• Home
  • চাকরির প্রস্তুতি

Tag Archive

Tag Archives for " চাকরির প্রস্তুতি "

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা দেশ-মহাদেশ নিয়ে প্রশ্ন

আসা দেশ-মহাদেশ-2যেকোনো চাকরির পরীক্ষা বা BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য সাধারণের বিভিন্ন বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ করা হয়ে থাকে। আজ দেশ-মহাদেশ নিয়ে প্রশ্নের কিছু প্রশ্ন করা হলো। যা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ।

১) Orientalism শব্দটির অর্থ কী?

উত্তরঃ প্রাচ্যবাদ ।

২) আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?

উত্তরঃ জহির শাহ।

৩) কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?

উত্তরঃ ১৯৮৯ সালে।

৪) কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে?

উত্তরঃ নেপাল।

৫) জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

উত্তরঃ ভারত।

৬) “নিকোবর দ্বীপ”- এর মালিকানা কোন দেশের?

উত্তরঃ ভারত ।

৭) কান্দাহার কোন দেশের শহর?

উত্তরঃ আফগানিস্তান।

৮) নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?

উত্তরঃ ভারত- চীন।

৯) ভারতের কোন শহরকে Wi-Fi শহ বলা হয়?

উত্তরঃ বেঙ্গালুরু।

১০) স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন?

উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

১১) বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ লর্ড কার্জন।

১২) ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?

উত্তরঃ ১৯৪৬ সালে।

১৩) “কালাপানি” কোন দুটি রাষ্ট্রের অমীমাংসিত ভূখন্ড?

উত্তরঃ ভারত- নেপাল।

১৪) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ?

উত্তরঃ ভারতের ।

১৫) টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ মনিপুর।

১৬) ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে?

উত্তরঃ ১৮৫৮ সালে।

১৭) কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ জব চার্নক।

১৮) ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?

উত্তরঃ পাকিস্তান।

১৯) কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়েছিল?

উত্তরঃ ১৮৫৮ সালে।

২০) তক্ষশীলা কোন দেশে অবস্থিত?

উত্তরঃ পাকিস্তানে।

২১) “পাকিস্তান” শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন?

উত্তরঃ চেীধুরী রহমত আলী।

২২) আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে?

উত্তরঃ ১৯৭৩ সালে।

২৩) মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?

উত্তরঃ কাজাখাস্তান।

২৪) জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?

উত্তরঃ শ্রীলংকা।

২৫) বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?

উত্তরঃ ভূটান।

২৬) এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে-

উত্তরঃ বিষুব রেখা ।

২৭) আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?

উত্তরঃ ইরান।

২৮) কোন দেশে সংসদীয় গণতন্ত্র পদ্ধতির সরকার নেই?

উত্তরঃ ইরান।

২৯) নিচের কোন দেশটি স্থলবেষ্টিত নয়?

উত্তরঃ ইরান।

৩০) এডপামস্ পিক কোথায় অবস্থিত?

উত্তরঃ শ্রীলংকা।

৩১) মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-

উত্তরঃ ন্যাশনাল ইউনিটি সরকার।

৩২) কোন দেশটি অতীতে কখনও অন্য দেশের উপনিবেশে পরিণত হয়নি?

উত্তরঃ থাইল্যান্ড।

৩৩) এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?

উত্তরঃ পূর্ব তিমুর।

৩৪) হ্যালং বে কোন দেশে অবস্থিত?

উত্তরঃ ভিয়েতনাম।

৩৫) পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?

উত্তরঃ ইন্দোনেশিয়া।

৩৬) জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

উত্তরঃ ইন্দানেশিয়া।

৩৭) সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?

উত্তরঃ ইন্দোনেশিয়া

৩৮) “ বান্দা আচেহ” কোথায় অবস্থিত?

উত্তরঃ ইন্দোনেশিয়া।

৩৯) মিয়ানমারের আনুষ্ঠানিক নাম হচ্ছে-

উত্তরঃ দি রিপাবলিক অব ইউনিয়ন অব মিয়ানমার।

৪০) “আরাকানের” পূর্ব নাম কী ?

উত্তরঃ রোসাং।

৪১) বরবুদুর কোথায় অবস্থিত?

উত্তরঃ ইন্দোনেশিয়া।

৪২) চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-

উত্তরঃ উইঘুর।

৪৩) গ্রেট হল অবস্থিত-

উত্তরঃ চীন।

৪৪) নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?

উত্তরঃ চীন।

৪৫) “তিয়েন আনমেন স্কোয়ার” কোথায় অবস্থিত?

উত্তরঃ বেইজিং।

৪৬) কোন দেশের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি নামে পরিচিত?

উত্তরঃ চীন।

৪৭) চীনে কত সাথে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়-

উত্তরঃ ১৯৪৯ সালে।

৪৮) কতসালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেওয়া হয়?

উত্তরঃ ১৮৪২ সালে।

৪৯) “ফালুন গং” কী?

উত্তরঃ চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।

৫০) কোন দেশে প্রথম আনবিক বোমা ফেলা হয়?

উত্তরঃ জাপান।

৫১) পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?

উত্তরঃ জাপান।

৫২) Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?

উত্তরঃ উত্তর কোরিয়া , দক্ষিণ কোরিয়া।

৫৩) বর্তমান বিশ্বে “ নিউ সিল্ক রোড” এর প্রবক্তা-

উত্তরঃ চীন।

৫৪) দূর প্রাচ্যের দেশ কোনটি?

উত্তরঃ জাপান।

৫৫) উত্তর কোরিয়া অবস্থিত-

উত্তরঃ পূর্ব এশিয়ায়।

৫৬) বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে “শান্তি সংবিধান” বলা হয়?

উত্তরঃ জাপান।

৫৬) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আমেরিকান জাপান পুনর্গঠন করেন?

উত্তরঃ ম্যাক আর্থার।

৫৭) জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?

উত্তরঃ কুড়িল দ্বীপপুঞ্জ।

১০ম থেকে ৩৭তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার সকল প্রশ্ন উত্তর

১০ম থেকে ৩৭তম বিসিএস লিখিত১০ম থেকে ৩৭তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষা – যেকোনো চাকরির পরীক্ষা বা BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য সাধারণের বিভিন্ন বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ করা হয়ে থাকে। সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আগত পশ্নগুলো যা প্রতিবারই আসে। এগুলো বিভিন্ন পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন।

১০ম থেকে ৩৭তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার সকল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো-

১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।

২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]

উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।

৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ অপভ্রংশ।

৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ লাইলী – মজনু।

৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ পদ্মাবতী।

৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ লালনগীতি (বাউলগান)।

৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ মেঘনাদবধ কাব্য।

৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।

১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।

১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ জীবনানন্দ দাস।

১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।

১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ আরেক ফাল্গুন।

১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ চন্দ্রাবতী।

১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]

উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।

১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।

১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ মুহম্মদ কবীর।

১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ হিন্দি।

১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।

১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।

২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯২৩ সালে।

২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মীর মোশাররফ হোসেন।

২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘রাত্রিশেষ’।

২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ নূরুল মোমেন।

২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।

২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃসিকান্দার আবু জাফর।

২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।

২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।

২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ গীতগোবিন্দ।

৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।

৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।

৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।

৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।

৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ দীনবন্ধু মিত্র।

৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।

৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃফররুখ আহমদ।

৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।

৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।

৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।

৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।

৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।

৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।

৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।

৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।

৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।

৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃকাজী নজরুল ইসলাম।

৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।

৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।

৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ‘চর্যাপদ’।

৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।

৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।

৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।

৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।

৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।

৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।

৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।

৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত]

উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।

৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’,’চর্যাগীত

িকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।

৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।

৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।

৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।

৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।

৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।

৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।

৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।

৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।

৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।

৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ মোজাম্মেল হক।

৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।

৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জহির রায়হান।

৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মহুয়া ও মলুয়া।

৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।

৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।

৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।

৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।

৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।

৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।

৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।

৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।

৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।

৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।

৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।

৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।

৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শেষ লেখা।

৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শিউলিমালা।

৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সোজান ও দুলি।

৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।

৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।

৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।

৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৮০১ সালে।

৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]

৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।

৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।

৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।

৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।

৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তি

দের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।

১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯২১ সালে।

১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।

১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।

১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।

১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।

১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বীরবল।

১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।

১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।

১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।

১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।

১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৮০০ সালে।

১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।

১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।

১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।

১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।

১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং

১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।

১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।

১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।

১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।

১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।

১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ প্রমথ চৌধুরী।

১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।

১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।

১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।

১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।

১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জীবনানন্দ দাস।

১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিজয় গুপ্ত।

১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।

১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কবি আল মাহমুদ।

১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সৈয়দ আলী আহসান।

১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জীবনানন্দ দাস।

১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ব্রাহ্মী লিপি।

১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।

১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।

১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।

১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।

১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?

১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।

১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আবুল হাসান।

১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আহমদ ছফা।

১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত]

উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।

১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত—আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা অনাম, আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।

বাংলাদেশের মানচিত্র সর্ম্পকে প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের_প্রশাসনিক_মানচিত্র.বাংলাদেশের মানচিত্র সর্ম্পকে প্রশ্ন – যেকোনো চাকরির পরীক্ষা বা BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য সাধারণের বিভিন্ন বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ করা হয়ে থাকে। বাংলাদেশের মানচিত্র সর্ম্পকে প্রশ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। যা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের মানচিত্র সর্ম্পকে প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো-

প্রশ্ন ১ : বাংলাদেশের আয়তন কত?
উত্তরঃ বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।

প্রশ্ন ২ : বাংলাদেশের বিভাগ কতটি?
উত্তরঃ বাংলাদেশে বিভাগ ৮ টি।

প্রশ্ন ৩ : বাংলাদেশে কতটি জেলা রয়েছে?
উত্তর : বাংলা জেলা ৬৪ টি।

প্রশ্ন ৪ : চট্টগ্রাম বিভাগে মোট কতটি জেলা?
উত্তর : চট্টগ্রাম বিভাগে মোট ১২ টি জেলা রয়েছে।

প্রশ্ন ৫ : রাজশাহী বিভাগে জেলার সংখ্যা কতটি?
উত্তর : রাজশাহী বিভাগে মোট ৮ টি জেলা।

প্রশ্ন ৬ : খুলনা বিভাগে কতটি জেলা?
উত্তর : খুলনা বিভাগে মোট ১০ টি জেলা।

প্রশ্ন ৭ : বরিশাল বিভাগে মোট কতটি জেলা?
উত্তর : বরিশাল বিভাগে মোট ৬ টি জেলা।

প্রশ্ন ৮ : সিলেট বিভাগে কতটি জেলা?
উত্তর : সিলেট বিভাগে ৫ টি জেলা।

প্রশ্ন ৯ : রংপুর বিভাগে কতটি জেলা?
উত্তর : রংপুর বিভাগে ৮ টি জেলা।

প্রশ্ন ১০ : ময়মনসিংহ বিভাগে কতটি জেলা?
উত্তর : ময়মনসিংহ বিভাগে মোট ৪ টি জেলা।

প্রশ্ন ১১ : বর্তমানে জিআই (GI) সনদপ্রাপ্ত পণ্য?
উত্তর : ৯টি।

প্রশ্ন ১২: বাংলাদেশের প্রথম GI পণ্য?
উত্তর : জামদানি শাড়ি; সনদ প্রদান ১৭ নভেম্বর ২০১৬।

প্রশ্ন ১৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা মিসরীয় লেখক মােহসেন আল আরিশির লেখা বইয়ের নাম?
উত্তর : হাসিনা: হাকাইক ওয়া আসাতি।

প্রশ্ন ১৪ : মানবদেহে ক্যান্সারের উপস্থিতি নির্ণয়ের জন্য ইন্টারফেসিয়াল বায়ােসেসিং পদ্ধতি উদ্ভাবন করেন?
উত্তর : ড. আবু সিনা।

প্রশ্ন ১৫ : ঢাকাই মসলিনের সর্বশেষ প্রদর্শনী হয়?
উত্তর : ১৮৫১ সালে, লন্ডনে।

প্রশ্ন ১৬ : বাংলাদেশের প্রথম ইসলামী বন্ড সুকুক নামে ইস্যু করা হয়?
উত্তর : ইজারা সুকুক।

প্রশ্ন ১৭ : বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন ১৮ : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)?
উত্তর : আগারগাঁও, ঢাকা।

প্রশ্ন ১৯ : বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে?
উত্তর : মিয়ানমারে।

প্রশ্ন ২০ : BEPZA যে মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রশ্ন ২১ : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়?
উত্তর : ৩১ মার্চ ১৯৮৬।

প্রশ্ন ২২ : বাংলাদেশকে গার্মেন্টস বিষয়ে প্রথম প্রশিক্ষণ প্রদান করে?
উত্তর : দক্ষিণ কোরিয়ার Daewoo কোম্পানি।

