বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ৫০ টি প্রশ্ন ও উত্তর

Spread the love

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নবাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ৫০ টি প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। বিভিন্ন একাডেমিক কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। মহান মুক্তিযুদ্ধের খুঁটিনাটি অনেক তথ্যই আমাদের অজানা। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে হলে মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর জানা জরুরি। লেখাটি ভালো লাগলে বা আপনার কোন উপকারে আসলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ৫০ টি প্রশ্ন ও উত্তর

১. ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটির সুরকার কে?
উত্তর : আনােয়ার পারভেজ।

২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ‘চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল।

৩. ‘জল্লাদের দরবার’ অনুষ্ঠানে ‘কেল্লা ফতে খান’ বলতে কাকে বােঝানাে হতাে?
উত্তর : ইয়াহিয়া খান।

৪. কলকাতার কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যালয় স্থাপিত হয়?
উত্তর : বালিগঞ্জ সার্কুলার রােডের ৫৭/৮ নম্বর দোতলা বাড়ি।

৫. মুজিবনগর (প্রবাসী) সরকারের অস্থায়ী সচিবালয় ছিল কোথায়?
উত্তর : কলকাতার ৮ নম্বর থিয়েটার রােড।

৬. মুজিবনগর সরকারের মােট মন্ত্রণালয় ও বিভাগ ছিল কতটি?
উত্তর : ১৫টি।

৭. মুজিবনগর সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও শ্রম বিভাগের দায়িত্বে ছিলেন কে?
উত্তর : তাজউদ্দীন আহমদ।

৮. মুজিবনগর সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব কারও ওপর ন্যস্ত হয়নি, সেসব বিষয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।

৯. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার মােট সদস্য ছিলেন কতজন?
উত্তর : ৬ জন।

১০. মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কে?
উত্তর : এ এইচ এম কামারুজ্জামান।

আরো পড়ুন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র

১১. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডাে বাহিনীর প্রথম অভিযান অপারেশন জ্যাকপট কবে পরিচালিত হয়?
উত্তর : ১৫ ও ১৬ আগষ্ট ১৯৭১।

১২. পাকিস্তানি বাহিনীর ওপর আকাশপথে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম সফল অভিযানের নাম কী?
উত্তর : অপারেশন কিলাে ফ্লাইট।

১৩. বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক অপারেশন কিলাে ফ্লাইট কবে, কোথায় পরিচালিত হয়?
উত্তর : ৩ ডিসেম্বর ১৯৭১, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে।

১৪. আয়তনে সবচেয়ে বড় সেক্টর ছিল কোনটি?
উত্তর : ১ নম্বর সেক্টর।

১৫. মুক্তিযুদ্ধে স্বতন্ত্র বাহিনী হিসেবে হেমায়েত বাহিনী গড়ে ওঠে কোন অঞ্চলে?
উত্তর : গােপালগঞ্জ ও বরিশাল।

১৬. মুজিব ব্যাটারি কী?
উত্তর : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গােলন্দাজ বাহিনী।

১৭. শহীদজননী জাহানারা ইমামের ছেলে শাফী ইমাম রুমী কোন বাহিনীর সদস্য ছিলেন?
উত্তর : ক্র্যাক প্লাটুন।

১৮. ক্র্যাক প্লাটুনের আক্রমণের পদ্ধতি কী ছিল?
উত্তর : হিট অ্যান্ড রান।

১৯. ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কর্তৃক ভারতীয় বিমানবাহিনীর ওপর পরিচালিত বিমান হামলার কোডনাম কী? উত্তর : অপারেশন চেঙ্গিস খান।

২০. মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর : যশাের।

২১. শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
উত্তর : ২৫ মার্চ, ১৯৭১ সালে, মধ্যরাতে।

২২.মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
উত্তর : ১১ টি।

২৩.কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না ?
উত্তর : ১০ নং সেক্টর।

২৪. স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উত্তর : ৭ জন।

২৫. কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

২৬ .কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

২৭. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।

২৮. প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

২৯ .প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
উত্তর : ২ ই মার্চ, ১৯৭১।

৩০ .বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তর : আ স ম আব্দুর রব।

৩১. কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর : ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

৩২.চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
উত্তর : ২৬ মার্চ, ১৯৭১।

৩৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
উত্তর : চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।

৩৪. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

৩৫.মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর : ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।

৩৬. শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উত্তর : ১০ জানুয়ারী ১৯৭২।

৩৭.এ দেশের মাটি চাই, মানুষ নয়। এ উক্তি কার?
উত্তর : জেনারেল ইয়াহিয়া খান।

৩৮. সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।

৩৯. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।

৪০.বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।

৪১ .বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।

৪২.বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ৬ জন।

৪৩. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে।

৪৪ .মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর : বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

৪৫.কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।

৪৬. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার অভিযানের কোডনাম কী ছিল?
উত্তর : অপারেশন বিগবার্ড।

৪৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত হিসেবে প্রচারিত হতাে কোন গান?
উত্তর : জয় বাংলা, বাংলার জয়।

৪৮. ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটির গীতিকার কে?
উত্তর : গাজী মাজহারুল আনােয়ার।

৪৯. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হতাে কী নামে?
উত্তর : বজ্রকণ্ঠ।

৫০. অপারেশন সার্চলাইটের পূর্বনাম কী?
উত্তর : অপারেশন ব্লিজ।


Spread the love
sohana sr
 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply: