বাংলাদেশ সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন

Spread the love

সাধারণ-জ্ঞান প্রশ্নসাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বিভিন্ন প্রশ্ন চাকরী কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসার সম্ভবনা থাকে। প্রশ্নগুলো বিভিন্ন বিভিন্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। এখানে ৫০টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষা জন্য খুব গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ৫০টি প্রশ্ন নিচে দেওয়া হলো-

০১। হিলি স্থলবন্দরটি কোথায় অবস্থিত?

ক. সাতক্ষীরা

খ. দিনাজপুর

গ. চুয়াডাঙ্গা

ঘ. ময়মনসিংহ

 

০২। বাংলাদেশের “স্থল বন্দর কর্তৃপক্ষ” কবে গঠন করা হয়?

ক. ১৯৯৯

খ. ২০০০

গ. ২০০১

ঘ. ১৯৯৭

 

০৩। “চিম্বুক পাহাড়” কোথায় অবস্থিত?

ক. খাগড়াছড়ি

খ. বান্দরবান

গ. রাজশাহী

ঘ. সিলেট

 

০৪। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে?

ক. ১৯৭২

খ. ১৯৯৫

গ. ১৯৭৮

ঘ. ১৯৮০

 

০৫। “জাতীয় শিক্ষক দিবস” কত তারিখে পালন করা হয়?

ক. ১৫ নভেম্বর

খ. ১৯ জানুয়ারী

গ. ৭ নভেম্বর

ঘ. ১৭ মার্চ

 

০৬। “জাহান্নাম হতে বিদায়” উপন্যাসটি কার লেখা?

ক. শওকত ওসমান

খ. জহির রায়হান

গ. আনোয়ার পাশা

ঘ. আল মাহমুদ

 

০৭। বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৭৫

খ. ১৯৭২

গ. ১৯৭৩

ঘ. ১৯৭৪

 

০৮। “পানিহাটা দীঘি” কোথায় অবস্থিত?

ক. নরসিংদী

খ. শেরপুর

গ. রাজশাহী

ঘ. নওগাঁ

 

০৯। আধুনিক গণতন্ত্রের জনক কে?

ক. মন্টেস্কু

খ. কাল মার্কস

গ. জন লক

ঘ. লামব্রোবসা

 

১০। “সামাজিক চুক্তি” মতবাদা প্রবক্তা কে?

ক. এডাম স্মিথ

খ. জ্যাক রুশো

গ. মন্টেস্কু

ঘ. ডেভিড রিকার্ডো

 

১১। “গুনরাজ খান” কার উপাধি?

ক. বাহারাম খান

খ. মালাধর বসু

গ. মধুসূদন দত্ত

ঘ. মধুসূদন মজুমদার

 

১২। “রামায়ন” মহাকব্যটির রচয়িতা কে?

ক. বেদব্যাস

খ. নবীনচন্দ্র সেন

গ. বাল্মীকি

ঘ. যোগীন্দ্রনাথ বসু

৩। “ঘোড়াদীঘি” কোথায় অবস্থিত?

ক. রাজশাহী

খ. বাগেরহাট

গ. নওগাঁ

ঘ. দিনাজপুর

 

১৪। “দীপু নাম্বার টু” শিশুতোষ চলচিত্রটি কে নির্মাণ করেন?

ক. জহির রায়হান

খ. মোরশেদুল ইসলাম

গ. আনোয়ার হোসেন

ঘ. আওলাদ খান

 

১৫। ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৭২

খ. ১৯১৩

গ. ১৯১৯

ঘ. ১৯১০

 

১৬। “সব কটি জানালা খুলে দাও না”। গানটির সুরকার কে?

ক. দ্বিজেন্দ্রলাল

খ. আপেল মাহমুদ

গ. নজরুল ইসলাম বাবু

ঘ. কোনটিই নয়

 

১৭। নিম্নের কোনজন ‘সওগাত’ পত্রিকার সম্পাদক ছিলেন?

ক. প্রথম চৌধুরী

খ. বিষ্ণু দে

গ. মোহাম্মদ নাসির উদ্দিন

ঘ. মোজাম্মেল হক

 

১৮। ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় কোথা থেকে?

ক. জার্মানী

খ. কানাডা

গ. অষ্ট্রেলিয়া

ঘ. জাপান

 

১৯। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে?

ক. ১৯৯০

খ. ১৯৯১

গ. ১৯৮৮

ঘ. ১৯৮৬

 

২০। সুপ্রীম কোর্টের বিচারপতিদের কার্যাকাল কত বছর?

ক. ৬০ বছর

খ. ৬২ বছর

গ. ৬৫ বছর

ঘ. ৬৭ বছর

 

২১। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র অ ঝঞঅঞঊ ওঘ ইঙগ এর পরিচালক কে?

ক. দিলদার হোসেন

খ. আবু সায়ীদ

গ. মোস্তফা কামাল

ঘ. জহির রায়হান

 

২২। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

ক. ২৫ মার্চ

খ. ১৬ ডিসেম্বর

গ. ২৬ মার্চ

ঘ. ২ মার্চ

 

২৩। ‘নির্মল চর’ কোথায় অবস্থিত?

ক. নাটোর

খ. রাজশাহী

গ. রংপুর

ঘ. বরিশাল

 

২৪। ‘ভবানীগঞ্জের’ বর্তমান নাম কি?

ক. ভোলা

খ. গাইবান্ধা

গ. সিলেট

ঘ. হবিগঞ্জ

 

২৫। বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিক কে?

ক. মাহমুদা হক চৌধুরী

খ. সুফিয়া আখতার

গ. তাহমিনা খান ডলি

ঘ. নাজমুন আরা বেগম

 

২৬। সার্কভূক্ত কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই?

ক. মালদ্বীপ

খ. নেপাল

গ. ভুটান

ঘ. শ্রীলংকা

 

২৭। ১০ টাকার পলিমার নোট কোন দেশ থেকে তৈরি করা হয়?

ক. জার্মানি

খ. অষ্ট্রেলিয়া

গ. জাপান

ঘ. সুইডেন

 

২৮। “প্রাইভেটাইজেশন বোর্ড” কত সালে গঠিত হয়?

ক. ১৯৯২

খ. ১৯৯৩

গ. ১৯৯০

ঘ. ১৯৯১

 

২৯। বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে কোন দেশ?

ক. অষ্ট্রেলিয়া

খ. জাপান

গ. মার্কিন যুক্তরাষ্ট্র

ঘ. বৃটেন

 

৩০। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বি.আর.টি.গি. কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৬০

খ. ১৯৬৫

গ. ১৯৬২

ঘ. ১৯৬১

 

৩১। ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত?

ক. পদ্মা

খ. মেঘনা

গ. যমুনা

ঘ. কর্ণফুলী

 

৩২। “ভাটিয়ালী” বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক. রংপুর

খ. ময়মনসিংহ

গ. রাজশাহী

ঘ. সিলেট

 

৩৩। “শিশু একাডেমী” প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৭৬

খ. ১৯৭৭

গ. ১৯৮৮

ঘ. ১৯৯২

 

৩৪। “মাতা, মাতৃভাষা আর মাতৃভূমি- প্রত্যেক মানুষের পরম শ্রদ্ধার বস্তু” উক্তিটি কার?

ক. ড.মুহাম্মদ শহীদুল্লাহ

খ. রবি ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

 

৩৫। “আমির হামজা” কাব্যটি রচনা করেন –

ক. সৈয়দ আমির আলী

খ. ফকির গরিবুল্লাহ

গ. শাহ মুহাম্মদ সগীর

ঘ. কায়কোবাদ

 

৩৬। শেষ লেখা কি?

ক. কাব্য

খ. গ্রন্থ

গ. পত্রকাব্য

ঘ. নাট্যকাব্য

 

৩৭। ‘সংশপ্তক’ এর রচয়িতা –

ক. কাজী এনামুল হক

খ. শহীদুল্লাহ কায়সার

গ. আবদুল হাকিম

ঘ. টেকচাঁদ ঠাকুর

 

৩৮। “বঙ্গবন্ধু পদক” দেওয়া হয় কোন ক্ষেত্রে?

ক. স্বাধীনাত ক্ষেত্রে অবদানের জন্য

খ. কৃষি ক্ষেত্রে

গ. বিজ্ঞান ক্ষেত্রে

ঘ. চিকিৎসা ক্ষেত্রে

 

৩৯। হিযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরটি স্থপতি-

ক. লারোস

খ. শামীম শিকদার

গ. হামিদুজ্জামান

ঘ. লুই-আই-কান

 

৪০। সোনারগাঁও এর পূর্ব নাম কি?

ক. সোনাপুর

খ. সুধারাম

গ. সুবর্ণগ্রাম

ঘ. চন্দ্রদ্বীপ

 

৪১। বাংলাদেশের জাতীয় মহিলা ক্রীড়া উন্নয়ন সংস্থা কবে গঠিত হয়?

ক. ১৯৭১

খ. ১৯৭২

গ. ১৯৭৬

ঘ. ১৯৭৬

 

৪২। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় –

ক. ১৬ ডিসেম্বর

খ. ১৪ ডিসেম্বর

গ. ২৬ মার্চ

ঘ. ৩১ ডিসেম্বর

 

৪৩। “ক্রীতদাসের হাসি” কার লেখা?

ক. শওকত ওসমান

খ. সুভাষ চন্দ্র বসু

গ. বুদ্ধদেব বসু

ঘ. জীবনানন্দ দাস

 

৪৪। হিরণ পয়েন্ট কি?

ক. একটি ক্রীড়া সংস্থা

খ. একটি বিখ্যাত সাহিত্য

গ. একটি মনোরম স্থান

ঘ. একটি মাদক দ্রব্য

 

৪৫। সংশপ্তক কোথায় অবস্থিত?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

ঘ. চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে

 

৪৬। বাংলাদেশে কোন স্পীকার পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হন?

ক. মোহাম্মদ উল্লাহ

খ. শামসুল হুদা চৌধুরী

গ. শাহ আবদুল হামিদ

ঘ. হুমায়ুন রশিদ চৌধুরী

 

৪৭। নর্থবেঙ্গল পেপার মিলে ব্যবহৃত কাঁচামাল কি?

ক. বাঁশ

খ. আখের ছোবড়া

গ. খড়

ঘ. পাটখড়ি

 

৪৮। খাজা আবদুল গণি কর্তৃক আহসান মঞ্জিল নির্মিত হয় কত সালে?

ক. ১৮৩২

খ. ১৮৬২

গ. ১৮৭২

ঘ. ১৮৮২

 

৪৯। ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?

ক. চাপাই নবাবগঞ্জ

খ. সিলেট

গ. ঢাকা

ঘ. বাগেরহাট

 

৫০। বাংলাদেশ বিজ্ঞান যাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?

ক. গুলিস্তান

খ. আগারগাঁও

গ. সেগুনবাগিচা

ঘ. ধানমন্ডি


Spread the love
sohana sr
 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply: