যেকোনো চাকরির পরীক্ষা বা BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য সাধারণের বিভিন্ন বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ করা হয়ে থাকে। “লাল নীল দীপাবলি” কবি হুমায়ুন আজাদের একটি বই এখান থেকে আজ কিছু প্রশ্ন করা হলো। যা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ।
১। বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে?
-হাজার বছরের ও বেশি সময়
২।বাংলাসাহিত্যের প্রথম বইটির নাম কী?
-চর্যাপদ
৩।কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম?
-দশম শতকের মাঝামাঝি
৪।বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষা টি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল?
-সংস্কৃত
৫।বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ/ গ্রন্থ কোনটি?
– চর্যাপদ
৬।চর্যাপদের রচনাকাল- ৯৫০-১২০০
৭।বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/সালে ঘটে?
-১৮০০ সালের পর থেকে
৮।দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল?
-পদ্যরূপে
৯। নৃ্তাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা?
-সিংহলের ভেড্ডারা
১০।‘ভারততীর্থ’ কার লেখা কবিতা?
-রবিঠাকুর
১১।বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে?
-ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য, শক
১২।মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে?
-দৌলত কাজী
১৩। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়?
– প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৪। সংস্কৃত ভাষার অপর নাম কী?
– প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৫। শব্দগুলোর পরিবর্তিত রূপ লিখুনঃ
ক) হাতচ) চাঁদ
১৬। ভাষা কী মেনে চলে?
-নিয়ম কানুন
১৭। প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়?
-পালি
১৮। প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল?
-পালি, প্রাকৃত
১৯। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন?
-পালি ভাষায়
২০। সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো?
-চর্যাপদ
২১।চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে?
-সান্ধ্য/আলো আঁধারির ভাষা
২২।প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী?
-তিনটি, প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্য যুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা
২৩।বাংলা ভাষা/সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন।
-৯৫০-১২০০; ১৩৫০-১৮০০;১৮০০-বর্তমান
২৪।‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে?
-সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল
২৫। বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে?
-জমির আল, সীমানা, বাঁধ
২৬। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল?
-ষষ্ঠ- সপ্তদশ
২৭। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন?
-গৌড়
২৮। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়?
-পুন্ড্র, গৌড়, রাঢ়
২৯। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন?
-গৌড়াধিপতি
৩০। গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ?
-বঙ্গ
৩১।পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়?
-বঙ্গ
৩২।কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়?
-১৯৪৭
৩৩।বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি?
-১২০০-১৩৫০, অন্ধকারযুগ
৩৪। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম- মঙ্গলকাব্য
৩৫। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল- বৈষ্ণব পদাবলি
৩৬। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি?
-গদ্য
৩৭।ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?
-উইলিয়াম কেরি
৩৮। রামরাম বসু কে ছিলেন?
– উইলিয়াম কেরির সহযোগী
৩৯। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?
-প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলাল
৪০। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি?
-মেঘনাদবধ কাব্য
৪১। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি?
-কৃষ্ণকুমারী
৪২। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি?
-একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
৪৩। আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে?
– মাইকেল মধুসূদন দত্ত
৪৪। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কে করেন, কোথা থেকে?
-১৯০৭, পন্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
৪৫। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বইদুটির নাম কি?
-দোহাকোষ ও ডাকার্ণব
৪৬। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজী কত সালে প্রকাশিত হয়?
-১৯১৬,১৩২৩
৪৭। চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে?
-ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৪৮।কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির?
-বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ(১৯২৬)
৪৯। চর্যাপদ কিসের সংকলন?
-কবিতা বা গানের সংকলন
৫০। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো?
-সাড়ে ছেচল্লিশটি
৫১। চর্যাপদের মোট কবি কতজন?
-২৪ জন
৫২। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িরা কাহ্নপার অন্যনাম কি?
-কৃষ্ণাচার্য
৫৩। চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন?
-রবি ঠাকুর
৫৪।১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে?
– মাইকেল মধুসূদন দত্ত
৫৫। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন?
-শবরীপা
#লাল_নীল_দীপাবলি
১।কোন শতকে মুসলমানরা বাংলায় আসে?
-তের শতক(১২০০-১২০৭)
২।মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে?
-লক্ষ্মণ সেন
৩।শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার রচনা?
-বড়ু চন্ডীদাস
৪।কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয়?
-১৯০৯
৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়?
-বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে
৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন?
-শ্রীবসন্ত্রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
৭।বাংলাভাষার প্রথম মহাকবি কে?
-বড়ু চন্ডীদাস
৮। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে?
-মঙ্গলকাব্য
৯। কত সময় ধরে মঙ্গলকাব্য রচিত হয়?
-প্রায় পাঁচশো বছর
১০।মনসামঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।
-হরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্রদাস,
১১। চন্ডীমঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।
-মাণিক দত্ত, দ্বিজ মাধব, মকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর
১২।ধর্ম মঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।
-ময়ুরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম,
১৩।মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি?
-সুধীন্দ্রনাথ দত্ত
১৪। চন্ডীমঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে?
– ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম চক্রব্রর্তী
১৫। মনসা মঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে?
-বিজয়গুপ্ত, বংশীদাস
১৬।কালকেতু-ফুল্লরা কিসের কাহিনী?
-চন্ডীমঙ্গল
১৭।ধনপতি লহনা কিসের কাহিনী?
– চন্ডীমঙ্গল
১৮। কালকেতু-ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল?
-নীলাম্বর, ছায়া
১৯। স্বর্ণগোধিকা কি?
-গুইসাপ
২০। স্বর্ণগোধিকার বেশে কে মর্ত্যে আসে?
-দেবীচন্ডী
২১। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে?
-চাঁদসওদাগর
২২। সনকা কার স্ত্রী?
-চাঁদসওদাগর
২৩।সনকা কার পূজা করত?
-দেবীচন্ডী
২৪।চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন?
-১২ বছর
২৫।লখিন্দর কার পুত্র , কার স্বামী ছিলেন?
–চাঁদসওদাগর – সনকা, বেহুলা
২৬।বেহুলার বাড়ি কই ছিল?
-উজানিনগর
২৭।স্বর্গের ধোপানীর নাম কি?
-নেতা
২৮।কবিকঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন?
– মকুন্দরাম চক্রবর্তী, সিলিম্বাজ শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামে
২৯।মধ্যযুগের নির্বিকার, নিরাবেগ কবি কে ছিলেন?
– মকুন্দরাম চক্রবর্তী
৩০।মুরারি শীল, ভাড়ুদত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র?
-চন্ডীমঙ্গল
লাল নীল দীপাবলী থেকে গুরুত্বপূর্ণ ৬৩টি প্রশ্ন- উত্তর
১. দেবী অন্নদা কার খেয়ানৌকায় নদী পার হয়?
-ঈশ্বরী পাটনি
২।“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা?
– ঈশ্বরী পাটনি
৩।“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এটি কার রচনা?
-ভারত চন্দ্র রায়গুণাকর
৪।ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন?
-বর্ধমানের(বর্তমানের হাওড়া) পেঁড়োবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে, ( আনু্মানিক ১৭১২ )
৫। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?
-নবদ্বীপ
৬।ভারতচন্দ্রকে ‘রায়গুনাকর’ উপাধি দেন কে?
– নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
৭। ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা দুশো বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে?
-বিদ্যাসউন্দর
৮। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি?
-৩টি, অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ-মান্সিং কাহিনী
৯।“মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন” / “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়” কার রচিত?
– ভারতচন্দ্র রায়গুণাকর
১০।শ্রীচৈতন্যদেবের জীবনকাল লিখুন।
-১৪৮৬-১৫৩৩
১১। শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?
-বৈষ্ণব ধর্ম
১২।বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন।
-বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস
১৩।মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত?
-ধর্ম
১৪।রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক?
-মানবাত্মা, পরমাত্মা
১৫।বৈষ্ণবদের মতে রস কত প্রকার, কি কি?
-পাঁচ। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর
১৬।রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহন করতেন?
-বৈষ্ণব কবি
১৭।মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন?
-ব্রজবুলি
১৮। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি?
-ভা্নুসিংহের পদাবলী
১৯।বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন?
-রাজা শিবসিংহের রাজধানী মিথিলা
২০।বিদ্যাপতির কি কি উপাধি ছিল?
-কবিকণ্ঠহার, মৈথিলি কোকিল, অভিনব জয়দেব, নব কবি শেখর
২১।বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান?
-চন্ডীদাস
২৩।বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে?
-বিদ্যাপতি
২৪।এক অক্ষর কবিতাও না লিখে বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে?
