সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আট বিভাগে নিয়োগ পাবেন কতজন?

Spread the love

সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রাথমিকে তিন ধাপের বিজ্ঞপ্তি: আট বিভাগে নিয়োগের জন্য যোগ্যতা কতজনকে?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর মাধ্যমে আট বিভাগীয় শহরের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ সম্পন্ন হলো। যদিও কতজন শিক্ষক নিয়োগ হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ নেই। তবে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ হতে পারে বলে জানা গেছে। সর্বশেষ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে শনিবার (১৮ জুন) ডিপিই)।

এআট বিভাগে আলাদাভাবে আলাদাভাবে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। প্রথম ধাপের পরীক্ষা আগামী আগস্ট মাসে হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজারের বেশি শিক্ষকের পদশূন্য রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৮৫৮টি।

প্রথম দুটি বিজ্ঞপ্তির ছয় বিভাগে শিক্ষক নিয়োগের জন্য প্রথম ধাপে তিন লাখ ৬০ হাজার ৭০০ ও দ্বিতীয় ধাপে চার লাখ ৩৯ হাজার ৪৩৮টি আবেদন জমা হয়েছে। চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া অন্য জেলার আগ্রহী প্রার্থীরা ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য ২৩ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিপিই। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। শেষ ধাপের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে ফি বাবদ ২২০ টাকা পরিশোধ করতে হবে টেলিটক নম্বরের মাধ্যমে।


Spread the love
BDJobs Site
 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply: