• Home
  • চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

Tag Archive

Tag Archives for " চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন "

চাকরির জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন

 

চাকরির জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞানযেকোন চাকরীর পরীক্ষা এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে। চাকরির জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান, যা বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের জেনে রাখা উচিৎ। এই গুরুত্বপূর্ন তথ্য গুলো নিজের সংগ্রহে রেখে দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরীর পরীক্ষায় বিভিন্ন বিষয় সম্পর্কিত প্রশ্ন করা হয়ে থাকে। আর তাই পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কিত সাধারণ জ্ঞানের অংশ হিসেবে আমাদের এ ইতিহাসগুলো জানা দরকার। এই প্রশ্ন গুলো অনেক বার অনেক চাকরির পরীক্ষায় এসেছিল সেখান থেকে নেওয়া হয়েছে।

চাকরির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলোঃ

১. জাতীয় শোক দিবসের তারিখ ও মাস কি ?

উত্তর : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস।

২. ঐতিহাসিক ভাষণ দিবস কত তারিখে ?

উত্তর : ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস।

৩. বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি ?

উত্তর : বাংলাদেশের বৃহত্তম পাহাড় ‘গারো পাহাড়’।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : ১ জুলাই ১৯২১।

৫. গ্রিন হাউস গ্যাস নিঃসরনের শীর্ষ দেশ কোনটি ?

উত্তর : গ্রিন হাউস গ্যাস নিঃসরনের শীষ দেশ ‘চীন’।

৬. ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ?

উত্তর : ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।

৭. বাংলাদেশের নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে ?

উত্তর : রুমানা আহমেদ ওয়ানডে অধিনায়ক। টি-টোয়েন্টি ম্যাচে সালমা খাতুন।

৮. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?

উত্তর : হামিদুর রহমান।

৯. ফেসবুজ এর নির্মাতা কে ?

উত্তর : মার্ক জাকারবার্গ।

১০. শিল্পাচার্র্য বলতে কাকে বুঝায় ?

উত্তর : শিল্পাচার্য বলতে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী জয়নুল আবেদীনকে বোঝানো হয়েছে।

১১. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?

উত্তর : ‘মহেশখালী’ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। দ্বীপটির চারপাশে সমুদ্র মাঝখানে পাহাড় আর সমতল ভূমি এবং আয়তন ৩৬২.১৮ বর্গ কিলোমিটার।

১২. পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের প্রথম দাবি কে করেছিলেন ?

উত্তর : পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত (২৩ ফেব্রুয়ারী ১৯৪৮)।

১৩. শহীদ জননী নামে পরিচিত কে ?

উত্তর : জাহানারা ইমাম ‘শহীদ জননী’ নামে পরিচিত। একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম শহিদ হওয়ার সূত্রেই তিনি ‘শহীদ জননী’র মর্যাদায় ভূষিত হন।

১৪. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?

উত্তর : বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘তাজিংডং’। যার অপর নাম ‘বিজয়’ এবং এর উচ্চতা ১২৩১ মি. বা ৪০৩৯ ফুট। ১০৫৬ মিটার। এটি বান্দরবানের রুমায় অবস্থিত। কিউক্রাডাং দ্বিতীয়।

১৫. বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে ?

উত্তর : সাবেক সচিব কে.এম নূরুল হুদা।

১৬. বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের নাম কি ?

উত্তর : এয়ার মার্শাল মাসিহুজ্জামান।

১৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?

উত্তর : কামরুল হাসান।

১৮. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?

উত্তর : ৩টি।

১৯. পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে এ বিভক্ত ?

উত্তর : তুরক্ত।

২০. কোন মুসলিম দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি ?

উত্তর : ইন্দোনেশিয়া।

২১. ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি ?

উত্তর : কাতার।

২২. কম্পিউটারের অপরিহার্য সফটওয়্যার কি ?

উত্তর : উইন্ডোজ।

২৩. DOS কি ?

উত্তর: অপারেটিং সিস্টেম।

২৪. কম্পিউটার মস্তিস্ক বলা হয় কাকে ?

উত্তর : হার্ড ডিস্ক।

২৫. কি-বোর্ডে কতটি ফাংশন কি আছে ?

উত্তর : ১২টি।

২৬. মডেম কি ?

উত্তর : মডেম ইনপুট ও আউটপুট ডিভাইজ।

২৭. কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইজ কে কি বলা হয় ?

উত্তর : CPU

২৮. হার্ডওয়্যারগুলোর প্রাণকে কি বলা হয় ?

উত্তর : মাদার বোর্ড।

২৯. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ কত সালে গঠিত করা হয় ?

উত্তর : ৩১ জানুয়ারী ১৯৫২।

[প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ ১ অক্টোবর, ২য় বার ২ মার্চ ১৯৪৮। পূর্ব বাঙালা ভাষা কমিটি ২ মার্চ ১৯৪৮। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১১ মার্চ ১৯৫০।]

৩০. মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কত নম্বর সেক্টরের অধিন ছিল ?

উত্তর : ২ নং সেক্টরের অধিন ছিল। সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ।

৩১. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ ?

উত্তর : মুঘল সম্রাট হুমায়ুন।

৩২. প্রাচ্যের ভেনিস কোন শহরকে বলা হয় ?

উত্তর : থাইল্যান্ডের রাজধানী ‘ব্যাংকককে’।

৩৩. খাবারের সাথে গ্রহণ করা যায় এমন একটি এসিডের নাম লিখুন?

উত্তর : আনারস ও লেবুর সাথে আমরা সাইট্রিক এসিড খেয়ে থাকে। (ল্যাকটিক এসিক দুখে থাকে)।

৩৪. ‘ বাকল্যান্ড বাঁধ’ কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর : ঢাকা শহরে রক্ষার জন্য ১৮৬৪ সালে নির্মিত ‘বাকল্যান্ড বাঁধ’ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

৩৫. ‘ সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে ?

উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুন্ডু।

৩৬. জাতীয় শিশু দিবস কত তারিখে ?

উত্তর : ১৭ মার্চ জাতীয় শিশু দিবস।

৩৭. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?

উত্তর : সিলেট জেলার লালখানে।

৩৮. ইউনেস্কোর সর্বশেষ সদস্য দেশের নাম কি ?

উত্তর : ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।(South Sudan (27 October 2011).

৩৯. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?

উত্তর : রাশিয়ায়।

৪০. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়ার প্রথম সেঞ্চুরি করেন ?

উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ (৯ মার্চ ২০১৫)।

৪১. বরিশালের প্রাচীন নাম কি ?

উত্তর : চন্দ্রদ্বীপ।

৪২. সবচেয়ে বেশি পামওয়েল কোন দেশে উৎপাদিত হয় ?

উত্তর : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

৪৩. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ?

উত্তর : বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলার। ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী)। ২০১৮ তে ১৭৫২ মার্কিন ডলার। ২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ১৯০৯ মার্কিন ডলার।

৪৪. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত ?

উত্তর : নওগাঁ।

৪৫. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী কি ?

উত্তর : এটর্নি জেনারেল।

৪৬. বাংলাদেশের দুইটি স্থলবন্দরের নাম লিখুন ?

উত্তর : ১. হিলি স্থলবন্দর (হাকিমপুর, দিনাজপুর)

২. বাংলাবান্ধা স্থলবন্দর (তেঁতুলিয়া, পঞ্চগড়)।

৩. বেনাপোল স্থলবন্দর (শারশা, যশোর)।

৪৭. বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত ?

উত্তর : ২০১৬ থেকে ২০২০।

৪৮. কম্পিউটারের দুটি অপারেটিং সফ্টওয়্যারের নাম লিখুন ?

উত্তর : 1. Windows 2. Linux.

৪৯. সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত ?

উত্তর : কক্সবাজার জেলায় অবস্থিত।

৫০. বাংলাদেশের সিটি কর্পোরেশন ও বিভাগের সংখ্যা কতটি ?

উত্তর : বিভাগ ৮টি এবং সিটিকর্পোরেশন ১২টি।

ময়মনসিংহ সর্বশেষ প্রস্তাবিত।

৫১. কম্পিউটারের দুটি অ্যাপ্লিকেশন এর নাম কি ?

উত্তর : MS Word, MS Excel.

৫২. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন ?

উত্তর : ৩৫ জন।

[আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম ছিল ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। ১৯৬৮ সালের ১৮ জানুয়ারী ঢাকায় এই মামলা দায়ের করা হয়।

৫৩. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ?

উত্তর : ব্রাসেলস।

৫৪. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে এসেছিলÑ

উত্তর : পর্তুগিজরা।

৫৫. কোনটি জি-৮ ভূক্ত দেশ নয় ?

উত্তর : নেদারল্যান্ড।

[কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালী, জাাপান, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।]

৫৬. ভাইরাস একটি ?

উত্তর : এককোষী জীব।

৫৭. ভারত ও শ্রীলঙ্কা কে পৃথক করেছে কোন প্রণালী ?

উত্তর : পাক প্রণালী।

৫৮. দক্ষিন গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ?

উত্তর : ২১ জুন।

৫৯. কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ষঝড়া বন্ধ করতে সাহায্য করে?

উত্তর : ভিটামিন কে।

৬০. বহুরূপী মৌল কোনটি ?

উত্তর : কার্বন।

৬১. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?

উত্তর : কৈলাস।

৬২. ‘ভাত দে হারামজাদা, তা না হলে, মানচিত্র খাবো’ পঙক্তিটির রচয়িতা কে ?

উত্তর : রফিক আজাদ।

৬৩. সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত ?