-শ্রী চৈতন্যদেব
২৫।চৈতন্যদেবের জীবনকাল লিখুন।
-১৪৮৬-১৫৩৩(repeated)
২৬।চৈতন্যদেবের জন্মস্থান, মৃত্যুস্থান লিখুন।
-নবদ্বীপ, পুরী
২৭।চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল?
-বিশ্বম্ভর, নিমাই
২৮।চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি, কে রচনা করেন?
-চৈতন্যচরিতামৃত
২৯।সীতাচরিত কার লেখা?
-লোকনাথ দাস
৩০।জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে?
-মার্টিন লুথার
৩১।মহাভারত ও রামায়ণ কে লিখেন?
-বাল্মীকি, বেদব্যাস
৩২। মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন?
-কাশীরাম দাস, কৃত্তিবাস
৩৩। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান?
-কবীন্দ্র পরমেশ্বর
৩৪।পরাগল খানের ছেলের নাম কি?
-ছুটি খান
৩৫। মালাধরবসুর রচনা কোনটি?
-শ্রীকৃষ্ণবিজয়
৩৬।শ্রীকৃষ্ণবিজয়ের অপর নাম কি?
-ভগবত
৩৭।‘পুরষ্কার’ কার কবিতা?
-রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮।কৃত্তিবাসের জন্মস্থান কোথায়?
-নদীয়ার ফুলিয়া গ্রামে
৩৯।কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন?
-১৬০২-১৬১০ এর মধ্যে
৪০।লক্ষ্মণ সেন কোন অঞ্চের রাজা ছিলেন?
-নবদ্বীপ
৪১। বাংলাভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন?
-শাহ মুহম্মদ সগীর
৪২।তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন, কোন কাব্য?
-সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ, ইউসুফ-জোলেখা
৪৩।হানিফা ও কয়রা পরী কার রচনা?
-সাবিরিদ খান
৪৪।কারা ফারসি ভাষায় ইউসুফ-জোলেখা রচনা করেন?
-ফেরদৌসি ও জামী
৪৫।লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে?
-বাহরাম খান
৪৬।রসুলবিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা?
– সাবিরিদ খান
৪৭।ষোড়শ শতকে্র মধুমালতী কার লেখা?
-মহম্মদ কবির
৪৮।নসিহতনামা কার রচনা?
-আফজল আলী
৪৯।সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন।
-নবীবংশ, শবেমিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিশনামা, জ্ঞানচৌতিশা, জ্ঞানপ্রদীপ
৫০।আব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন।
– ইউসুফ-জোলেখা, নূরনামা, কারবালা, শহরনামা
৫১।“যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী… ন জানি” কোন কাব্যের অন্তর্গত?
-নূরনামা
৫২।আরাকান রাজ্যের সভাকবি কারা?
-আলাওল, মাগন ঠাকুর, কাজি দৌলত
৫৩। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে?
– আলাওল
৫৪। কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন?
– আলাওল
৫৫। কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি?
-চন্দ্রাবতী
৫৬।আলাওল কোন দশকের কবি?
-সপ্তদশ
৫৭।আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি?
-পদ্মাবতী
৫৮।মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন?
– পদ্মাবতী
৫৯।সেকান্দর নামা ও হপ্তপয়করের মূল লেখক কে?
-কবি নিজামী
৬০।প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? তার কাব্যের নাম কি?
-মালিক মুহম্মদ জায়সি
৬১। মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন?
-কবিকণ্ঠহার
৬২।সংস্কৃত ভাষায় রচিত ‘পুরুষপরীক্ষা’ কার রচনা?
-বিদ্যাপতি
৬৩।চৈতন্যচরিতামৃত কার লেখা?
-কৃষ্ণদাস কবিরাজ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ৫০ টি প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। বিভিন্ন একাডেমিক কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। মহান মুক্তিযুদ্ধের খুঁটিনাটি অনেক তথ্যই আমাদের অজানা। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে হলে মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর জানা জরুরি। লেখাটি ভালো লাগলে বা আপনার কোন উপকারে আসলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
১. ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটির সুরকার কে?
উত্তর : আনােয়ার পারভেজ।
২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ‘চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল।
৩. ‘জল্লাদের দরবার’ অনুষ্ঠানে ‘কেল্লা ফতে খান’ বলতে কাকে বােঝানাে হতাে?
উত্তর : ইয়াহিয়া খান।
৪. কলকাতার কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যালয় স্থাপিত হয়?