প্রশ্ন ২৩ : গার্মেন্টস ব্র্যান্ডগুলাের সংগঠন ‘অ্যাকর্ড’?
উত্তর : ইউরােপীয় ইউনিয়নভিত্তিক।

প্রশ্ন ২৪ : সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তর : ৩০ জানুয়ারি ১৯৫২।

প্রশ্ন ২৫ : ২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘােষণার মাধ্যমে যে আন্দোলন শেষ হয়?
উত্তর : অসহযােগ আন্দোলন।

প্রশ্ন ২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন?
উত্তর : অধ্যাপক আবুল কাসেম।

প্রশ্ন ২৭ : পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক আইন জারি হয়?
উত্তর : ২৫ মার্চ ১৯৬৯।

প্রশ্ন ২৮ : সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে?
উত্তর : টংকিং উপসাগর থেকে।

প্রশ্ন ২৯ : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাংলার ২৪ বছর’উত্তর :এর পরিচালক?
উত্তর : মােহাম্মদ আলী।

প্রশ্ন ৩০ : ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা?
উত্তর : মেজর আবদুল গণি।

প্রশ্ন ৩১ : বাংলাদেশ বিমানবাহিনীর ত্রৈমাসিক সংবাদপত্র?
উত্তর : ঈগল।

প্রশ্ন ৩২ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮ আগস্ট ১৯৭৬।

প্রশ্ন ৩৩ : সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও বাতিল করেন?
উত্তর : রাষ্ট্রপতি।

প্রশ্ন ৩৪ : বাংলাদেশ সচিবালয় প্রথম যাত্রা শুরু করে?
উত্তর : ইডেন বিল্ডিংউত্তর এ।

প্রশ্ন ৩৫ : ISSB’র পূর্ণরূপ?
উত্তর : Inter Services Selection Board

প্রশ্ন ৩৬ : নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ?
উত্তর : মন্ত্রিপরিষদ।

প্রশ্ন ৩৭ : প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি?
উত্তর : নিকার।

প্রশ্ন ৩৮ : ‘বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইয়ের লেখক?
উত্তর : আকবর আলি খান।

প্রশ্ন ৩৯ : বস্ত্র ও পাট জাদুঘর প্রতিষ্ঠিত হবে?
উত্তর : রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

প্রশ্ন ৪০ : Clean Report of Findings (CRF) হলাে?
উত্তর : আমদানি বাণিজ্যে জালিয়াতি রােধ করার জন্য একটি পদ্ধতি।

প্রশ্ন ৪১ : GSP’র পূর্ণরূপ?
উত্তর : Generalized System of Preferences

প্রশ্ন ৪২ : ওয়েস্টার্ন ইউনিয়ন হলাে?
উত্তর : বৈদেশিক মুদ্রা প্রেরণের বৈধ মাধ্যম।

প্রশ্ন ৪৩ : যে ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে?
উত্তর : জনতা ব্যাংক লিমিটেড।

প্রশ্ন ৪৪ : বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন?
উত্তর : এ. এন. হামিদ উল্লাহ।

প্রশ্ন ৪৫ : বাংলাদেশের সংবিধানের প্রথম সংশােধনী গৃহীত হয়?
উত্তর : ১৫ জুলাই ১৯৭৩।

প্রশ্ন ৪৬ : মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক প্রধান?
উত্তর : সচিব বা জ্যেষ্ঠ সচিব।

প্রশ্ন ৪৭ : বাংলাদেশের সংসদ ভবনের স্ট্রাকচারাল ডিজাইনার?
উত্তর : হ্যারি এম পামবাম।

প্রশ্ন ৪৮: BPL শুরু হয় কবে থেকে?

উত্তর: ১০ ফেব্রুয়ারি ২০১২।

প্রশ্ন ৪৯: বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে?

উত্তর: মেজর জেমস রেনেল।

প্রশ্ন ৫০: বাংলাদেশে VAT চালু করা হয় কবে?

উত্তর: ১ জুলাই ১৯৯১ সালে।

 

চাকরির জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন

 

চাকরির জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞানযেকোন চাকরীর পরীক্ষা এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে। চাকরির জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান, যা বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের জেনে রাখা উচিৎ। এই গুরুত্বপূর্ন তথ্য গুলো নিজের সংগ্রহে রেখে দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরীর পরীক্ষায় বিভিন্ন বিষয় সম্পর্কিত প্রশ্ন করা হয়ে থাকে। আর তাই পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কিত সাধারণ জ্ঞানের অংশ হিসেবে আমাদের এ ইতিহাসগুলো জানা দরকার। এই প্রশ্ন গুলো অনেক বার অনেক চাকরির পরীক্ষায় এসেছিল সেখান থেকে নেওয়া হয়েছে।

চাকরির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলোঃ

১. জাতীয় শোক দিবসের তারিখ ও মাস কি ?

উত্তর : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস।

২. ঐতিহাসিক ভাষণ দিবস কত তারিখে ?

উত্তর : ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস।

৩. বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি ?

উত্তর : বাংলাদেশের বৃহত্তম পাহাড় ‘গারো পাহাড়’।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : ১ জুলাই ১৯২১।

৫. গ্রিন হাউস গ্যাস নিঃসরনের শীর্ষ দেশ কোনটি ?

উত্তর : গ্রিন হাউস গ্যাস নিঃসরনের শীষ দেশ ‘চীন’।

৬. ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ?

উত্তর : ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।

৭. বাংলাদেশের নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে ?

উত্তর : রুমানা আহমেদ ওয়ানডে অধিনায়ক। টি-টোয়েন্টি ম্যাচে সালমা খাতুন।

৮. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?

উত্তর : হামিদুর রহমান।

৯. ফেসবুজ এর নির্মাতা কে ?

উত্তর : মার্ক জাকারবার্গ।

১০. শিল্পাচার্র্য বলতে কাকে বুঝায় ?

উত্তর : শিল্পাচার্য বলতে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী জয়নুল আবেদীনকে বোঝানো হয়েছে।

১১. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?

উত্তর : ‘মহেশখালী’ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। দ্বীপটির চারপাশে সমুদ্র মাঝখানে পাহাড় আর সমতল ভূমি এবং আয়তন ৩৬২.১৮ বর্গ কিলোমিটার।

১২. পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের প্রথম দাবি কে করেছিলেন ?

উত্তর : পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত (২৩ ফেব্রুয়ারী ১৯৪৮)।

১৩. শহীদ জননী নামে পরিচিত কে ?

উত্তর : জাহানারা ইমাম ‘শহীদ জননী’ নামে পরিচিত। একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম শহিদ হওয়ার সূত্রেই তিনি ‘শহীদ জননী’র মর্যাদায় ভূষিত হন।

১৪. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?

উত্তর : বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘তাজিংডং’। যার অপর নাম ‘বিজয়’ এবং এর উচ্চতা ১২৩১ মি. বা ৪০৩৯ ফুট। ১০৫৬ মিটার। এটি বান্দরবানের রুমায় অবস্থিত। কিউক্রাডাং দ্বিতীয়।

১৫. বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে ?

উত্তর : সাবেক সচিব কে.এম নূরুল হুদা।

১৬. বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের নাম কি ?

উত্তর : এয়ার মার্শাল মাসিহুজ্জামান।

১৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?

উত্তর : কামরুল হাসান।

১৮. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?

উত্তর : ৩টি।

১৯. পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে এ বিভক্ত ?

উত্তর : তুরক্ত।

২০. কোন মুসলিম দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি ?

উত্তর : ইন্দোনেশিয়া।

২১. ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি ?

উত্তর : কাতার।

২২. কম্পিউটারের অপরিহার্য সফটওয়্যার কি ?

উত্তর : উইন্ডোজ।

২৩. DOS কি ?

উত্তর: অপারেটিং সিস্টেম।

২৪. কম্পিউটার মস্তিস্ক বলা হয় কাকে ?

উত্তর : হার্ড ডিস্ক।

২৫. কি-বোর্ডে কতটি ফাংশন কি আছে ?

উত্তর : ১২টি।

২৬. মডেম কি ?

উত্তর : মডেম ইনপুট ও আউটপুট ডিভাইজ।

২৭. কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইজ কে কি বলা হয় ?

উত্তর : CPU

২৮. হার্ডওয়্যারগুলোর প্রাণকে কি বলা হয় ?

উত্তর : মাদার বোর্ড।

২৯. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ কত সালে গঠিত করা হয় ?

উত্তর : ৩১ জানুয়ারী ১৯৫২।

[প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ ১ অক্টোবর, ২য় বার ২ মার্চ ১৯৪৮। পূর্ব বাঙালা ভাষা কমিটি ২ মার্চ ১৯৪৮। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১১ মার্চ ১৯৫০।]

৩০. মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কত নম্বর সেক্টরের অধিন ছিল ?

উত্তর : ২ নং সেক্টরের অধিন ছিল। সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ।

৩১. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ ?

উত্তর : মুঘল সম্রাট হুমায়ুন।

৩২. প্রাচ্যের ভেনিস কোন শহরকে বলা হয় ?

উত্তর : থাইল্যান্ডের রাজধানী ‘ব্যাংকককে’।

৩৩. খাবারের সাথে গ্রহণ করা যায় এমন একটি এসিডের নাম লিখুন?

উত্তর : আনারস ও লেবুর সাথে আমরা সাইট্রিক এসিড খেয়ে থাকে। (ল্যাকটিক এসিক দুখে থাকে)।

৩৪. ‘ বাকল্যান্ড বাঁধ’ কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর : ঢাকা শহরে রক্ষার জন্য ১৮৬৪ সালে নির্মিত ‘বাকল্যান্ড বাঁধ’ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

৩৫. ‘ সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে ?

উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুন্ডু।

৩৬. জাতীয় শিশু দিবস কত তারিখে ?

উত্তর : ১৭ মার্চ জাতীয় শিশু দিবস।

৩৭. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?

উত্তর : সিলেট জেলার লালখানে।

৩৮. ইউনেস্কোর সর্বশেষ সদস্য দেশের নাম কি ?

উত্তর : ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।(South Sudan (27 October 2011).

৩৯. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?

উত্তর : রাশিয়ায়।

৪০. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়ার প্রথম সেঞ্চুরি করেন ?

উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ (৯ মার্চ ২০১৫)।

৪১. বরিশালের প্রাচীন নাম কি ?

উত্তর : চন্দ্রদ্বীপ।

৪২. সবচেয়ে বেশি পামওয়েল কোন দেশে উৎপাদিত হয় ?

উত্তর : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

৪৩. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ?

উত্তর : বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলার। ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী)। ২০১৮ তে ১৭৫২ মার্কিন ডলার। ২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ১৯০৯ মার্কিন ডলার।

৪৪. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত ?

উত্তর : নওগাঁ।

৪৫. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী কি ?

উত্তর : এটর্নি জেনারেল।

৪৬. বাংলাদেশের দুইটি স্থলবন্দরের নাম লিখুন ?

উত্তর : ১. হিলি স্থলবন্দর (হাকিমপুর, দিনাজপুর)

২. বাংলাবান্ধা স্থলবন্দর (তেঁতুলিয়া, পঞ্চগড়)।

৩. বেনাপোল স্থলবন্দর (শারশা, যশোর)।

৪৭. বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত ?

উত্তর : ২০১৬ থেকে ২০২০।

৪৮. কম্পিউটারের দুটি অপারেটিং সফ্টওয়্যারের নাম লিখুন ?

উত্তর : 1. Windows 2. Linux.

৪৯. সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত ?

উত্তর : কক্সবাজার জেলায় অবস্থিত।

৫০. বাংলাদেশের সিটি কর্পোরেশন ও বিভাগের সংখ্যা কতটি ?

উত্তর : বিভাগ ৮টি এবং সিটিকর্পোরেশন ১২টি।

ময়মনসিংহ সর্বশেষ প্রস্তাবিত।

৫১. কম্পিউটারের দুটি অ্যাপ্লিকেশন এর নাম কি ?

উত্তর : MS Word, MS Excel.

৫২. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন ?

উত্তর : ৩৫ জন।

[আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম ছিল ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। ১৯৬৮ সালের ১৮ জানুয়ারী ঢাকায় এই মামলা দায়ের করা হয়।

৫৩. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ?

উত্তর : ব্রাসেলস।

৫৪. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে এসেছিলÑ

উত্তর : পর্তুগিজরা।

৫৫. কোনটি জি-৮ ভূক্ত দেশ নয় ?

উত্তর : নেদারল্যান্ড।

[কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালী, জাাপান, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।]

৫৬. ভাইরাস একটি ?

উত্তর : এককোষী জীব।

৫৭. ভারত ও শ্রীলঙ্কা কে পৃথক করেছে কোন প্রণালী ?

উত্তর : পাক প্রণালী।

৫৮. দক্ষিন গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ?

উত্তর : ২১ জুন।

৫৯. কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ষঝড়া বন্ধ করতে সাহায্য করে?

উত্তর : ভিটামিন কে।

৬০. বহুরূপী মৌল কোনটি ?

উত্তর : কার্বন।

৬১. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?

উত্তর : কৈলাস।

৬২. ‘ভাত দে হারামজাদা, তা না হলে, মানচিত্র খাবো’ পঙক্তিটির রচয়িতা কে ?

উত্তর : রফিক আজাদ।

৬৩. সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত ?

উত্তর : আটলান্টিক মহাসাগর।

[সেন্ট হেলেনা দ্বীপটি দক্ষিন আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ। ১৫০২ সালে পর্তুগিজদের মাধ্যমে আবিস্কার হয়েছে। তখন দ্বীপটিতে কোন বসতি ছিল না। দ্বীপটিকে ব্রিটিশদের দ্বারা নির্বাসন দ্বীপ হিসেবে ব্যবহার করা হতো।

৬৪. সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন কয় রকমের হতে পারে ?

উত্তর : চার।

৬৫. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ?

উত্তর : ৩টি।

৬৬. BRICS এর সদর দপ্তর কোথায় ?

উত্তর : কোন সদর দপ্তর নাই।

৬৭. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ?

উত্তর : ৩০টি।

৬৮. জাপানের পার্লামেন্টের নাম কি ?

উত্তর : ডায়েট।

৬৯. START-২কি ?

উত্তর : কৌশল অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।

৭০. মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয়-৭১’ কোথায় ?

উত্তর : কৃষি বিশ্ববিদ্যালয়।

৭১. জগদ্দল বিহার কোথায় অবস্থিত ?

উত্তর : নওগাঁ জেলায়।

৭২. রোমের দায়রা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে ?

উত্তর : স্পার্টাকাস।

৭৩. মহাকাব্য ইলিড কে রচনা করেন ?

উত্তর : ভার্জিল।

৭৪. বলকান রাষ্ট্র নয় কোনটি ?

উত্তর : বলিভিয়া।

[বলকান রাষ্ট্রসমূহ : আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টেগিগ্রো, গ্রিস, ম্যাসিডোনিয়া, সার্বিয়া, মলদোভা, রোমানিয়া, বলেভিনিয়া)।

৭৫. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ ?

উত্তর : ৬৩টি।

৭৬. লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবেÑ

উত্তর : শূন্য।

৭৭. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে ?

উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।

৭৮. বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে ?

উত্তর : ৫০টি।

৭৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন ‘বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেছেন ?

উত্তর : ৭ জন।

[১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ২. সিপাহী হামিদুর রহমান, ৩. সিপাহী মোস্তফা কামাল ৪. মোহাম্মাদ রুহুল আমিন ইঞ্জিনরুম আর্টিফিসার, ৫. ফ্লইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ৬. লান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ৭. লান্স নায়েক নূর মোহাম্মাদ শেখ।]

৮০. বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি ?

উত্তর : ঢাকা।

৮১. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয় ?

উত্তর : ২৬ মার্চ।

৮২. কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোল হওয়ার সম্ভাবনা হয়েছে ?

উত্তর : কুকুর।

৮৩. সার্কভূক্ত দেশের সংখ্যা কতটি ?

উত্তর : ৮টি।

[বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান]

৮৪. ‘বগা লেক’ কোন জেলায় অবস্থিত ?

উত্তর : বান্দরবান।

৮৫. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি ?

উত্তর : নাফ।

৮৬. গোল্ডেন ডাকÑ বিষয়টি কোন খেলার সাথে সম্পৃক্ত ?

উত্তর : ক্রিকেট।

৮৭. একদিনের ক্রিকেটে বিশ্ব চাম্পিয়ান হয় কোন দেশ ?

উত্তর : পাকিস্তান।

৮৮. বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কি ?

উত্তর : গ্যাস।

৮৯. বাংলাদেশের মোট কতটি জেলা ?
উত্তর : ৬৪টি।
৯০. কোন ফসল বাংলাদেশের সোনালী আঁশ ?
উত্তর : পাট।

৯১. লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত ?
উত্তর : মৌলভীবাজার জেলায়।

৯২. কোন জেলায় বর্তমানে চা চাষ হচ্ছে ?
উত্তর : পঞ্চগড়।

৯৩. কোন সমুদ্র প্রণালী দুই মহাদেশকে বিভক্ত করেছে ?
উত্তর : বেরিং।

৯৪. কোন সংখ্যা অলিম্পিক গেমস এর আয়োজক ?
উত্তর : IOC.
[International Olympic Committee.]

৯৫. বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা ?
উত্তর : IPO

৯৬. NIPORT শব্দটি কিসের সাথে জড়িত ?
উত্তর : স্টক এক্সচেঞ্জ।
[National Institute of Population Research and Training.]

৯৭. ঘওচঙজঞ কোন বিষয়ের সাথে জড়িত ?
উত্তর : জনসংখ্যা।

৯৮. ইদলিব শহরটি কোথায় অবস্থিত ?
উত্তর : সিরিয়া।

৯৯. কোন দেশ ইজওঈঝ এর সদস্য নয় ?
উত্তর : সাউথ কোরিয়া।
[ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিন আফ্রিকা নিয়ে গঠিত।]

১০০. ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত ?
উত্তর : ইরাক।

বাংলা ব্যাকরণ ধ্বনি পরিবর্তন মনে রাখার কৌশল

বাংলা ব্যাকরণ ধ্বনি পরিবর্তন,ধ্বনির পরিবর্তন কত প্রকার । ধ্বনি পরিবর্তন মনে রাখার কৌশল। আমরা অনেকেই চাকরির প্রস্তুতি নিতে অনলাইনে আসি। আজকে তাদের জন্য নতুন টপিক নিয়ে আশা। আজকে আমরা ধ্বনির পরিবর্তন কত প্রকার। ধ্বনি পরিবর্তন মনে রাখার কৌশল নিচে দেওয়া হলো-

ধ্বনি পরিবর্তন : ভাষা সর্বদা পরিবর্তনশীল। কোন ভাষার পরিবর্তন নিয়ম বা ব্যাকরণ দিয়ে বন্ধ করে দিলে সে ভাষা আস্তে আস্তে মরে যায়। যেমন মরে গেছে সংস্কৃত ভাষা। মানুষের মুখে মুখে উচ্চারণের সুবিধার্থে ভাষার শব্দ, মূলত শব্দের অন্তর্গত ধ্বনি নানাভাবে পরিবর্তিত হয়। তবে এই পরিবর্তনও কিছু নিয়ম মেনে হয়ে থাকে। ধ্বনির এই পরিবর্তনই মূলত ভাষার পরিবর্তন ঘটায়। ধ্বনির পরিবর্তনের নিয়ম বা প্রক্রিয়াগুলো নিচে দেয়া হলো-

শব্দ ভাঙার কৌশল : ধ্বনি পরিবর্তন পড়ার আগে একটি কৌশল শিখে নেয়া জরুরি। শব্দের অন্তর্গত ধ্বনিগুলো আলাদা করার বা ভাঙার কৌশল। শব্দ ভাঙার সময় যেই ধ্বনি আগে উচ্চারিত হয়েছে, সেটিকে আগে লিখতে হবে।

শব্দে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি পূর্ণাঙ্গ রূপে থাকার পাশাপাশি সংক্ষিপ্ত রূপে কার ও ফলা আকারেও থাকে। শব্দ ভাঙার সময় এগুলোকেও বিবেচনা করতে হবে। এছাড়া একটি স্বরধ্বনির কোন সংক্ষিপ্ত রূপ বা ‘কার’ নেই- ‘অ’-এর।

এটি বিভিন্ন ব্যঞ্জনধ্বনির সঙ্গে মিলিত রূপে উচ্চারিত হয়, কিন্তু তার কোন প্রতীক বা ‘কার’ আমরা লেখি না। শব্দ ভাঙার সময় এই উহ্য ‘অ’-কেও লিখতে হবে। যেমন- ‘এখানে বসতি গাড়ে এক দঙ্গল পশু’ বাক্যটির সবগুলো শব্দ ভাঙলে হবে-

এখানে = এ+খ+আ+ন+এ
বসতি = ব+অ+স+অ+ত+ই
গাড়ে = গ+আ+ড়+এ
এক = এ+ক
দঙ্গল = দ+ঙ+গ+অ+ল
পশু = প+শ+উ
উল্লেখ্য, যুক্তব্যঞ্জনের ভেতরে কোন উহ্য ‘অ’ থাকে না।]

১. আদি স্বরাগম : শব্দের আদিতে বা শুরচতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন, ‘স্কুল’ শব্দটি উচ্চারণের সুবিধার জন্য শুরচতে ‘ই’ স্বরধ্বনি যুক্ত হয়ে ‘ইস্কুল’ হয়ে গেছে। এটি আদি স্বরাগম। এরকম- স্টেশন˃ ইস্টিশন, স্ট্যাবল˃ আস্তাবল, স্পর্ধা˃ আস্পর্ধা

২. মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি : শব্দের মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে বলে মধ্য স্বরাগম। যেমন, ‘রত্ন’ (র+অ+ত+ন+অ) শব্দের ‘ত’ ও ‘ন’-র মাঝখানে একটি অ যুক্ত হয়ে হয়েছে ‘রতন’। এটি মধ্য স্বরাগম। এরকম- ধর্ম˃ ধরম, স্বপ্ন˃ স্বপন, হর্ষ˃ হরষ, প্রীতি˃ পিরীতি, ক্লিপ˃ কিলিপ, ফিল্ম˃ ফিলিম, মুক্তা˃ মুকুতা, তুর্ক˃ তুরুক, ভ্রু˃ ভুরু, গ্রাম˃ গেরাম, প্রেক˃ পেরেক, স্রেফ˃ সেরেফ, শ্লোক˃ শোলোক, মুরগ˃ মুরোগ˃ মোরোগ,

৩. অন্ত্যস্বরাগম : শব্দের শেষে একটা অতিরিক্ত স্বরধ্বনি আসলে তাকে বলে অন্ত্যস্বরাগম। যেমন, ‘দিশ্’-র সঙ্গে অতিরিক্ত ‘আ’ স্বরধ্বনি যুক্ত হয়ে হয়েছে ‘দিশা’। এরকম- পোক্ত্˃ পোক্ত, বেঞ্চ˃ বেঞ্চি, সত্য˃ সত্যি

৪. অপিনিহিতি : পরের ‘ই’ বা ‘উ’ স্বরধ্বনি আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ‘ই’ বা ‘উ’ স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন, ‘আজি (আ+জ+ই) শব্দের ‘ই’ আগে উচ্চারিত হয়ে হয়েছে ‘আইজ’ (আ+ই+জ)। এরকম- সাধু˃ সাউধ, রাখিয়া˃ রাইখ্যা, বাক্য˃ বাইক্য, সত্য˃ সইত্য, চারি˃ চাইর, মারি˃ মাইর

৫. অসমীকরণ : দুটো একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে তাকে বলে অসমীকরণ। যেমন, ধপ+ধপ˃ (মাঝখানে একটি অতিরিক্ত আ যোগ হয়ে) ধপাধপ। এরকম- টপ+টপ˃ টপাটপ

৬. স্বরসঙ্গতি : দুটি স্বরধ্বনির মধ্যে সঙ্গতি রক্ষার্থে একটির প্রভাবে আরেকটি পরিবর্তিত হলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন, ‘দেশি’ (দ+এ+শ+ই)˃ (‘ই’-র প্রভাবে ‘এ’ পরিবর্তিত হয়ে ‘ই’ হয়ে) ‘দিশি’। স্বরসঙ্গতি ৫ প্রকার-

ক. প্রগত : আগের স্বরধ্বনি অনুযায়ী পরের স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। যেমন, মুলা˃ মুলো, শিকা˃ শিকে, তুলা˃ তুলো

খ.পরাগত : পরের স্বরধ্বনি অনুযায়ী আগের স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে পরাগত স্বরসঙ্গতি বলে। যেমন, আখো˃ আখুয়া˃ এখো, দেশি˃ দিশি

গ. মধ্যগত : অন্যান্য স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। যেমন, বিলাতি˃ বিলিতি

ঘ. অন্যোন্য : আগের ও পরের স্বরধ্বনি দুইয়ের প্রভাবে যদি দুইটি-ই পরিবর্তিত হয়ে যায়, তাকে অন্যোন্য স্বরসঙ্গতি বলে। যেমন, মোজা˃ মুজো

ঙ. চলিত বাংলায় স্বরসঙ্গতি : গিলা˃ গেলা, মিলামিশা˃ মেলামেশা। মিঠা˃ মিঠে, ইচ্ছা˃ ইচ্ছে। মুড়া˃ মুড়ো, চুলা˃ চুলো। উড়ুনি˃ উড়নি, এখুনি˃ এখনি।

