যেকোনো চাকরির পরীক্ষা বা BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য সাধারণের বিভিন্ন বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ করা হয়ে থাকে। আজ দেশ-মহাদেশ নিয়ে প্রশ্নের কিছু প্রশ্ন করা হলো। যা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ।
১) Orientalism শব্দটির অর্থ কী?
উত্তরঃ প্রাচ্যবাদ ।
২) আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
উত্তরঃ জহির শাহ।
৩) কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
উত্তরঃ ১৯৮৯ সালে।
৪) কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে?
উত্তরঃ নেপাল।
৫) জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ ভারত।
৬) “নিকোবর দ্বীপ”- এর মালিকানা কোন দেশের?
উত্তরঃ ভারত ।
৭) কান্দাহার কোন দেশের শহর?
উত্তরঃ আফগানিস্তান।
৮) নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
উত্তরঃ ভারত- চীন।
৯) ভারতের কোন শহরকে Wi-Fi শহ বলা হয়?
উত্তরঃ বেঙ্গালুরু।
১০) স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।
১১) বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড কার্জন।
১২) ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?
উত্তরঃ ১৯৪৬ সালে।
১৩) “কালাপানি” কোন দুটি রাষ্ট্রের অমীমাংসিত ভূখন্ড?
উত্তরঃ ভারত- নেপাল।
১৪) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ?
উত্তরঃ ভারতের ।
১৫) টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মনিপুর।
১৬) ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে?
উত্তরঃ ১৮৫৮ সালে।
১৭) কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জব চার্নক।
১৮) ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
উত্তরঃ পাকিস্তান।
১৯) কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়েছিল?
উত্তরঃ ১৮৫৮ সালে।
২০) তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
উত্তরঃ পাকিস্তানে।
২১) “পাকিস্তান” শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন?
উত্তরঃ চেীধুরী রহমত আলী।
২২) আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
২৩) মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
উত্তরঃ কাজাখাস্তান।
২৪) জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্রীলংকা।
২৫) বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
উত্তরঃ ভূটান।
২৬) এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে-
উত্তরঃ বিষুব রেখা ।
২৭) আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?
উত্তরঃ ইরান।
২৮) কোন দেশে সংসদীয় গণতন্ত্র পদ্ধতির সরকার নেই?
উত্তরঃ ইরান।
২৯) নিচের কোন দেশটি স্থলবেষ্টিত নয়?
উত্তরঃ ইরান।
৩০) এডপামস্ পিক কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্রীলংকা।
৩১) মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
উত্তরঃ ন্যাশনাল ইউনিটি সরকার।
৩২) কোন দেশটি অতীতে কখনও অন্য দেশের উপনিবেশে পরিণত হয়নি?
উত্তরঃ থাইল্যান্ড।
৩৩) এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
উত্তরঃ পূর্ব তিমুর।
৩৪) হ্যালং বে কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ভিয়েতনাম।
৩৫) পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
৩৬) জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ ইন্দানেশিয়া।
৩৭) সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
উত্তরঃ ইন্দোনেশিয়া
৩৮) “ বান্দা আচেহ” কোথায় অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
৩৯) মিয়ানমারের আনুষ্ঠানিক নাম হচ্ছে-
উত্তরঃ দি রিপাবলিক অব ইউনিয়ন অব মিয়ানমার।
৪০) “আরাকানের” পূর্ব নাম কী ?
উত্তরঃ রোসাং।
৪১) বরবুদুর কোথায় অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
৪২) চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-
উত্তরঃ উইঘুর।
৪৩) গ্রেট হল অবস্থিত-
উত্তরঃ চীন।
৪৪) নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
উত্তরঃ চীন।
৪৫) “তিয়েন আনমেন স্কোয়ার” কোথায় অবস্থিত?
উত্তরঃ বেইজিং।
৪৬) কোন দেশের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি নামে পরিচিত?
উত্তরঃ চীন।
৪৭) চীনে কত সাথে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়-
উত্তরঃ ১৯৪৯ সালে।
৪৮) কতসালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেওয়া হয়?
উত্তরঃ ১৮৪২ সালে।
৪৯) “ফালুন গং” কী?
উত্তরঃ চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।
৫০) কোন দেশে প্রথম আনবিক বোমা ফেলা হয়?
উত্তরঃ জাপান।
৫১) পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৫২) Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উত্তরঃ উত্তর কোরিয়া , দক্ষিণ কোরিয়া।
৫৩) বর্তমান বিশ্বে “ নিউ সিল্ক রোড” এর প্রবক্তা-
উত্তরঃ চীন।
৫৪) দূর প্রাচ্যের দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৫৫) উত্তর কোরিয়া অবস্থিত-
উত্তরঃ পূর্ব এশিয়ায়।
৫৬) বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে “শান্তি সংবিধান” বলা হয়?
উত্তরঃ জাপান।
৫৬) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আমেরিকান জাপান পুনর্গঠন করেন?
উত্তরঃ ম্যাক আর্থার।
৫৭) জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
উত্তরঃ কুড়িল দ্বীপপুঞ্জ।