চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাল
প্রশ্নগুলো বার বার চাকরি পরীক্ষায় দেওয়া হতে পারে তাই মনোযোগ দিয়ে পড়বেন কারন সালগুলো আমাদের বেশি ভুল হয়। সাল গুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার সম্ভবনা রয়েছে। তাই সাল গুলো মনযোগ দিয়ে পড়লে পরীক্ষা কমন পেতে পারবেন।
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাল গুলো নিচে দেওয়া হলো-
১. বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন ⇒ ১৯৬১ ;
২. ছয়দফা পেশ ⇒ ১৯৬৬ সালে;
৩. আগরতলা মামলা ⇒ ১৯৬৮ সালে;
৪. গণঅভ্যুত্থান ⇒ ১৯৬৯ সালে;
৫. স্বাধীন বাংলাদেশ ⇒ ১৯৭১ সালে;
৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ⇒ ১৯৭২;
৭. ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি ⇒ ১৯৭২;
৯. পানি পথের ৩য় যুদ্ধ ⇒ ১৭৬১ ;
৮. শিক্ষা আন্দোলন⇒ ১৯৬২ ;
১০. বক্সারের যুদ্ধ ⇒ ১৭৬৪;
১১. দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ⇒ ১৭৬৫;
১২. ছিয়াত্তরের মন্বন্তর ⇒ ১৭৭০;
১৩. আমেরিকার স্বাধীনতা লাভ ⇒ ১৭৭৬ ;
১৪. ফরাসি বিপ্লব ⇒ ১৭৮৯;
১৫. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ⇒ ১৮০০;
১৬. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু ⇒ ১৮০১ ;
১৭. ওয়াটার লুর যুদ্ধ ⇒ ১৮১৫ ;
১৮. লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু ⇒ ১৮২৯;
১৯. তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান ⇒ ১৮৩১;
২০. লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু ⇒ ১৮৫৩;
২১. লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ ⇒ ১৮৫৬;
২২. বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু ⇒ ১৮৫৭ সালে;
২৩. নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ ⇒ ১৮৬০;
২৪. রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু ⇒ ১৮৬১ ;
২৫. বাংলাদেশে রেল চালু ⇒ ১৮৬২;
২৬. যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি ⇒ ১৮৬৩ ;
২৭. বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত ⇒ ১৮৬৫;
২৮. রোকেয়ার জন্ম ⇒ ১৮৮০;
২৯. পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান ⇒ ১৮৯৩ ;
৩০. আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু ⇒ ১৮৯৬ ;
৩১. কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম ⇒ ১৮৯৯ ;
৩২. নোবেল পুরস্কার দেওয়া শুরু ⇒ ১৯০১;
৩৩. বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী ⇒ ১৯০৫ সালে;
৩৪. মুসলীম লীগ প্রতিষ্ঠিত ⇒ ১৯০৬ সালে;
৩৫. চর্যাপদ আবিষ্কৃত ⇒ ১৯০৭ সালে;
৩৬. শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত ⇒ ১৯০৯ সালে;
৩৭. গীতাঞ্জলি প্রকাশ ⇒ ১৯১০;
৩৮.বঙ্গভঙ্গ রদ ⇒ ১৯১১ সালে;
৩৯. টাইটানিকের ডোবা ⇒ ১৯১২ ;
৪০. গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু ⇒ ১৯১৩;
৪১. প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা প্রকাশ ⇒ ১৯১৪;
৪২. চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি ⇒ ১৯১৬;
৪৩. লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘোষণা( ইহুদি রাষ্ট্র) ⇒ ১৯১৭;
৪৪. প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভোটাধিকার পায় + সওগাত পত্রিকা প্রকাশ ⇒ ১৯১৮ ;
৪৫. লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড ⇒ ১৯১৯ ;
৪৬. বঙ্গবন্ধুর জন্ম ⇒ ১৯২০;
৪৭. কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন ⇒ ১৯২৩;
৪৮. মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা ⇒ ১৯২৬ ;
৪৯. শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ ⇒ ১৯২৭;
৫০. আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার ⇒ ১৯২৮ ;
৫১. বিশ্বকাপ ফুটবল শুরু ⇒ ১৯৩০ ;
৫২. ২য় বিশ্বযুদ্ধ শুরু ⇒ ১৯৩৯;
৫৩. শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন ⇒ ১৯৪০ সালে;
৫৪. রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ ⇒ ১৯৪১;
৫৫. পঞ্চাশের মন্বন্তর ⇒ ১৯৪৩ ( বাংলা ১৩৫০);
৫৬. কম্ববাসের আমেরিকা আবিষ্কার ⇒ ১৪৯২;
৫৭. পানি পথের ১ম যুদ্ধ ⇒ ১৫২৬;
৫৮. সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী ⇒ ১৬১০ ;
৫৯. পলাশীর যুদ্ধ ⇒ ১৭৫৭ সালে;
৬০. বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু ⇒ ১৯৬০;