৭. সম্প্রকর্ষ বা স্বরলোপ : শব্দের মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। যেমন, ‘বসতি’ (ব+অ+স+অ+ত+ই)-র মাঝের ‘অ’ স্বরধ্বনি লোপ পেয়ে হয়েছে ‘বস্তি’ (ব+অ+স+ত+ই)। স্বরলোপ ৩ প্রকার-

ক. আদিস্বরলোপ : শব্দের শুরুর স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরাগম বলে। যেমন, অলাবু˃ লাবু˃ লাউ, এড়ন্ড˃ (‘এ’ লোপ পেয়ে) রেড়ী, উদ্ধার˃ উধার˃ ধার।

খ. মধ্যস্বরলোপ : শব্দের মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বরাগম বলে। যেমন, অগুরু˃ অগ্রু, সুবর্ণ˃ স্বর্ণ

গ. অন্ত্যস্বরালোপ : শব্দের শেষের স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বরাগম বলে। যেমন, আশা˃ আশ, আজি˃ আজ, চারি˃ চার, সন্ধ্যা˃ সঞ্ঝ্যা˃ সাঁঝ
(স্বরলোপ স্বরাগম-এর বিপরীত প্রক্রিয়া।)

৮. ধ্বনি বিপর্যয় : শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি অদলবদল হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন, বাক্স˃ বাস্ক, রিক্সা˃ রিস্কা, পিশাচ˃ পিচাশ, লাফ˃ ফাল

৯. সমীভবন : (স্বরসঙ্গতির মতো, কিন্তু ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়) দুটি ব্যঞ্জনধ্বনির একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। যেমন, ‘জন্ম’ (জ+অ+ন+ম+অ)-এর ‘ন’, ‘ম’-র প্রভাবে পরিবর্তিত হয়ে হয়েছে ‘জম্ম’। সমীভবন মূলত ৩ প্রকার-

ক. প্রগত সমীভবন : আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। যেমন, চক্র˃ চক্ক, পক্ব˃ পক্ক, পদ্ম˃ পদ্দ, লগ্ন˃ লগ্গ

খ. পরাগত সমীভবন : পরের ব্যঞ্জনধ্বনির প্রভাবে আগের ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। যেমন, তৎ+জন্য˃ তজ্জন্য, তৎ+হিত˃ তদ্ধিত, উৎ+মুখ˃ উন্মুখ

গ. অন্যোন্য সমীভবন : পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি দুইয়ের প্রভাবে দু’টিই পরিবর্তিত হলে তাকে অন্যোন্য সমীভবন বলে। যেমন, সত্য (সংস্কৃত)˃ সচ্চ (প্রাকৃত), বিদ্যা (সংস্কৃত)˃ বিজ্জা (প্রাকৃত)

১০. বিষমীভবন : পাশাপাশি একই ব্যঞ্জনধ্বনি দু’বার থাকলে তাদের একটি পরিবর্তিত হলে তাকে বিষমীভবন বলে। যেমন, শরীর˃ শরীল, লাল˃ নাল

১১. দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বতা : শব্দের কোন ব্যঞ্জন দ্বিত্ব হলে, অর্থাৎ দুইবার উচ্চারিত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বতা বলে। মূলত জোর দেয়ার জন্য দ্বিত্ব ব্যঞ্জন হয়। যেমন, পাকা˃ পাক্কা, সকাল˃ সক্কাল

১২. ব্যঞ্জন বিকৃতি : কোন ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোন ব্যঞ্জনধ্বনি হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন, কবাট˃ কপাট, ধোবা˃ ধোপা, ধাইমা˃ দাইমা

১৩. ব্যঞ্জনচ্যুতি : পাশাপাশি দুটি একই উচ্চারণের ব্যঞ্জন থাকলে তার একটি লোপ পেলে তাকে বলে ব্যঞ্জনচ্যুতি। যেমন, বউদিদি˃ বউদি, বড় দাদা˃ বড়দা,

১৪. অন্তর্হতি : কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন, ফাল্গুন˃ ফাগুন (‘ল’ লোপ), ফলাহার˃ ফলার, আলাহিদা˃ আলাদা

১৫. অভিশ্রুতি : যদি অন্য কোন প্রক্রিয়ায় কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়, এবং পরিবর্তিত স্বরধ্বনি তার আগের স্বরধ্বনির সঙ্গে মিলে যায়, এবং সেই মিলিত স্বরধ্বনির প্রভাবে তার পরের স্বরধ্বনিও পরিবর্তিত হয়, তবে তাকে অভিশ্রুতি বলে।

যেমন, ‘করিয়া’ (ক+অ+র+ই+য়+আ) থেকে অপিনিহিতির মাধ্যমে (র+ই-এর আগে আরেকটা অতিরিক্ত ‘ই’ যোগ হয়ে) ‘কইরিয়া’ হলো। অর্থাৎ অন্য কোন প্রক্রিয়ায় ‘ই’ স্বরধ্বনিটির পরিবর্তন হলো। আবার ‘কইরিয়া’-এর র+ই-এর ‘ই’ তার আগের ‘ই’-র সঙ্গে মিলে গেলে হলো ‘কইরয়া’ বা ‘কইরা’। এবার ‘কইরা’-র ‘ই’ ও ‘আ’ পরিবর্তিত হয়ে হলো ‘করে’।

এটিই অভিশ্রুতি। এরকম, শুনিয়া˃ শুইনিয়া˃ শুইনা˃ শুনে, বলিয়া˃ বইলিয়া˃ বইলা˃ বলে, হাটুয়া˃ হাউটুয়া˃ হাউটা˃ হেটো, মাছুয়া˃ মাউছুয়া˃ মাউছা˃ মেছো

১৬. র-কার লোপ : (আধুনিক চলিত বাংলায় প্রচলিত) শব্দের ‘র’ ধ্বনি বা ‘র-কার’ লোপ পেয়ে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হলে তাকে র-কার লোপ বলে। যেমন, তর্ক˃ তক্ক, করতে˃ কত্তে, মারল˃ মালল, করলাম˃ কল্লাম

১৭. হ-কার লোপ : (আধুনিক চলিত বাংলায় প্রচলিত) অনেক সময় দুইটি স্বরধ্বনির মধ্যবর্তী ‘হ’ ধ্বনি বা ‘হ-কার’ লোপ পায়। একে হ-কার লোপ বলে। যেমন, ‘গাহিল’ (গ+আ+হ+ই+ল+অ)-এর ‘আ’ ও ‘ই’ স্বরধ্বনি দুটির মধ্যবর্তী ‘হ’ লোপ পেয়ে হয়েছে ‘গাইল’। এরকম, পুরোহিত˃ পুরুত, চাহে˃ চায়, সাধু˃ সাহু˃ সাউ, আল্লাহ˃ আল্লা, শাহ˃ শা

১৮. অ-শ্রুতি ও ব-শ্রুতি : পাশাপাশি দুটো স্বরধ্বনি উচ্চারিত হলে, এবং সেই দুটি স্বরধ্বনি মিলে কোন যৌগিক স্বর তৈরি না করলে উচ্চারণের সুবিধার জন্য মাঝে একটি অন্তঃস্থ ‘য়’ বা অন্তঃস্ত ‘ব’ উচ্চারিত হয়। একে অ-শ্রুতি ও ব-শ্রুতি বলে।

যেমন, ‘যা+আ’, এখানে পরপর দুটি ‘আ’ স্বরধ্বনি আছে। দুটি যুক্ত হয়ে কোন যৌগিক স্বর তৈরি করছে না। তাই এখানে মাঝখানে একটি অন্তঃস্থ ‘য়’ উচ্চারিত হয়ে হবে ‘যাওয়া’। এরকম, নাওয়া, খাওয়া, দেওয়া,

বাংলাদেশ সম্পর্কিত ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ-জ্ঞান প্রশ্নযেকোন চাকরীর পরীক্ষা এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে। বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন ১০০টি সাধারণ জ্ঞান, যা বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের জেনে রাখা উচিৎ। এই গুরুত্বপূর্ন তথ্য গুলো নিজের সংগ্রহে রেখে দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।  বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরীর পরীক্ষায় বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন করা হয়ে থাকে। আর তাই পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের অংশ হিসেবে আমাদের এ ইতিহাসগুলো জানা দরকার।

১। সংসদে সাংবাদিকদের আসন কতটি ?
উত্তরঃ ৮০টি

২। ১৪৪ ধারা কি ?
উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা

৩। তিতুমীর কে ছিলেন?
উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর

৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নরসিংদী

৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?
উত্তরঃ ময়মনসিংহ

৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?
উত্তরঃ The people’s Republic of Bangladesh

৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব ডিকে।

৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।

৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।

১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।

১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?
উত্তরঃ ৭১১ কি.মি.

১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)

১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?
উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।

১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)

১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।

১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?
উত্তরঃ ৩০টি

১৭। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?
উত্তরঃ ৩টি।

১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?
উত্তরঃ বান্দরবান।

১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি।

২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?
উত্তরঃ ৬টি।

২১। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?
উত্তরঃ আখাইন্ঠং

২২। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)

২৩। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?
উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং

২৪। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ লালমনিরহাট

২৫। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?
উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)

২৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?
উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত

২৭। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ মেঘনা (নোয়াখালী)

২৮। দ্বীপ জেলা বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ ভোলা।

২৯। ভবদহ বিল কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর

৩০। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা(জাতীয় সংসদ ভবনের পাশে)

৩১। বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী?
উত্তরঃ সিলেট

৩২। বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী

৩৩। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়?
উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর

৩৪। বাংলাদেশে একমাত্র শীতলপানির ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তরঃ হিমছড়ি, কক্সবাজার

৩৫। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনা।

৩৬। ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিনে।

৩৭। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও তারিখ লিখুন?
উত্তরঃ নিশাত মজুমদার, ১ মে, ২০১২

৩৮। SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়

৩৯। বাংলাদেশের প্রথম ভূ-উপগৃহে কেন্দ্রে কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ বেতবুনিয়া রাঙ্গামাটি।

৪০। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?
উত্তরঃ ময়নসিংহ

৪১। রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তরঃ রামু, কক্সবাজার।

৪২। সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি?
উত্তরঃ সুপার রাইস।

৪৩। নদী ছাড়া যমুনা কী?
উত্তরঃ উন্নত জাতের মরিচের নাম।

৪৪। মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ চাদপুর।

৪৫। বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃ সুন্দরবন।

৪৬। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?
উত্তরঃ ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭ (৭৯৮তম)

৪৭। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ ও নেত্রকোনা

৪৮। ‘Black Gold’ কি?
উত্তরঃ তেজস্ক্রিয় বালু(কক্সবাজারে পাওয়া যায়)

৪৯। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া

৫০। বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর

৫১। বাংলাদেশের একমাত্র জ্বালানী তেল শিধানাগারের নাম কি?
উত্তরঃ ইস্টার্ণ রিফাইনারী লিঃ, চট্টগ্রাম

৫২। দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান?
উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কষ্টিয়া

৫৩। ভারত – বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬

৫৪। বাংলাদেশের নাব্যতম ওঁ প্রশস্ততম নদীর নাম?
উত্তরঃ মেঘনা।

৫৫। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।

৫৬। পদ্মার অপর নাম?
উত্তরঃ কীর্তিনাশা

৫৭। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ গোয়ালন্দ

৫৮। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়?
উত্তরঃ হিমালয়ের গঙ্গোত্রী হিম্বাহ থেকে

৫৯। মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পশুর।

৬০। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি?
উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প

৬১। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান?
উত্তরঃ ৮ম।

৬২। চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে

৬৩। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কি?
উত্তরঃ কৃষ্টপুর, কচুবাড়ি, ঠাকুরগাও

৬৪। বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার বেশি?
উত্তরঃ বরগুনা।

৬৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে?
উত্তরঃ স্যার এ.এফ. রহমান

৬৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময়ে সংসদ কার্যক্রম হত?
উত্তরঃ জগন্নাত হল।

৬৭। দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি?
উত্তরঃ বারডেম।

৬৮। ‘মূসক’ দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ১০ জুলাই।

৬৯। বাংলাদেশ কবে ভ্যাট চালু হয়?
উত্তরঃ ১৯৯১ সালের ১ জুলাই

৭০। বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংক কবে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৭৭১

৭১। দেশের বৃহত্তম সরকারী বাণিজ্যিক ব্যাংকের নাম কী?
উত্তরঃ সোনালী ব্যাংক।

৭২। বাংলাদেশের প্রথম নোট চালু হয় কবে থেকে?
উত্তরঃ ৪ মার্চ, ১৯৭২

৭৩। বাংলাদেশের সরকারি নোট কয়টি?
উত্তরঃ ৩টি

৭৪। প্রস্তাবিত পদ্মা সেতুর কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরীয়তপুর

৭৫। দেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি ও অবস্থান কোথায়?
উত্তরঃ বেনাপুল, যশোর ।

৭৬। বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্রের বন্দরটির নাম কী?
উত্তরঃ সোনালিয়া।

৭৭। সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের ‘হলি আর্টিজেন রেস্তোরায়’ জঙ্গি হামলা হয় কত তারিখে?
উত্তরঃ ২ জুলাই, ২০১৬

৭৮। উপমহাদেশের সর্বপ্রথম কবে এবং কে রেল ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ ১৮৫৩ সালে লর্ড ডালহৌসী

৭৯। ‘রামপুর টেলিভিশন’ কেন্দ্রটি কত সালে স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৭৫ সালে

৮০। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকেটে কেসের ছবি ছিল?
উত্তর‍ঃ শহীদ মিনারের

৮১। প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ মহাস্থানগড়

৮২। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
উত্তরঃ পালবংশ

৮৩। পানি পথের তৃতীয় যুদ্ধ কত সালের সংগঠিত হয়?
উত্তরঃ ১৭৬১ সালে

৮৪। বাংলার বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে?
উত্তরঃ ঈশা খাঁ

৮৫। বংলা নববর্ষের প্রবক্তা কে?
উত্তরঃ সম্রাট আকবর

৮৬। সিপাহী বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল?
উত্তরঃ ১৮৫৭ সালে

৮৭। ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের মধ্যে কাদের অবস্থান প্রথম?
উত্তরঃ পর্তূগীজদের

৮৮। ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা ও ইংরেজি কত সাল?
উত্তরঃ ১১৭৬ বাংলা ও ১৭৭০ ইংরেজি

৮৯। বাংলার চিরস্থায়ি ভূমি ব্যাবস্থা কে প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ

৯০। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে।

৯১। অভিবক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রি কে ছিলেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৯২। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন?
উত্তরঃ নোয়াখালী(১৯৪৫ সালে)

৯৩। ১৯৪৭ সালে কিসের ভিত্তিতে ভারত ও পাকিস্তান আলাদা হয়?
উত্তরঃ দ্বীজাতি তত্তের ভিত্তিতে

৯৪। পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে দাবি নিয়ে এগিয়ে আসে কোন সংগঠন?
উত্তরঃ তমুদ্দিন মজলিস

৯৫। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রির নাম কী?
উত্তরঃ লিয়াকত আলী খান (১৯৪৯)

৯৬। কত সালে ‘আওয়ামী মুসলিম লিগ’ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে

৯৭। আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কি ছিল?
উত্তরঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য

৯৮। গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসাদ কবে নিহত হ?
উত্তরঃ ১৯৬৯ সালের ২০ জানুয়ারি

৯৯। শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি কখন ও কে প্রদান করেন?
উত্তরঃ ১৯৭১ সালের ৩মার্চ, আ.স.ম আব্দুর রব

১০০। মুজিব নগর সরকার শপথ নেয় কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১ সালের।

বাংলাদেশের ঐতিহাসিক স্থান সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ-জ্ঞানবাংলাদেশের প্রাচীন ইতিহাস ও এর নিদর্শনসমূহ দেশের গৌরব বহন করে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক ঐতিহাসিক স্থান ও নিদর্শন রয়েছে। এর মধ্যে অন্যতম স্থান গুলো হচ্ছে মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতী, সোনারগাঁ। বাংলাদেশের ঐতিহাসিক স্থান এগুলো আমাদের অতীতের নিদর্শন ও সংস্কৃতি, সে সময়কার জীবনযাপন সম্পর্কে আমরা ধারণা পাই।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরীর পরীক্ষায় বাংলাদেশের ঐতিহাসিক স্থান সমূহ সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। আর তাই পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের অংশ হিসেবে আমাদের এ ইতিহাসগুলো জানা দরকার।

ঐতিহাসিক স্থান সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো –

প্রশ্ন ১: সোমপুর বিহার কে তৈরী করেন?

উঃ শ্রী ধর্মপাল দেব।

প্রশ্ন ২: সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত?

উঃ নওগাঁ জেলার সোমপুর বিহারে।

প্রশ্ন ৩: শালবন বিহার কোথায় অবস্থিত?

উঃ কুমিল্লা জেলার ময়নামতিতে।

প্রশ্ন ৪: শালবন বিহার কে তৈরী করেন?

উঃ রাজাধিরাজ ভবদেব।

প্রশ্ন ৫: আনন্দ বিহার কোথায় অবস্থিত?

উঃ কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।

প্রশ্ন ৬: আনন্দ বিহার কে তৈরী করেন?

উঃ রাজা আনন্দ দেব।

প্রশ্ন ৭: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?

উঃ সীতাকোট বিহার।

প্রশ্ন ৮: সীতাকোট বিহার কোথায় অবস্থিত?

উঃ দিনাজপুর।

প্রশ্ন ৯: সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?

উঃ মূঘল আমলে।

প্রশ্ন ১০: বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন?

উঃ ঈশা খাঁ।

প্রশ্ন ১১: সোনারগাঁ কার নামানুসারে নামকরণ হয়েছে?

উঃ ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।

প্রশ্ন ১২: সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?

উঃ মহাস্থানগড়।

প্রশ্ন ১৩: পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?

উঃ সোনারগাঁতে।

প্রশ্ন ১৪: বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?

উঃ সোনারগাঁতে।

প্রশ্ন ১৫: সোনারগাঁয়ের পূর্ব নাম কি?

উঃ সুবর্ণ গ্রাম।

প্রশ্ন ১৬: ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?

উঃ ১৬১০ সালে।

প্রশ্ন ১৭: বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?

উঃ সুবেদার ইসলাম খান।

প্রশ্ন ১৮: তাঁরা মসজিদ কোথায় অবস্থিত?

উঃ পুরানো ঢাকায়।

প্রশ্ন ১৯: বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?

উঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জে।

প্রশ্ন ২০: মুজিব নগর কোথায় অবস্থিত?

উঃ মেহেরপুর।

প্রশ্ন ২১: মহামুনি বিহার কোথায় অবস্থিত?

উঃ চট্টগ্রামের রাউজানে।

প্রশ্ন ২২: ষাট গম্ভুজ মসজিদ কোথায় অবস্থিত?

উঃ বাগেরহাট।

প্রশ্ন ২৩: ষাট গম্ভুজ মসজিদ নির্মাণ করেন?

উঃ খান জাহান আলী।

প্রশ্ন ২৪: লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন?

উঃ যুবরাজ মোহাম্মদ আযম।

প্রশ্ন ২৫: লালবাগ কেল্লা কে নির্মাণ শেষ করেন?

উঃ শায়েস্তা খান।

প্রশ্ন ২৬: লালবাগ কেল্লার আদি নাম কি?

উঃ আওরঙ্গবাদ দুর্গ।

প্রশ্ন ২৭: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?

উঃ পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।

প্রশ্ন ২৮: মহাস্থানগড় কোথায় অবস্থিত?

উঃ বগুড়া।

প্রশ্ন ২৯: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?

উঃ মহাস্থানগড়।

প্রশ্ন ৩০: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?

উঃ মহাস্থানগড়।

প্রশ্ন ৩১: বৈরাগীর চালা কোথায় অবস্থিত?

উঃ গাজীপুর।

প্রশ্ন ৩২: আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?

উঃ কুমিল্লার ময়নামতিতে।

প্রশ্ন ৩৩: রামুমন্দির কোথায় অবস্থিত?

উঃ কক্সবাজারের রামু থানায়।

প্রশ্ন ৩৪: উত্তরা গনভবন কোথায়?

উঃ নাটোর।

প্রশ্ন ৩৫: কান্তজির মন্দির কোথায় অবস্থিত?

উঃ দিনাজপুর।

প্রশ্ন ৩৬: বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?

উঃ রাজশাহী।

প্রশ্ন ৩৭: পানাম নগর কোথায় অবস্থিত?

উঃ সোনারগাঁয়ে।

প্রশ্ন ৩৮: আফগান দুর্গ কোথায় অবস্থিত?

উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।

প্রশ্ন ৩৯: আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?

উঃ নবাব আব্দুল গনি।

প্রশ্ন ৪০: মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?

উঃ মৌর্য যুগের।

প্রশ্ন ৪১: সোমপুর বিহার কোথায় অবস্থিত?

উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।

প্রশ্ন ৪২: পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত?

উঃ সোমপুর বিহার।

প্রশ্ন ৪৩: সোমপুর বিহার কে তৈরী করেন?

উঃ শ্রী ধর্মপাল দেব।

প্রশ্ন ৪৪: সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত?

উঃ নওগাঁ জেলার সোমপুর বিহারে।

প্রশ্ন ৪৫: শালবন বিহার কোথায় অবস্থিত?

উঃ কুমিল্লা জেলার ময়নামতিতে।

প্রশ্ন ৪৬: শালবন বিহার কে তৈরী করেন?

উঃ রাজাধিরাজ ভবদেব।

প্রশ্ন ৪৭: আনন্দ বিহার কোথায় অবস্থিত?

উঃ কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।

প্রশ্ন ৪৮: আনন্দ বিহার কে তৈরী করেন?

উঃ রাজা আনন্দ দেব।

প্রশ্ন ৪৯: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?

উঃ সীতাকোট বিহার।

প্রশ্ন ৫০: সীতাকোট বিহার কোথায় অবস্থিত?

উঃ দিনাজপুর।

প্রশ্ন ৫১: সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?

উঃ মূঘল আমলে।

প্রশ্ন ৫২: বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন?

উঃ ঈশা খাঁ।

প্রশ্ন ৫৩: সোনারগাঁ কার নামানুসারে নামকরণ হয়েছে?

উঃ ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।

প্রশ্ন ৫৪: সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?

উঃ মহাস্থানগড়।

প্রশ্ন ৫৫: পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?

উঃ সোনারগাঁতে।

প্রশ্ন ৫৬: বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?

উঃ সোনারগাঁতে।

প্রশ্ন ৫৭: সোনারগাঁয়ের পূর্ব নাম কি?

উঃ সুবর্ণ গ্রাম।

প্রশ্ন ৫৮: ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?

উঃ ১৬১০ সালে।

প্রশ্ন ৫৯: বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?

উঃ সুবেদার ইসলাম খান।

প্রশ্ন ৬০: তাঁরা মসজিদ কোথায় অবস্থিত?

উঃ পুরানো ঢাকায়।

প্রশ্ন ৬১: বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?

উঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জে।

প্রশ্ন ৬২: মুজিব নগর কোথায় অবস্থিত?

উঃ মেহেরপুর।

প্রশ্ন ৬৩: মহামুনি বিহার কোথায় অবস্থিত?

উঃ চট্টগ্রামের রাউজানে।

প্রশ্ন ৬৪: ষাট গম্ভুজ মসজিদ কোথায় অবস্থিত?

উঃ বাগেরহাট।

প্রশ্ন ৬৫: ষাট গম্ভুজ মসজিদ নির্মাণ করেন?

উঃ খান জাহান আলী।

প্রশ্ন ৬৬: লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন?

উঃ যুবরাজ মোহাম্মদ আযম।

প্রশ্ন ৬৭: লালবাগ কেল্লা কে নির্মাণ শেষ করেন?

উঃ শায়েস্তা খান।

প্রশ্ন ৬৮: লালবাগ কেল্লার আদি নাম কি?

উঃ আওরঙ্গবাদ দুর্গ।

প্রশ্ন ৬৯: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?

উঃ পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।

প্রশ্ন ৭০: মহাস্থানগড় কোথায় অবস্থিত?

উঃ বগুড়া।

প্রশ্ন ৭১: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?

উঃ মহাস্থানগড়।

প্রশ্ন ৭২: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?

উঃ মহাস্থানগড়।

প্রশ্ন ৭৩: বৈরাগীর চাল কোথায় অবস্থিত?

উঃ গাজিপুর।

প্রশ্ন ৭৪: আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?

উঃ কুমিল্লার ময়নামতিতে।

প্রশ্ন ৭৫: রামুমন্দির কোথায় অবস্থিত?

উঃ কক্সবাজারের রামু থানায়।

প্রশ্ন ৭৬: উত্তরা গনভবন কোথায়?

উঃ নাটোর।

প্রশ্ন ৭৭: কানত্মজীর মন্দির কোথায় অবস্থিত?

উঃ দিনাজপুর।

প্রশ্ন ৭৮: বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?

উঃ রাজশাহী।

প্রশ্ন ৭৯: পানাম নগর কোথায় অবস্থিত?

উঃ সোনারগাঁয়ে।

প্রশ্ন ৮০: আফগান দুর্গ কোথায় অবস্থিত?

উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।

প্রশ্ন ৮১: আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?

উঃ নবাব আব্দুল গনি।

প্রশ্ন ৮২: মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?

উঃ মৌর্য যুগের।

প্রশ্ন ৮৩: সোমপুর বিহার কোথায় অবস্থিত?

উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।

প্রশ্ন ৮৪: পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত?

উঃ সোমপুর বিহার।

প্রশ্ন ৮৫: বাংলাদেশের প্রাচীনতম শহরটির নাম কী?

উঃ পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। (প্রায় আড়াই হাজার বছর আগে গড়ে ওঠে)।

প্রশ্ন ৮৬: বাংলাদেশের প্রাচীনতম শহর পুন্ড্রবর্ধনের বর্তমান নাম কী?

উঃ মহাস্থানগড়।

প্রশ্ন ৮৭: মহাস্থানগড় কী জন্য বিখ্যাত?

উঃ বাংলাদেশের প্রাচীন নগর পুন্ড্রবর্ধনের ধ্বংসাবশেষ এবং মৌর্য ও গুপ্ত রাজবংশের পুরাকীর্তির জন্য।

প্রশ্ন ৮৮: লক্ষ্মীন্দরের মেধ কোথায় অবস্থিত?

উঃ মহাস্থানগড়ে।

প্রশ্ন ৮৯: পরশু রামের প্রাসাদ ও সভাবাটী কোথায় অবস্থিত?

উঃ মহাস্থানগড়ে।

প্রশ্ন ৯০: গোবিন্দ ভিটা কোথায় অবস্থিত?

উঃ মহাস্থানগড়।

প্রশ্ন ৯১: ভাসু বিহার কোথায় অবস্থিত?

উঃ মহাস্থানগড়।

প্রশ্ন ৯২: প্রাচীন ও ঐতিহাসিক মহাস্থানগড় কোথায় অবস্থিত?

উঃ বগুড়া জেলায়।

প্রশ্ন ৯৩: মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

উঃ করতোয়া।

প্রশ্ন ৯৪: বৈরাগীর ভিটা/খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?

উঃ বগড়া জেলার মহাস্থানগড়ে।

প্রশ্ন ৯৫: মহাস্থানগড়ে কোন যুগের শিলালিপি পাওয়া যায়?

উঃ মৌর্য যুগের।

প্রশ্ন ৯৬: শালবন বিহার কোথায় অবস্থিত?

উঃ কুমিল্লার ময়নামতিতে।

প্রশ্ন ৯৭: শালবন বিহারে কতটি প্রত্নতত্ত্ব পাওয়া গেছে?

উঃ ১১৫টি।

প্রশ্ন ৯৮: ময়নামতিতে বৌদ্ধ সভ্যতার খনন কাজ করা হয় কখন?

উঃ ১৯৫৫ সালে।

প্রশ্ন ৯৯: আনন্দ বিহার কোথায় অবস্থিত?

উঃ শালবন বিহারের দুই মাইল উত্তরে (কুমিল্লা জেলার) ময়নামতিতে।

প্রশ্ন ১০০: কুমিল্লার ময়নামতিতে অবস্থিত আনন্দ বিহারের খনন কাজ শুরু হয় কখন?

উঃ ১৯৭৬ সালে।

চাকরির জন্য গুরুত্বপূর্ণ বেসিক কম্পিউটার স্কিল

বেসিক কম্পিউটারবর্তমান সময়ে চাকরির জন্য একাডেমি কোয়ালিফিকেশনের পাশাপাশি বেসিক কম্পিউটার স্কিল প্রত্যাশা করে। শিক্ষার্থীরা যারা উচ্চ মাধ্যমিক শেষ করেই বেসিক কম্পিউটার স্কিল সম্পন্ন করে, চাকারীপ্রাপ্তির ক্ষেত্রে তারা অনেকটাই এগিয়ে থাকে।

এর একটাই কারণ, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অফিস; সব জায়গাতেই এখন কম্পিউটারের ব্যবহার। যেকোন চাকরির আবেদনে জন্য কম্পিউটারের সর্ম্পকে বেসিক স্কিল থাকা দরকার। আজকে আমরা কম্পিউটার শিক্ষার সেই বিষয়গুলোর প্রতি আলোকপাত করবো, যা প্রাথমিকভাবে আপনার জানা দরকার।

কম্পিউটারের বেসিক বিষয় গুলো নিচে দেওয়া হলো –

১. টাইপিং দক্ষতা

মোবাইলে আমরা সবাই খুব সহজে টাইপ করতে পারলেও কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে একনাগাড়ে টাইপ করা কষ্টসাধ্য ব্যাপার। এটি কষ্টসাধ্য হলেও একেবারেই অসম্ভব কিন্তু নয়। সাধারণ কোন চাকরীতেও একজন কম্পিউটার অপারেটরের ইংরেজী টাইপ করার গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ পর্যন্ত চাওয়া হয়।

তাই আপনাকে অবশ্যই টাইপিং কাজে মোটামুটি দক্ষ হতে হবে। তবে শুধুমাত্র ইংরেজীই না, পাশাপাশি নিজের ভাষাও কম্পিউটার ব্যবহার করে লিখতে জানতে হবে। শুধুমাত্র চাকরীই না, নিজের অনেক ব্যক্তিগত কাজও ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে করা সম্ভব।

আপনি হয়তো অ্যাসাইনমেন্টের জন্য একজন টাইপিস্টের শরণাপন্ন হন। কিন্তু আপনি নিজেই যদি ভালোভাবে টাইপ করতে পারেন, তাহলে বাইরের কাউকে দিয়ে টাইপ করানোর প্রয়োজন হবে না। এতে করে নিজের অর্থ এবং সময়- দুটোই বাঁচবে।

ওয়ার্ড প্রসেসিং এর কিছু জনপ্রিয় সফটওয়্যার:

Microsoft Word
LibreOffice Writer
WPS Office Free Writer
FocusWriter
FreeOffice TextMaker
Writemonkey

তবে শুধু টাইপিংই শেষ কাজ নয়। টাইপ করা লেখাগুলো ফরমেটিং করে উপস্থাপনা করতেও জানতে হবে। এছাড়া সাধারণ টেক্সটের সাথে ওয়ার্ড প্রসেসিংএর অন্যান্য উপকরণগুলো মিশিয়ে এটিকে প্রফেশনাল রূপ দিতে হবে।

২. গাণিতিক সমস্যা সমাধান

যখন কেউ গাণিতিক সমস্যা কিংবা কোনো হিসাব-নিকাশের কথা বলে, তখন মাথায় আসে মাইক্রোসফট এক্সেল এর নাম। মাইক্রোসফট এক্সেল মূলত হলো একধরণের স্প্রেডশিট। সেখানে বিভিন্ন ধরণের টেবিলের মাধ্যমে কোনোকিছুর পরিসংখ্যান দেখানো হয়। যেমন: শেয়ার বাজারের সূচক, অফিসের কর্মীদের কাজে আসার সময়সূচী বা স্যালারী শীট কিংবা শিক্ষার্থীদের মার্কশিট ইত্যাদি।

এক্সেল শীট ব্যবহারের মাধ্যমে আপনি সহজ থেকে কঠিনতর গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। বেসিক এই কম্পিউটার স্কিল অর্জনের মাধ্যমে আপনি খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন। আর বর্তমান আইসিটি খাতে ডাটা এন্ট্রির মতন কাজগুলোর চাহিদা কিন্তু প্রচুর। এই কম্পিউটার স্কিলটি তাই বিভিন্ন কাজে আসতে পারে

হিসাব-নিকাশের কিছু জনপ্রিয় সফটওয়্যার:

Microsoft Office Excell
Apache OpenOffice
Zoho Sheet
LibreOffice
Bime
FreeOffice 2016
ThinkFree
Numbers For Mac

৩. প্রেজেন্টেশনে দক্ষতা

আপনি ইউনিভার্সিটিতে পড়েন অথবা কোন প্রাইভেট ফার্মে জব করেন, উভয় জায়গাতেই আপনাকে প্রেজেন্টেশনে প্রস্তুত থাকতে হবে। সাধারণত কোন একটি নির্দিষ্ট প্রজেক্টে নিযুক্ত ব্যক্তিরা প্রেজেন্টশন করে করে প্রজেক্টটি সবকিছু বুঝিয়ে বলে।
তবে এই কাজটি আগে কাগজে কলমে এঁকে করার প্রচলন থাকলেও এখন সময় বদলেছে। প্রেজেন্টেশনে আধুনিকতা আনয়নের লক্ষে এ কাজ এখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা হয়।

প্রোজেক্ট ডিসপ্লে এবং প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে দুইটি সফটওয়্যার আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে। আর তা হলো গুগল স্লাইড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই দুইটি সফটওয়্যার প্রায় একই উদ্দেশ্যে ব্যবহার করা হলেও এদের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে।

মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে রয়েছে অসংখ্য টুলস। যার মাধ্যমে খুব সহজেই আপনি প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। অপরদিকে আর গুগল স্লাইডে খুব বেশি টুল না থাকলেও চটজলদি প্রেজেন্টেশন তৈরির কাজে এটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। পাশাপাশি এটি গুগলের একটি সেবা হওয়ায় আপনি বিশ্বের যেকোন স্থান হতে এটি এক্সেস করতে পারবেন।

PowerPoint
Google Slides
Prezi
Vyond
Zoho Show
Keynote
Haiku Deck

উপরে উল্লেখিত প্রতিটি সফটওয়্যারেই রয়েছে অসংখ্য স্লাইড তৈরি করার অপশন। সেই সাথে ছবি অ্যাটাচ করা যায়, মিউজিক অ্যাড করা যায়, থিম পালটানো যায়, ফন্ট চেঞ্জ করার পাশাপাশি এর কালার ও সাইজেও পরিবর্তন আনা যায়। তাই বর্তমান সময়ে ক্যারিয়ারে অন্যদের সাথে টিকে থাকার জন্য এই কম্পিউটার স্কিলটি আপনার থাকতেই হবে!

৪. গ্রাফিক্স ডিজাইন

আপনি কি আঁকাআঁকি করতে পছন্দ করেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কম্পিউটারের বেসিক স্কিল হিসেবে আপনার গ্রাফিক্স ডিজাইন শিখে নেয়া উচিত। গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার শেখার এমন একটি অংশ যা ছাড়া আপনার কম্পিউটার জ্ঞান একেবারেই অসম্পূর্ণ।

গ্রাফিক্সের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আপনার প্রয়োজনীয় ম্যাগাজিন, ব্যানার ও পোস্টার তৈরি করতে পারেন নিমিষেই। শুধু তাই নয়, বন্ধুদের ছবিগুলো সুন্দর করে এডিট করে তাদের উপহারও দিতে পারেন। এতে করে আপনার গ্রাফিক্স চর্চা অব্যহত থাকবে এবং পরবর্তীতে আপনি এ কাজে আরো অভিজ্ঞ হয়ে উঠবেন।

গ্রাফিক ডিজাইন শেখার কিছু জনপ্রিয় সফটওয়্যার:

Sketch
Adobe Illustrator
Affinity Designer
Adobe InDesign
GIMP
Gravit Designer
Canva

উপরে উল্লেখ করা এসব সফটওয়্যার গ্রাফিক ডিজাইনের জন্য সর্বাধিক ব্যবহৃত হয়। যদিও এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে হলে আপনাকে পেমেন্ট দিতে হবে, কিন্তু আপনি এগুলো পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু সময় ফ্রিতে ব্যবহার করতে পারেন। তবে এমনি অনেক বিনামূল্যের এডিটিং সফটওয়্যার এবং টুল পাওয়া যায়, যা দিয়ে আপনি বেশ ভালোভাবেই ডিজাইন শিখতে পারবেন।

গ্রাফিক ডিজাইনে ভালো দক্ষতার্জন করলে প্রেজেন্টেশনে এই স্কিল কাজে আসবে। বিভিন্ন ইফেক্ট ও ভিডিও ক্লিপ ব্যবহারের মাধ্যমে আপনার প্রেজেন্টেশনটি হয়ে উঠবে অন্যদের কাছে সহজবোধ্য ও আলাদা। আর আপনি যদি কম্পিউটারে এডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর ব্যবহারে পারদর্শী হয়ে থাকেন,তাহলে এসব কাজের জন্য সবার আগে কিন্তু আপনাকেই ডাকা হবে!

৫. ইমেইল পাঠানো এবং গ্রহণ

আপনি একটি কম্পিউটার চালাবেন আর ইমেইল সম্পর্কে জানেন না, তা কি হয়? কম্পিউটারের অন্যতম একটি বেসিক স্কিল হচ্ছে ইমেইল সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা। আপনাকে জানতে হবে কিভাবে একটি ইমেইল লিখতে হয়, সেটিকে প্রাপকের কাছে পাঠাতে হয় এবং গ্রহণ করতে হয়।

২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বজুরে প্রায় ৪ মিলিয়ন ইমেইল ব্যবহারকারী রয়েছে, যা ২০২৫ সালে ৪.৫ মিলিয়নে পৌঁছাবে। সুতরাং বোঝাই যাচ্ছে, ইমেইলের ব্যবহার জানা কতটা গুরত্বপূর্ণ। তাই ইমেইলের যাবতীয় সব ব্যবহার জানা অতীব জরুরী।

নিচের প্রতিষ্ঠানগুলো বিশ্বজুরে বিনামূল্যে ইমেইল সেবা দিয়ে থাকে:

Gmail
AOL
Outlook
Zoho
com
Yahoo! Mail
ProtonMail
iCloud Mail

৬. সোশ্যাল নেটওয়ার্কিং

সোশ্যাল মিডিয়া সাইটগুলো হলো নেটওয়ার্কিংয়ের সবচেয়ে কার্যকরী জায়গা। কারণ এইসব সাইটগুলোতে আমরা নানা ধরণের ও পেশার মানুষের সাথে পরিচিত হই। এইসব মানুষেরা আমাদের পরবর্তীতে নানান উপকারে আসতে পারেন।
তবে সোশ্যাল নেটওয়ার্কিং স্কিলসের মধ্যে আপনি কীভাবে কার সাথে কথা বলবেন, নেগেটিভিটি কীভাবে এড়িয়ে চলবেন- এগুলোও অন্তর্ভুক্ত।

সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং অ্যাপগুলো মানুষের চেয়েও বেশি এক্টিভ থাকে! তবে এগুলো ব্যবহার করতে চাইলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। তাই শিক্ষার্থীরা প্রায় সবাই এগুলো ব্যবহার করে থাকে।

পড়াশোনা ছাড়া শিক্ষার্থীদের তেমন একটা কাজ থাকে না। তাই তারা সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটায় এবং ধীরে ধীরে তারা এর প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহারের স্কিল এবং মেথডগুলো জানা জরুরি।

৭. বেসিক কম্পিউটার হার্ডওয়্যার

কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের কাজ শেখা শেষ হলে আপনার উচিত হবে এর বাহ্যিক দিকে মনোযোগ দেয়া। কম্পিউটারের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে তা বুঝতে পারা এবং ঠিক করার উপায় জানা জরুরি। যদিও বেসিক অবস্থায় কম্পিউটার হার্ডওয়্যারের সকল সমস্যার সমাধান আপনার পক্ষে সম্ভব হবে না।

আপনার জানা উচিত পিসি কীভাবে পরিষ্কার এবং ভাইরাসমুক্ত রাখা যায়। র‍্যাম, হার্ডডিস্ক, বেসিক ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কেও ভালো ধারণা রাখা প্রয়োজন। এসব টুকটাক কাজ নিজের জানা থাকলে সাধারণ কোন সমস্যার জন্য সার্ভিসিং সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। বরং আপনি নিজেই বসের মত এগুলো ঠিক করতে পারবেন।

অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ-জ্ঞানবিশ্ববিদ‌্যালয় ভর্তি কিংবা চাকরীর পরীক্ষায় অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান এর প্রশ্ন আসে। বিশেষ করে অর্থনীতি বিষয় নিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অর্থনীতির গুরুত্বপূর্ণ অনেক ধারণা রাখা উচিত। আজ কোর্সটিকায় আমরা অর্থনীতি বিষয়ক এমন কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করবো, যেগুলো ভর্তি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা চাকরীর পরীক্ষা; সব জায়গাতেই প্রয়োজন হবে।

অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো-

১. কে অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক এ দুটি অংশে বিভক্ত করেন?
উত্তর: রাগনার ফ্রেশ, ১৯৩৩ সালে

২. আধুনিক যুগে অর্থনীতিকে পৃথক কয়টি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়?
উত্তর: দুটি, যথা- ক) ব্যষ্টিক খ) সামষ্টিক

৩. প্রাপ্তির দিক দিয়ে দ্রব্য কত প্রকার?
উত্তর: দু’প্রকার। যথা- ১) অবাধ দ্রব্য ২) অর্থনৈতিক দ্রব্য

৪. আর্থিক আয় কাকে বলে?
উত্তর: শ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রাপ্ত হয়।

৫. প্রকৃত আয় কি?
উত্তর: আর্থিক আয়ের বিনিময়ের যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা ক্রয় করা যায়।

৬. অর্থনীতিতে ভোগ কি?
উত্তর: অভাব পূরণের উদ্দেশ্যে ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ নি:শেষ করা।

৭. সঞ্চয় কাকে বলে?
উত্তর: যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতে ভোগের জন্য রেখে দেওয়া হয়।

৮. কোন দ্রব্যের বিনিময় মূল্য নির্ভর করে
উত্তর: চাহিদা ও যোগানের উপরে।

৯. সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কি?
উত্তর: ঘনিষ্ট সম্পর্ক।

১০. কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে?
উত্তর: উপযোগ

১১. অভাব কি ?
উত্তর: মানুষের সকল অর্থনৈতিক কার্যাবলীর উৎস হল অভাব।

১২. অভাব কত প্রকার?
উত্তর: ৩ প্রকার। যথা- ১) প্রয়োজনীয় ২) আরামপ্রদ ৩) বিলাসজাত

১৩. মানুষের প্রয়োজনীয় অভাব কত প্রকার ও কি কি?
উত্তর: ৩ প্রকার। যথা: ১) জীবন ধারনের জন্য প্রয়োজন ২) দক্ষতার জন্য প্রয়োজন ৩) অভ্যাসজনিত প্রয়োজন

১৪. ভোগ ক্রিয়ার ভিত্তিতে বিলাস দ্রব্য কত প্রকার?
উত্তর: দুই প্রকার। যথা: ১) ক্ষতিকারক বিলাস দ্রব্য ২) ক্ষতিহীন বিলাস দ্রব্য

১৫. অভাবের বৈশিষ্ট্য প্রধানত কয়টি?
উত্তর: ৪টি। ১) অভাব অসীম ২) বিশেষ অভাব সসীম ৩) অভাব পরস্পর পরিপূরক ৪) অভাব পরস্পরের বিকল্প

১৬. কোন দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে?
উত্তর: উপযোগ।

১৭. অতিরিক্ত এক একক ভোগ করার ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে কি বলে?
উত্তর: প্রান্তিক উপযোগ।

১৮. প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কি হবে?
উত্তর: ক্রমান্বয়ে বাড়তে থাকবে।

১৯. প্রান্তিক উপযোগ ঋনাত্বক হলে
উত্তর: মোট উপযোগ কমবে।

২০. প্রান্তিক উপযোগ রেখাটি ডানদিকে নিম্নগামী হয় কেন?
উত্তর: ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে।

২১. চাহিদার তিনটি বৈশিষ্ট্য সম্পন্ন আকাঙ্খাকে কি বলে?
উত্তর: সক্রিয় চাহিদা।

২২. দামের সাথে চাহিদার নির্ভরশীলতাকে কি বলে?
উত্তর: চাহিদা বিধি।

২৩. চাহিদা সূচি কত প্রকার?
উত্তর: ২ প্রকার। যথা: ১) ব্যক্তিগত চাহিদা সূচি ২) বাজার চাহিদা সূচি

২৪. চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী কেন?
উত্তর: দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্কের কারণে

২৫. চাহিদা সূচি ও চাহিদা রেখা কি প্রকাশ করে?
উত্তর: চাহিদা বিধি

২৬. নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে, তাকে কি বলে?
উত্তর: যোগান।

২৭. যোগানের সাথে সরাসরি সম্পর্ক কিসের?
উত্তর: দামের।

২৮. বিক্রেতা যে দামে দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে, তাকে কি বলে?
উত্তর: যোগান দাম।

২৯. যে বিধির সাহায্যে দ্রব্যের দাম ও যোগানের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে কি বলে?
উত্তর: যোগান বিধি।

৩০. এককের অধিক স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কিরূপ?
উত্তর: দাম অংক ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী।

৩১. এককের কম স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কিরুপ?
উত্তর: ভুমি অংকে ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী।

৩২. আধুনিক অর্থ ব্যবস্থার প্রাণ কেন্দ্র কি?
উত্তর: বাজার

৩৩. যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে তাকে কোন ধরনের বাজার বলে?
উত্তর: মনোপলি বাজার

৩৪. যে বাজারে দুইজন মাত্র ক্রেতা থাকে তাকে কোন ধরনের বাজার বলে?
উত্তর: ডুয়োপলি বাজার

৩৫. যে বাজারে একমাত্র বিক্রেতা থাকে তাকে কোন ধরনের বাজার বলে?
উত্তর: একচেটিয়া

৩৬. সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয় কত প্রকার?
উত্তর: দুই প্রকার। যথা: ১) স্বল্পকালীন উৎপাদন ব্যয় ২) দীর্ঘকালীন উৎপাদন ব্যয়

৩৭. কোন দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে মোট খরচ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে কি বলে?
উত্তর: প্রান্তিক ব্যয়

৩৮. উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে ব্যয়েরও পরিবর্তন হলে, তাকে কি বলে?
উত্তর: পরিবর্তনীয় ব্যয় (VC)

৩৯. উৎপাদন শূন্য হলে পরিবর্তনীয় ব্যয় কি হবে?
উত্তর: শূন্য

৪০. উৎপাদন কাজে স্থির উপকরণের জন্য যে খরচ হয় তাকে কি বলে?
উত্তর: স্থির ব্যয়

৪১. কোন স্তরের পর উৎপাদন বাড়ানো হলে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় বাড়ে?
উত্তর: কাম্য স্তরের পর।

৪২. উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তাকে কি বলে?
উত্তর: আয়

৪৩. আয় কত প্রকার?
উত্তর: তিন প্রকার। যথা: ১) মোট আয় ২) প্রান্তিক আয় ৩) গড় আয়

৪৪. উৎপাদিত দ্রব্যের সবই বিক্রয় করে যে অর্থ পাওয়া যায় তাকে কি বলে?
উত্তর: মোট আয়

৪৫. কোন দ্রব্যের বিনিময় মূল্যকে টাকার অংকে প্রকাশ করলে তাকে কি বলে?
উত্তর: দাম

৪৬. সময়ের ভিত্তিতে দামকে কয়ভাবে প্রকাশ করা যায়?
উত্তর: তিন ভাবে। যথা: ১) বাজার দাম ২) স্বল্পকালীন ভারসাম্য দাম ৩) দীর্ঘকালীন ভারসাম্য দাম।

৪৭. চাহিদা ও যোগানের দীর্ঘকালীন প্রভাবে যে দাম নির্ধারিত হয় তাকে কি বলে?
উত্তর: স্বাভাবিক দাম।

৪৮. একচেটিয়া কারবারের উদ্দেশ্য কি?
উত্তর: অধিক মুনাফা অর্জন।

৪৯. অধিক মুনাফা কখন অর্জন করা সম্ভব?
উত্তর: ভারসাম্য উপনিত হলে।

৫০. সমাজতন্ত্রে কিসের উপর নির্ভর করে দাম নির্ধারণ করা ‘হয়?
উত্তর: যোগান খরচ।

৫১. কোন ধরণের অর্থনীতিতে স্বল্পসময়ে উন্নতির চুড়ান্ত শিখরে পৌছাতে পারে?
উত্তর: সমাজতান্ত্রিক।

৫২. বাংলাদেশে উৎপাদিত ফসলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: দুই ভাগে।

৫৩ বাংলাদেশের প্রধান দুটি খাদ্য শস্যের নাম কি?
উত্তর: চাউল, গম।

৫৪. উৎপাদনের কয়টি খাত রয়েছে ও কি কি?
উত্তর: ৩টি। যথা: ১. প্রাথমিক খাত ২. মধ্যবর্তী খাত ৩. টারসিয়ারী খাত

৫৫. টারসিয়ারী খাতে উৎপাদিত সেবাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
উত্তর: ২ ভাগে। যথা: ১. বাণিজ্যিক সেবা ২. প্রত্যক্ষ বা ব্যক্তিগত সেব

৫৬. অর্থনীতিতে উৎপাদন বলতে কি বুঝায়?
উত্তর: উপযোগ সৃষ্টি করাকে।

৫৭. “যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বুঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বুঝায়”- কার উক্তি?
উত্তর: Fraser.