উত্তর : বালিগঞ্জ সার্কুলার রােডের ৫৭/৮ নম্বর দোতলা বাড়ি।
৫. মুজিবনগর (প্রবাসী) সরকারের অস্থায়ী সচিবালয় ছিল কোথায়?
উত্তর : কলকাতার ৮ নম্বর থিয়েটার রােড।
৬. মুজিবনগর সরকারের মােট মন্ত্রণালয় ও বিভাগ ছিল কতটি?
উত্তর : ১৫টি।
৭. মুজিবনগর সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও শ্রম বিভাগের দায়িত্বে ছিলেন কে?
উত্তর : তাজউদ্দীন আহমদ।
৮. মুজিবনগর সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব কারও ওপর ন্যস্ত হয়নি, সেসব বিষয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।
৯. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার মােট সদস্য ছিলেন কতজন?
উত্তর : ৬ জন।
১০. মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কে?
উত্তর : এ এইচ এম কামারুজ্জামান।
আরো পড়ুন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র
১১. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডাে বাহিনীর প্রথম অভিযান অপারেশন জ্যাকপট কবে পরিচালিত হয়?
উত্তর : ১৫ ও ১৬ আগষ্ট ১৯৭১।
১২. পাকিস্তানি বাহিনীর ওপর আকাশপথে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম সফল অভিযানের নাম কী?
উত্তর : অপারেশন কিলাে ফ্লাইট।
১৩. বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক অপারেশন কিলাে ফ্লাইট কবে, কোথায় পরিচালিত হয়?
উত্তর : ৩ ডিসেম্বর ১৯৭১, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে।
১৪. আয়তনে সবচেয়ে বড় সেক্টর ছিল কোনটি?
উত্তর : ১ নম্বর সেক্টর।
১৫. মুক্তিযুদ্ধে স্বতন্ত্র বাহিনী হিসেবে হেমায়েত বাহিনী গড়ে ওঠে কোন অঞ্চলে?
উত্তর : গােপালগঞ্জ ও বরিশাল।
১৬. মুজিব ব্যাটারি কী?
উত্তর : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গােলন্দাজ বাহিনী।
১৭. শহীদজননী জাহানারা ইমামের ছেলে শাফী ইমাম রুমী কোন বাহিনীর সদস্য ছিলেন?
উত্তর : ক্র্যাক প্লাটুন।
১৮. ক্র্যাক প্লাটুনের আক্রমণের পদ্ধতি কী ছিল?
উত্তর : হিট অ্যান্ড রান।
১৯. ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কর্তৃক ভারতীয় বিমানবাহিনীর ওপর পরিচালিত বিমান হামলার কোডনাম কী? উত্তর : অপারেশন চেঙ্গিস খান।
২০. মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর : যশাের।
২১. শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
উত্তর : ২৫ মার্চ, ১৯৭১ সালে, মধ্যরাতে।
২২.মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
উত্তর : ১১ টি।
২৩.কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না ?
উত্তর : ১০ নং সেক্টর।
২৪. স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উত্তর : ৭ জন।
২৫. কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
২৬ .কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
২৭. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
২৮. প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
২৯ .প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
উত্তর : ২ ই মার্চ, ১৯৭১।
৩০ .বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তর : আ স ম আব্দুর রব।
৩১. কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর : ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
৩২.চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
উত্তর : ২৬ মার্চ, ১৯৭১।
৩৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
উত্তর : চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
৩৪. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
৩৫.মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর : ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
৩৬. শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উত্তর : ১০ জানুয়ারী ১৯৭২।
৩৭.এ দেশের মাটি চাই, মানুষ নয়। এ উক্তি কার?
উত্তর : জেনারেল ইয়াহিয়া খান।
৩৮. সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
৩৯. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
৪০.বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
৪১ .বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
৪২.বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ৬ জন।
৪৩. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে।
৪৪ .মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর : বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
৪৫.কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
৪৬. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার অভিযানের কোডনাম কী ছিল?
উত্তর : অপারেশন বিগবার্ড।
৪৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত হিসেবে প্রচারিত হতাে কোন গান?
উত্তর : জয় বাংলা, বাংলার জয়।
৪৮. ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটির গীতিকার কে?
উত্তর : গাজী মাজহারুল আনােয়ার।
৪৯. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হতাে কী নামে?
উত্তর : বজ্রকণ্ঠ।
৫০. অপারেশন সার্চলাইটের পূর্বনাম কী?
উত্তর : অপারেশন ব্লিজ।