : ক

প্রশ্ন৮৯। ‘চার ইয়ারী কথা ও ফরমায়েসী গল্প’ গন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. বেগম রোকেয়া খ. প্রমথ চৌধুরী গ. কামিনী রায় ঘ. জীবনানন্দ দাশ
উত্তর : খ

প্রশ্ন৯০। নীললোহিত কার ছদ্মনাম ?
ক. প্রমথ চৌধুরী খ. বঙ্কিমচন্দ্র গ. রাজশেখর বসু ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তর :ক

প্রশ্ন৯১।বিবিসি এর জরিপে শ্রেষ্ঠ বাঙ্গালির তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবস্থান কত?

ক) ৬ষ্ঠ
খ) ৭ম
গ) ৮ম
ঘ) ৯ম
উত্তর:গ

প্রশ্ন৯২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কী?

ক) ভবচচাঁদ বন্দ্যোপাধ্যায়
খ) ঠাকুরচাঁদ বন্দ্যোপাধ্যায়
গ) ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়
ঘ) কোনটিই নয়
উত্তর:গ
প্রশ্ন৯৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন?

ক) ১৮২৯ সালে
খ) ১৮৩০ সালে
গ) ১৮২৮ সালে
ঘ) ১৮৩৩ সালে
উত্তর:ক
প্রশ্ন৯৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দায়িত্ব থেকে ইস্তফা দেন কেন?

ক) কলেজের দায়িত্ব নিতে চাননি বলে
খ) কলেজের শিক্ষকদের রক্ষণশীল ভূমিকার কারণে
গ) কলেজের শিক্ষার্থীদের বেয়াদবির কারণে
ঘ) ফোর্ট উইলিয়াম কলেজে চাকুরী পেয়েছিলেন বলে
উত্তর:খ
প্রশ্ন৯৫। শিক্ষার্থীদের জন্য আদর্শ বাংলা বই পাওয়া যায় কোন বইটি প্রকাশের মাধ্যমে?

ক) বর্ণ পরিচয়
খ) ব্যাকরণ কৌমুদী
গ) আলালের ঘরের দুলাল
ঘ) কথামালা
উত্তর:ক

প্রশ্ন৯৬। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব’ বলা হয়
ক. রবীন্দ্র যুগের কবিদের খ. চল্লিশের দশকের কবিদের গ. পঞ্চাশের কবিদের ঘ. ত্রিশ দশকের কবিদের
উত্তর ;ঘ

প্রশ্ন৯৭। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা খ. লুইপা গ. সরহ পা ঘ. শবর পা
উত্তর :খ

প্রশ্ন৯৮। কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. পদাবলী খ. রামায়ণ গ. মহাভারত ঘ. চর্যাপদ
উত্তর : ঘ

প্রশ্ন৯৯। চর্যাপদের ভাষা যে বাংলা – এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী খ. সুকুমার সেন গ. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর : ঘ

প্রশ্ন১০০। হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কী ?
ক. চর্যাপদাবলি খ. চর্যাগীতিকা গ. চর্যাচর্যবিনিশ্চয় ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তর : ঘ