বাংলাদেশের মানচিত্র সর্ম্পকে প্রশ্ন ও উত্তর

Spread the love

বাংলাদেশের_প্রশাসনিক_মানচিত্র.বাংলাদেশের মানচিত্র সর্ম্পকে প্রশ্ন – যেকোনো চাকরির পরীক্ষা বা BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য সাধারণের বিভিন্ন বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ করা হয়ে থাকে। বাংলাদেশের মানচিত্র সর্ম্পকে প্রশ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। যা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের মানচিত্র সর্ম্পকে প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো-

প্রশ্ন ১ : বাংলাদেশের আয়তন কত?
উত্তরঃ বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।

প্রশ্ন ২ : বাংলাদেশের বিভাগ কতটি?
উত্তরঃ বাংলাদেশে বিভাগ ৮ টি।

প্রশ্ন ৩ : বাংলাদেশে কতটি জেলা রয়েছে?
উত্তর : বাংলা জেলা ৬৪ টি।

প্রশ্ন ৪ : চট্টগ্রাম বিভাগে মোট কতটি জেলা?
উত্তর : চট্টগ্রাম বিভাগে মোট ১২ টি জেলা রয়েছে।

প্রশ্ন ৫ : রাজশাহী বিভাগে জেলার সংখ্যা কতটি?
উত্তর : রাজশাহী বিভাগে মোট ৮ টি জেলা।

প্রশ্ন ৬ : খুলনা বিভাগে কতটি জেলা?
উত্তর : খুলনা বিভাগে মোট ১০ টি জেলা।

প্রশ্ন ৭ : বরিশাল বিভাগে মোট কতটি জেলা?
উত্তর : বরিশাল বিভাগে মোট ৬ টি জেলা।

প্রশ্ন ৮ : সিলেট বিভাগে কতটি জেলা?
উত্তর : সিলেট বিভাগে ৫ টি জেলা।

প্রশ্ন ৯ : রংপুর বিভাগে কতটি জেলা?
উত্তর : রংপুর বিভাগে ৮ টি জেলা।

প্রশ্ন ১০ : ময়মনসিংহ বিভাগে কতটি জেলা?
উত্তর : ময়মনসিংহ বিভাগে মোট ৪ টি জেলা।

প্রশ্ন ১১ : বর্তমানে জিআই (GI) সনদপ্রাপ্ত পণ্য?
উত্তর : ৯টি।

প্রশ্ন ১২: বাংলাদেশের প্রথম GI পণ্য?
উত্তর : জামদানি শাড়ি; সনদ প্রদান ১৭ নভেম্বর ২০১৬।

প্রশ্ন ১৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা মিসরীয় লেখক মােহসেন আল আরিশির লেখা বইয়ের নাম?
উত্তর : হাসিনা: হাকাইক ওয়া আসাতি।

প্রশ্ন ১৪ : মানবদেহে ক্যান্সারের উপস্থিতি নির্ণয়ের জন্য ইন্টারফেসিয়াল বায়ােসেসিং পদ্ধতি উদ্ভাবন করেন?
উত্তর : ড. আবু সিনা।

প্রশ্ন ১৫ : ঢাকাই মসলিনের সর্বশেষ প্রদর্শনী হয়?
উত্তর : ১৮৫১ সালে, লন্ডনে।

প্রশ্ন ১৬ : বাংলাদেশের প্রথম ইসলামী বন্ড সুকুক নামে ইস্যু করা হয়?
উত্তর : ইজারা সুকুক।

প্রশ্ন ১৭ : বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন ১৮ : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)?
উত্তর : আগারগাঁও, ঢাকা।

প্রশ্ন ১৯ : বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে?
উত্তর : মিয়ানমারে।

প্রশ্ন ২০ : BEPZA যে মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রশ্ন ২১ : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়?
উত্তর : ৩১ মার্চ ১৯৮৬।

প্রশ্ন ২২ : বাংলাদেশকে গার্মেন্টস বিষয়ে প্রথম প্রশিক্ষণ প্রদান করে?
উত্তর : দক্ষিণ কোরিয়ার Daewoo কোম্পানি।