উত্তর : আটলান্টিক মহাসাগর।

[সেন্ট হেলেনা দ্বীপটি দক্ষিন আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ। ১৫০২ সালে পর্তুগিজদের মাধ্যমে আবিস্কার হয়েছে। তখন দ্বীপটিতে কোন বসতি ছিল না। দ্বীপটিকে ব্রিটিশদের দ্বারা নির্বাসন দ্বীপ হিসেবে ব্যবহার করা হতো।

৬৪. সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন কয় রকমের হতে পারে ?

উত্তর : চার।

৬৫. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ?

উত্তর : ৩টি।

৬৬. BRICS এর সদর দপ্তর কোথায় ?

উত্তর : কোন সদর দপ্তর নাই।

৬৭. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ?

উত্তর : ৩০টি।

৬৮. জাপানের পার্লামেন্টের নাম কি ?

উত্তর : ডায়েট।

৬৯. START-২কি ?

উত্তর : কৌশল অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।

৭০. মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয়-৭১’ কোথায় ?

উত্তর : কৃষি বিশ্ববিদ্যালয়।

৭১. জগদ্দল বিহার কোথায় অবস্থিত ?

উত্তর : নওগাঁ জেলায়।

৭২. রোমের দায়রা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে ?

উত্তর : স্পার্টাকাস।

৭৩. মহাকাব্য ইলিড কে রচনা করেন ?

উত্তর : ভার্জিল।

৭৪. বলকান রাষ্ট্র নয় কোনটি ?

উত্তর : বলিভিয়া।

[বলকান রাষ্ট্রসমূহ : আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টেগিগ্রো, গ্রিস, ম্যাসিডোনিয়া, সার্বিয়া, মলদোভা, রোমানিয়া, বলেভিনিয়া)।

৭৫. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ ?

উত্তর : ৬৩টি।

৭৬. লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবেÑ

উত্তর : শূন্য।

৭৭. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে ?

উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।

৭৮. বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে ?

উত্তর : ৫০টি।

৭৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন ‘বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেছেন ?

উত্তর : ৭ জন।

[১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ২. সিপাহী হামিদুর রহমান, ৩. সিপাহী মোস্তফা কামাল ৪. মোহাম্মাদ রুহুল আমিন ইঞ্জিনরুম আর্টিফিসার, ৫. ফ্লইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ৬. লান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ৭. লান্স নায়েক নূর মোহাম্মাদ শেখ।]

৮০. বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি ?

উত্তর : ঢাকা।

৮১. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয় ?

উত্তর : ২৬ মার্চ।

৮২. কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোল হওয়ার সম্ভাবনা হয়েছে ?

উত্তর : কুকুর।

৮৩. সার্কভূক্ত দেশের সংখ্যা কতটি ?

উত্তর : ৮টি।

[বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান]

৮৪. ‘বগা লেক’ কোন জেলায় অবস্থিত ?

উত্তর : বান্দরবান।

৮৫. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি ?

উত্তর : নাফ।

৮৬. গোল্ডেন ডাকÑ বিষয়টি কোন খেলার সাথে সম্পৃক্ত ?

উত্তর : ক্রিকেট।

৮৭. একদিনের ক্রিকেটে বিশ্ব চাম্পিয়ান হয় কোন দেশ ?

উত্তর : পাকিস্তান।

৮৮. বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কি ?

উত্তর : গ্যাস।

৮৯. বাংলাদেশের মোট কতটি জেলা ?
উত্তর : ৬৪টি।
৯০. কোন ফসল বাংলাদেশের সোনালী আঁশ ?
উত্তর : পাট।

৯১. লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত ?
উত্তর : মৌলভীবাজার জেলায়।

৯২. কোন জেলায় বর্তমানে চা চাষ হচ্ছে ?
উত্তর : পঞ্চগড়।

৯৩. কোন সমুদ্র প্রণালী দুই মহাদেশকে বিভক্ত করেছে ?
উত্তর : বেরিং।

৯৪. কোন সংখ্যা অলিম্পিক গেমস এর আয়োজক ?
উত্তর : IOC.
[International Olympic Committee.]

৯৫. বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা ?
উত্তর : IPO

৯৬. NIPORT শব্দটি কিসের সাথে জড়িত ?
উত্তর : স্টক এক্সচেঞ্জ।
[National Institute of Population Research and Training.]

৯৭. ঘওচঙজঞ কোন বিষয়ের সাথে জড়িত ?
উত্তর : জনসংখ্যা।

৯৮. ইদলিব শহরটি কোথায় অবস্থিত ?
উত্তর : সিরিয়া।

৯৯. কোন দেশ ইজওঈঝ এর সদস্য নয় ?
উত্তর : সাউথ কোরিয়া।
[ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিন আফ্রিকা নিয়ে গঠিত।]

১০০. ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত ?
উত্তর : ইরাক।