৫৮. “বিক্রির জন্য দ্রব্য সামগ্রীর উৎপাদন এবং মূল্যের বিনিময়ে যে সেবাকার্য প্রদান করা হয় তাকে উৎপাদন বলে।”- উক্তিটি কার?
উত্তর: কেয়ার্নক্রসের।

৫৯. উপযোগ কত প্রকার ও কি কি?
উত্তর: ৪ প্রকার। যথা: ১. রূপগত উপযোগ ২. স্থানগত উপযোগ ৩. সময়গত উপযোগ ৪. সেবাগত উপযোগ

৬০. উৎপাদনের উপকরণ সমূহ কত প্রকার?
উত্তর: ৪ প্রকার। যথাঃ ১. ভূমি ২. শ্রম ৩. মূলধন ৪. সংগঠন

৬১. উৎপাদনের কোন উপাদান স্থানান্তরযোগ্য নয়?
উত্তর: ভূমি।

৬২. প্রকৃতির দান যাহা মানুষ সৃষ্টি করতে পারে না তাকে কি বলে?
উত্তর: ভূমি।

৬৩. একটি নির্দিষ্ট পরিমাণ ভূমি যে পরিমাণ উৎপাদনে সক্ষম, তাকে কি বলে?
উত্তর: ভূমির উৎপাদন ক্ষমতা।

৬৪. কোন নির্দিষ্ট ভূমিতে শ্রম ও মূলধন নিয়োগ করলে কি হয়?
উত্তর: প্রান্তিক ও গড় উৎপাদন ক্রমশঃ হ্রাস পেতে থাকে।

৬৫. প্রান্তিক উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝায়?
উত্তর: প্রান্তিক আয় উৎপাদন এবং প্রান্তিক দ্রব্য উৎপাদন।

৬৬. “শ্রমিক তার শ্রম বিক্রয় করে মাত্র, নিজেকে বিক্রয় করে না।” উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক মার্শাল।

৬৭. উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রমের ব্যাপারে কয়টি ধারণা রয়েছে?
উত্তর: তিনটি। যথা ১. ফিজিও ক্রাটিক ধারণা ২. ক্ল্যাসিক্যাল ধারণা ৩. আধুনিক ধারণা

৬৯. অর্থনীতির উপর লিখিত কয়টি মতবাদ উল্লেখযোগ্য?
উত্তর: ২টি। যথাঃ ১. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ২. কাম্য জনসংখ্যা তত্ত্ব

৭০. “Man multiply like mice nin a barn”- উক্তিটি কার?
উত্তর: ক্যানটিলনের।

৭১. “ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব” কোন গ্রন্থে কত সালে প্রকাশিত হয়?
উত্তর: “Essay on the principle of population” নামক গ্রন্থে ১৭৯৮ সালে।

৭২. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে কি উপেক্ষিত হয়েছে?
উত্তর: জনসংখ্যার গুনগতদিক

৭৩. জনসংখ্যার আধুনিক তত্ত্ব কি নামে পরিচিত?
উত্তর: কাম্য জনসংখ্যা তত্ত্ব।

৭৪. জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা কারা?
উত্তর: ক্যানান, মিউজিক, কার ম্যান্ডর্স প্রমুখ অর্থনীতিবদি।

৭৫. শ্রমের দক্ষতা কি?
উত্তর: শ্রমের উপাদান ক্ষমতা।

৭৬. শ্রমের গতিশীলতা কত প্রকার?
উত্তর: চার প্রকার। যথাঃ ১. ভৌগোলিক ২. পেশাগত ৩. শিল্পগত ৪. স্তরগত

৭৭. ‘সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফল হচ্ছে মূলধন’ – কার উক্তি?
উত্তর: অর্থনীতিবিদ উহকসেল।

৭৮. ‘মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান’- কার উক্তি?
উত্তর: বমবওয়ার্ক

৭৯. মালিকানার ভিত্তিতে মূলধন কত প্রকার?
উত্তর: দুই প্রকার। ১. ব্যক্তিগত ২. জাতীয়

৮০. কার্যকালের ভিত্তিতে মূলধন কত প্রকার?
উত্তর: দুই প্রকার। ১. স্থায়ী মূলধন ২. চলতি মূলধন

৮১. ব্যবহারের তারতম্যের ভিত্তিতে মূলধন কত প্রকার?
উত্তর: দুই প্রকার। যথাঃ ১. ভোগ্য মূলধন ২. উৎপাদক মূলধন

৮২. মূলধন গঠনের স্তর কয়টি?
উত্তর: তিনটি। ১. সঞ্চয় সৃষ্টি ২. সঞ্চয়ক বিনিয়োগ তহবিল ৩. সঞ্চিত অর্থ দ্বারা মূলধন দ্রব্য সংগ্রহ।

৮৩. ধনতন্ত্রে মূলধন সৃষ্টি কয়টি উদ্যোগ হয়ে থাকে?
উত্তর: দুইটি। যথাঃ ১. বেসরকারী উদ্যেগ ২. সরকারী উদ্যেগ

৮৪. অতিভোগ স্তর বা অর্থনীতির চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া কখন সম্ভব?
উত্তর: মূলধনের যথাযথ প্রয়োগ ও ব্যবহার করার পর।

৮৫. মূলধন গঠন কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: তিনটি। যথাঃ ১. সঞ্চয়ের সামর্থ্য ২. সঞ্চয়ের ইচ্ছা ৩. বিনিয়োগের সুযোগ

৮৬. মূলধনের অন্যতম রূপ?
উত্তর: অর্থ।

৮৭. পুঁজিবাদী সমাজের মূলধন গঠনের প্রক্রিয়া কয়টি ও কি কি?
উত্তর: ৩টি। ১. আর্থিক সঞ্চয়ের সৃষ্টি ২. আর্থিক সঞ্চয় সৃষ্টি ৩. আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর

৮৮. ব্যবসায়ের অতি প্রাচীনতম রূপ কি?
উত্তর: এক মালিকানা কারবার।

৮৯. অংশীদারী কারবারে কতজন ব্যক্তি কারবারের সদস্য হতে পারে?
উত্তর: ন্যূনতম ২ জন এক সর্বাধিক ২০ জন।

৯০. যৌথ মূলধনী কারবার কত শতাব্দীতে চালু হয়?
উত্তর: ১৭তম শতাব্দীতে।

৯১. কোন দেশে প্রথম যৌথমূলধনী কারবার চালু হয়?
উত্তর: ইংল্যান্ডে।

৯২. বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কয়টি ও কোথায় অবস্থিত?
উত্তর: ২টি। ঢাকা ও চট্টগ্রামে।

৯৩. ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৪ সালে।

৯৪. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে কার্যক্রম শুরু করে?
উত্তর: ১৯৯৫ সালের ১০ অক্টোবর।

৯৫. উৎপাদনের সর্বশেষ উপাদান কোনটি?
উত্তর: সংগঠন।

৯৬. মিশ্র অর্থনীতিতে সংগঠনের দায়িত্ব পালন করে কে?
উত্তর: জনসাধারণ ও সরকার।

৯৭. ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয়কে কি বলে?
উত্তর:সংগঠন।

৯৮. সংগঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কি?
উত্তর: ঝুঁকি বহন।

৯৯. “শ্রম বিভাগ বাজারের আয়তন দ্বারা সীমাবদ্ধ” কার উক্তি?
উত্তর: এ্যাডাম স্মিথ।

১০০. মুসলমানদের হজ্বকে কেন্দ্র করে পবিত্র মক্কা নগরীতে কি কি শিল্প গড়ে উঠেছে?
উত্তর: পোশাক, জায়নামাজ, তসবীহ ইত্যাদি শিল্প।

আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিকযেকোন চাকরীর পরীক্ষা এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণ জ্ঞান বলতে মূলত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীকে বোঝায়। তাই বেশি বেশি এসব গুরুত্ব দেওয়া উচিত।

আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো-

প্রশ্ন ১: ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? (২৭তম, ২৬তম)
উত্তর : ৫৪৩।

প্রশ্ন ২: Trafalgar Square-এর অবস্থান (৪৩তম, ১২তম)
উত্তর : ইংল্যান্ডে।

প্রশ্ন ৩: হারারে’র পূর্ব নাম কী? (৩১তম, ১১তম)
উত্তর : সলসব্যারী।

প্রশ্ন ৪: ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? (৩১তম, ২৪তম)
উত্তর : ভারত ও পাকিস্তান ।

প্রশ্ন ৫: ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত? (২৫তম, ২৩তম)
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন ৬: ইতিহাস বিখ্যাত ট্রয়’ নগরী কোথায়? (১৯তম, ১০ম)
উত্তর : তুরস্কে।

প্রশ্ন ৭: জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? (৩২তম, ১৯তম)
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন ৮: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? (২১তম, ১৭তম, ১৬তম)
উত্তর : ৪ এপ্রিল ১৯৪৯।

প্রশ্ন ৯: ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? (৪৩তম, ১৪তম)
উত্তর : UNIIMOG

প্রশ্ন ১০: জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? (৩৬তম, ২১তম)
উত্তর : ১৯৪৫।

প্রশ্ন ১১: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? (২৯তম, ১৯তম)
উত্তর : নিউইয়র্ক।

প্রশ্ন ১২: জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? (২৬তম, ১০ম)
উত্তর : ট্রিগভেলি।

প্রশ্ন ১৩: জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? (৪৩তম, ৪০তম)
উত্তর : ১৭।

প্রশ্ন ১৪: ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায়? (২২তম, ১০ম)
উত্তর : জেদ্দা।

প্রশ্ন ১৫: জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? (২৫তম, ১৭তম)
উত্তর : বেলগ্রেড

প্রশ্ন ১৬: NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত? (৩৬তম, ২২তম)
উত্তর : ১২০।

প্রশ্ন ১৭: ইউরো মুদ্রা কখন চালু হয়? (২৬তম, ২০তম)
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯।

প্রশ্ন ১৮: আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর (৩৬তম, ৩২তম)
উত্তর : জেনেভা।

প্রশ্ন ১৯: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়? (৪৩তম, ২৬তম)
উত্তর : জার্মানি।

প্রশ্ন ২০: বিশ্ব মানবাধিকার দিবস- (৪৩তম, ৩০তম, ২৬তম, ১১তম)
উত্তর : ১০ ডিসেম্বর।

প্রশ্ন ২১: কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? (৩০তম, ২৬তম)
উত্তর : ৫ জুন।

প্রশ্ন ২২: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? (৩৪তম, ২৪তম)
উত্তর : লন্ডন ।

প্রশ্ন ২৩: World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? (৪৩তম, ৩৭তম)
উত্তর : World Bank।

প্রশ্ন ২৪: কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? (১৪তম, ১৩তম)
উত্তর : ১৯৬৬ সালে ।

প্রশ্ন ২৫: সার্কের সদর দপ্তর কোথায়? (৩৮তম, ২৯তম)
উত্তর : কাঠমান্ডু।

প্রশ্ন ২৬: সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিতহয়? (৩৬তম, ২২তম, ২০তম)
উত্তর : ১৯৮৫ সালে; ঢাকায় ।

প্রশ্ন ২৭: পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? (২৫তম, ২৩তম)
উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন ২৮: ‘শাহনামা’-এর লেখক কে? (২৬তম, ১৮তম)
উত্তর : কবি ফেরদৌসী।

প্রশ্ন ২৯: The Lady with the Lamp’ নামে পরিচিত (৪৩তম, ৩৪তম)
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

প্রশ্ন ৩০: মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম (৪৩তম)
উত্তর : ন্যাশনাল ইউনিটি সরকার।

প্রশ্ন ৩১: কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? (৪৩তম)
উত্তর : কম্বোডিয়া।

প্রশ্ন ৩২: জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
উত্তর : এডেন উপসাগরের পাশে।

প্রশ্ন ৩৩: কোন চুক্তির মাধ্যমে ইউরোপের “Thirty years’ war”-এর সমাপ্তি ঘটে? (৪২তম)
উত্তর : ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি, ১৬৪৮।

প্রশ্ন ৩৪: মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় (৪২তম)
উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

প্রশ্ন ৩৫: আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস-এর উন্মেষ ঘটে কোন দেশ হতে? (৪২তম)
উত্তর : চীন।

প্রশ্ন ৩৬: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? (৪১তম)
উত্তর : ১৯৯১।

প্রশ্ন ৩৭: কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? (৪১তম)
উত্তর : তুরস্ক।

প্রশ্ন ৩৮: ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে? (৪০তম)
উত্তর : অমর্ত্য সেন।

প্রশ্ন ৩৯: এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি ? (৪১তম)
উত্তর : বাবেল মান্দেব প্রণালি।

প্রশ্ন ৪০: নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? (৪১তম)
উত্তর : ভিয়েতনাম ।

প্রশ্ন ৪১: ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? (৩৮তম)
উত্তর : মন্ট্রিল প্রটোকল ।

প্রশ্ন ৪২: সলোমন দ্বীপপুঞ্জে কোন মহাসাগরে অবস্থিত? (৩৭তম)
উত্তর : প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন ৪৩: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে (৩৭তম)
উত্তর : IPCC

প্রশ্ন ৪৪: ‘Law of the Sea Convention’ অনুযায়ী, উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য? (৩৭তম)
উত্তর : ২০০ নটিক্যাল মাইল ।

প্রশ্ন ৪৫: প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল (৩৫তম)
উত্তর : ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন ।

প্রশ্ন ৪৬: ‘গ্লাসনস্ত নীতি’ কোন দেশে চালু হয়েছিল? (৩৫তম)
উত্তর : সাবেক সোভিয়েত ইউনিয়ন।

প্রশ্ন ৪৭: ‘উইঘুর’ হলো— (৩৫তম)
উত্তর : চীনের একটি সম্প্রদায়ের নাম।

প্রশ্ন ৪৮: ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা? (৩৫তম)
উত্তর : বাংলাদেশ-মিয়ানমার।

প্রশ্ন ৪৯: ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়? (৩৫তম)
উত্তর : ৪।

প্রশ্ন ৫০: আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? (৩৪তম)
উত্তর : ভ্যাটিকান।