প্রশ্ন ২৩ : গার্মেন্টস ব্র্যান্ডগুলাের সংগঠন ‘অ্যাকর্ড’?
উত্তর : ইউরােপীয় ইউনিয়নভিত্তিক।

প্রশ্ন ২৪ : সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তর : ৩০ জানুয়ারি ১৯৫২।

প্রশ্ন ২৫ : ২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘােষণার মাধ্যমে যে আন্দোলন শেষ হয়?
উত্তর : অসহযােগ আন্দোলন।

প্রশ্ন ২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন?
উত্তর : অধ্যাপক আবুল কাসেম।

প্রশ্ন ২৭ : পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক আইন জারি হয়?
উত্তর : ২৫ মার্চ ১৯৬৯।

প্রশ্ন ২৮ : সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে?
উত্তর : টংকিং উপসাগর থেকে।

প্রশ্ন ২৯ : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাংলার ২৪ বছর’উত্তর :এর পরিচালক?
উত্তর : মােহাম্মদ আলী।

প্রশ্ন ৩০ : ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা?
উত্তর : মেজর আবদুল গণি।

প্রশ্ন ৩১ : বাংলাদেশ বিমানবাহিনীর ত্রৈমাসিক সংবাদপত্র?
উত্তর : ঈগল।

প্রশ্ন ৩২ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮ আগস্ট ১৯৭৬।

প্রশ্ন ৩৩ : সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও বাতিল করেন?
উত্তর : রাষ্ট্রপতি।

প্রশ্ন ৩৪ : বাংলাদেশ সচিবালয় প্রথম যাত্রা শুরু করে?
উত্তর : ইডেন বিল্ডিংউত্তর এ।

প্রশ্ন ৩৫ : ISSB’র পূর্ণরূপ?
উত্তর : Inter Services Selection Board

প্রশ্ন ৩৬ : নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ?
উত্তর : মন্ত্রিপরিষদ।

প্রশ্ন ৩৭ : প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি?
উত্তর : নিকার।

প্রশ্ন ৩৮ : ‘বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইয়ের লেখক?
উত্তর : আকবর আলি খান।

প্রশ্ন ৩৯ : বস্ত্র ও পাট জাদুঘর প্রতিষ্ঠিত হবে?
উত্তর : রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

প্রশ্ন ৪০ : Clean Report of Findings (CRF) হলাে?
উত্তর : আমদানি বাণিজ্যে জালিয়াতি রােধ করার জন্য একটি পদ্ধতি।

প্রশ্ন ৪১ : GSP’র পূর্ণরূপ?
উত্তর : Generalized System of Preferences

প্রশ্ন ৪২ : ওয়েস্টার্ন ইউনিয়ন হলাে?
উত্তর : বৈদেশিক মুদ্রা প্রেরণের বৈধ মাধ্যম।

প্রশ্ন ৪৩ : যে ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে?
উত্তর : জনতা ব্যাংক লিমিটেড।

প্রশ্ন ৪৪ : বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন?
উত্তর : এ. এন. হামিদ উল্লাহ।

প্রশ্ন ৪৫ : বাংলাদেশের সংবিধানের প্রথম সংশােধনী গৃহীত হয়?
উত্তর : ১৫ জুলাই ১৯৭৩।

প্রশ্ন ৪৬ : মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক প্রধান?
উত্তর : সচিব বা জ্যেষ্ঠ সচিব।

প্রশ্ন ৪৭ : বাংলাদেশের সংসদ ভবনের স্ট্রাকচারাল ডিজাইনার?
উত্তর : হ্যারি এম পামবাম।

প্রশ্ন ৪৮: BPL শুরু হয় কবে থেকে?

উত্তর: ১০ ফেব্রুয়ারি ২০১২।

প্রশ্ন ৪৯: বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে?

উত্তর: মেজর জেমস রেনেল।

প্রশ্ন ৫০: বাংলাদেশে VAT চালু করা হয় কবে?

উত্তর: ১ জুলাই ১৯৯১ সালে।

 


Spread the love
sohana sr
 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply: